প্রযুক্তি ডেস্ক:
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সাপোর্ট-সুবিধা শেষ হচ্ছে। পার্সোনাল কম্পিউটারে ব্যবহূত এ সফটওয়্যারটির আনুষ্ঠানিক অফিসিয়াল সাপোর্ট-সুবিধা ২০১৪ সাল পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজ এক্সপির পাশাপাশি মাইক্রোসফট অফিস ২০০৩-এর অফিসিয়াল সাপোর্টও শেষ হবে একই সময়ে। ফলে এর পরে অফিসিয়ালভাবে উইন্ডোজ এক্সপির আর কোনো সাপোর্ট-সুবিধা দেবে না মাইক্রোসফট। মাইক্রোসফটের বিভিন্ন অপারেটিং সিস্টেম সংস্করণের মধ্যে উইন্ডোজ এক্সপির বেশ জনপ্রিয়তা ছিল।বর্তমানে মাইক্রোসফটে এই অপারেটিং সিস্টেম উইন্ডোজের ৮ সংস্করণ চলছে। এর আগে উইন্ডোজের ভিস্তা ও উইন্ডোজ ৭ সংস্করণটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। মাইক্রোসফটের বিপণন পরিচালক স্টেলা চেরনিয়াক বলেন, ‘আগামী দুই বছর পর আমরা উইন্ডোজ এক্সপি এবং অফিস ২০০৩-এর জন্য আর কোনো অফিসিয়াল সাপোর্ট দেব না।’
তিনি বলেন, উইন্ডোজের এই সংস্করণটি সে সময়ের দারুণ জনপ্রিয় একটি সংস্করণ। কিন্তু বর্তমানে প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে। এই সেবার পর্বটি শেষ হলে নতুন সংস্করণের দিকে আরও বেশি নজর দেওয়া হবে বলেও জানান তিনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন