প্রযুক্তি ডেস্ক:
কিছু পেইজে এ-রমক লোভী লিং থাকে---এ থেকে সাবধান হউন।
এখানে ক্লিক করবেন না বা ক্লিক করলেও মোবাইল নং দিবেনা......
কেন এখানে ক্লিক করবেন না ....↓
→ আপনি যে আশায় এখানে ক্লিক করবেন বা মোবইল নং দিবেন তার আগে আপনার সব তথ্য নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে !
→ এটা কোন বাংলাদেশী সাইট নয়
→ প্রথমে মোবাইল নং চাইবে
[ SMS পাঠাবে Call ব্যাক করার জন্য বা Call করে লোভনীয় offer দিবে $ পাটানোর জন্য, আপনি লটারীতে $ পাবেন!!! কিছূ কিছূ বাংলী আছে .. রংঙীলা স্বপ্ন দেখে... তাদের জন্য সাবধান]→ আপনি যদি Call ব্যাক করেন আপনার মোবাইলের সব টাকা উধাও
হয়ে যাবে ।
→ তারপরএকটা Software দিবে..... সেটা আরেক কাহিনী ঐ Software install করলে আপনার কম্পিউটারের কিছু কিছু নিয়ন্ত্রন ওরা নিয়ে নিবে .... browning করলে কিছু কিছু সাইট Auto ওপেন হয়ে যাবে ....google searing এ বাধা দিবে ।
→ আপনার কোন ক্রডিট কার্ড নং ব্যবহার করলে বা পাসওয়াড ব্যবহার করলে এই Software দ্বারা তাদের কাছে চলে যেতে পারে ।
↓
→ যদি মোবাইল নং দিয়ে থাকে তাহলে সাবধান হওন।
→ যদি Software install করে থাকেন uninstall করে ফেলেন এবং ডিলেইট করে দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন