রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

হার্ডডিস্কের দাম বেড়েছে

Sahab Uddin
প্রযুক্তি বাজারে হার্ডডিস্ক ড্রাইভের দাম বেড়েছে গত সপ্তাহে। বিক্রেতারা জানান, এর প্রভাব কিছুটা দেখা গেছে বাজারে।গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হল।
প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো (২.৯৩ গি.হা) ৮,৭০০, কোর টু ডুয়ো (২.৪০ গি.হা.) ৮,৫০০ টাকা। ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৫ ২.৯ গি.হা. ১৫,৫০০;ইন্টেল কোর আই-৩-২১০০ ৩.১০গি.হা. ৯,৯০০;ইন্টেল কোর আই-৭-২৬০০ ৩.৪গি.হা. ২৫,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ৩ গি.হা. ৫,২০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,৩০০; জি৪১এমকমবো ৪,২০০;এইচ৬৭এমএ ৯,৪০০;জিএ-জেড৬৮এমএ ১২,৫০০টাকা। ইন্টেল ডিজি৪১ডব্লিভভি ৪,৬০০;ডিএইচ৬৭সিএল ৮,৮০০; ডিজি৩৫ইসি ৪,০০০টাকা। আসুস পি৫জি-৪১টি-এমজি৪১ ৪,৩০০।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

হবিগঞ্জে তক্ষকের পেছনে হাজারো যুবক

Sahab Uddin:
একবার পাওয়া গেলেই কোটি টাকার মালিক হয়ে যাবো এই আশায় দীর্ঘদিন যাবত এক শ্রেণীর যুবকরা ম্যাগনেট পিলার, কষ্টি পাথরের মূর্তি, পুরানো কয়েন, কালো বিড়াল ও আমাদের দেশে এক টাকার পেতল রঙা কয়েন এসবের পিছনে ছুটেছে।
তবে আজ পর্যন্ত কেউ কোটি পতি তো দূরের কথা লাখ পতি হয়েছেন এমন খবর পাওয়া যায়নি।
এসবের অবসানের পর বর্তমানে দেশের অন্যান্য স্থানের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানের যুবকরা সহজেই কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ছুটছে তক্ষক পিছনে।
 কথিত একটি চক্র আড়াল থেকে এলাকায় রটিয়েছে- যদি ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক (স্থানীয় নাম কক্কা) কোনো ব্যক্তি ধরতে পারে, তাহলে তাকে এক কোটি টাকা দেয়া হবে।

ফেসবুকে প্রতিদিন হ্যাক হয় ৬ লাখ অ্যাকাউন্ট

Sahab UddiN
সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে প্রতিদিন প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট হ্যাক হয়। পাশাপাশি প্রতি ২৪ ঘণ্টায় ফেসবুকে এক বিলিয়ন বার লগ-ইন হয়। আর এ সময় হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করে। এর মাধ্যমে প্রতিদিন শতকরা শূন্য দশমিক ৫ ভাগের কম ব‌্যবহারকারী বিভিন্ন রকমের স্প্যাম পেয়ে থাকেন।

 ভাইরাস ঠেকাতে

Sahab uddin:
দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। শিক্ষা, গবেষণা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, অফিস ব্যবস্থাপনার মতো সব কাজেরই একটি অবিচ্ছিন্ন অংশ কম্পিউটার। এর বাইরেও ঘরোয়া ব্যবহারকারীর সংখ্যাটা অনেক বেশি। কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার। আছেইন্টারনেটের ব্যবহার।কম্পিউটারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এতে ক্ষতিকর প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার ভাইরাস বা ওয়ার্মের আক্রমণও বেড়ে গেছে।

ইন্টারনেটের ভাষা বুঝুন

Sahab Uddin:
ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা পাওয়া যায়। যেমন: 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls, 500 Internal Server Error ইত্যাদি। কোনটার কী মানে, তা জেনে নিন—
502 Bad Gateway : এটি দিয়ে বোঝানো হয়, নির্দিষ্ট ওই সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। ডাউন স্ট্রিমে ত্রুটিপূর্ণ সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large : ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণ অনুরোধ সার্ভারে পাঠানো হয়েছে।
204 No Content : সার্ভারে কোনো উপাদান (কন্টেন্ট) পাওয়া যায়নি।

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

চাঁদ দেখা গেছে, ৭ নভেম্বর ঈদ

Sahab Uddin
দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার দিনের ঘোষণা দেওয়া হয়। এর আগেই কয়েকটি স্থান থেকে চাঁদ দেখার খবর আসে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার অনুপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। ধর্ম প্রতিমন্ত্রী হজ ব্যবস্থাপনার তদারকিতে প্রতিমন্ত্রী সৌদি আরব রয়েছেন বলে কর্মকর্তারা জানান।

উন্নয়নশীল দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ানোর উদ্যোগ জাতিসংঘের

Sahab Uddin:
আগামী চার বছরের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর মোট দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক অংশের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌছানোর ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। আর আগামী ২০১৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকার প্রধানকে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভলপমেন্ট প্যানেল।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বব্যাপী উন্নয়ন গতিকে আরো ত্বরান্বিত করতে গৃহীত ‘চার অ্যজেন্ডা’য় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার দু’দিন ধরে জাতিসংঘের সদর দফতর জেনেভায় অনুষ্ঠিত ‘আইটিইউ (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) টেলিকম ওয়ার্ল্ড ২০১১’ শীর্ষক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

 সালমানের কাছে শাহরুখের পরাজয়!

Sahab Uddin:
শাহরুখ ও সালমান খান— এই দুই খানের মধ্যকার লড়াইয়ের খবরটা তাঁদের ভক্তদের কাছে অজানা নয়। তবে শাহরুখ এবার একটা সুখবর দিয়েছেন সালমান ভক্তদের। এতে হয়তো সালমান ভক্তরা একটু বেশিই খুশি হবেন। খবরটি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সদ্য মুক্তি পাওয়া রা.ওয়ান ছবি নিয়ে।
ভারতের অর্থনীতি বিশ্লেষক তারান আদর্শের মতে মুক্তির প্রথমদিনে শাহরুখের রা.ওয়ান ১৮ দশ পাঁচ কোটি রুপি আয় করেছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এটি মুক্তির প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করবে। কিন্তু তা হয়ে ওঠেনি। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দীপাবলী উত্সবকে।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

ফেসবুকে সর্বোচ্চ মূল্যে বিজ্ঞাপন: শীর্ষে বাংলাদেশ

Sahab Uddin:
ফেসবুক সর্বোচ্চ মূল্যে বিজ্ঞাপন দাতাদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপিত লিংকে প্রতি ক্লিক মূল্য (CPC) হিসেবে ফেসবুকে বিজ্ঞাপন দিতে বর্তমানে বাংলাদেশের বিজ্ঞাপন মূল্য ১.১২ ইউএস ডলার বা ৮৫ টাকা। আর বিজ্ঞাপনটি দেখার হিসেবে (CPM) সর্বোচ্চ ০.৪৮ ইউএস ডলার বা ৫৮ টাকা খরচ করে বাংলাদেশী বিজ্ঞাপন দাতারা।
এ তথ্য প্রকাশ করেছে দি নেক্স ওয়েব। প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশের পর বিজ্ঞাপন ব্যয়ে শীর্ষে থাকা অন্য দেশগুলো হচ্ছে রাশিয়া ও জাপান।

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

ইয়াহু কিনতে যাচ্ছে গুগল

 Sahab Uddin:
ইন্টারনেট ব্যবসায় শীর্ষ কোম্পানী সার্চ ইঞ্জিন গুগল কিনতে যাচ্ছে এক সময়ের শীর্ষ কোম্পানী ইয়াহুকে। অন্তত দুটি কোম্পানীর সঙ্গে কথা হয়েছে এবিষয়ে মধ্যস্থতা করার জন্য। ওয়াল ষ্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এখবর প্রকাশ করে।
বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। গত তিন মাসের হিসেবে কিছুটা ভাল করলেও ইয়াহুর বর্তমান অবস্থা খুব ভাল না।
গতমাসে কোম্পানিটির প্রধানের পদ থেকে ক্যারল বার্টজকে বাদ দেয়া হয়েছে। সূত্রমতে গুগল ইয়াহুর সাইটের মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি করতে আগ্রহী।
উল্লেখ্য, একসময় মাইক্রোসফট ইয়াহুকে কেনার চেষ্টা করেছিল।

ফেসবুকের জরিমানা!

Sahab Uddin:
ব্যক্তিগত তথ্য সংরক্ষণের দায়ে এক লাখ ইউরো বা ৮৭ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক-কে। ম্যাক্স স্ক্রিম নামের একজন অস্ট্রেলিয় ছাত্রের এক হাজার ২০০ পেজ ব্যাক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখার অভিযোগে এ জরিমানা দিতে হতে পারে।
  জানা গেছে, গত জুনে ক্যালিফোর্নিয়ার স্যান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে একজন ফেসবুক এক্সিকিউটিভ’র এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন ২৪ বছর বয়সী ছাত্র ম্যাক্স স্ক্রিম। সেখান থেকে তিনি জানতে পারেন ফেসবুকের তথ্য সংরক্ষণ বিষয়টি।

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

জিমেইল আসছে পুরো নতুন চেহারায়

Sahab Uddin:
সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
জিমেইল এর নতুন চেহারার  এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

সরকারী ল্যাপটপ “দোয়েল”-এর কনফিগারেশন ও দাম

Sahab Uddin:
গত ১১ অক্টোবর, ২০১১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পমূল্যের উন্নতমানের সরকারী ল্যাপটপ “দোয়েল” উদ্বোধন করেন। ফেসবুক-এর Laptop "DOEL" : A product of Bangladesh by TSS ফ্যান পেইজ থেকে হু্বহু সংগৃহীত দোয়েল-এর কনফিগারেশন_____

Configuration of 1st model:

* 10.0? LCD Panel (1024*600) VIA 8650 800MHz
* 512 MB RAM Integrated
* 2 USB 2.0 SD Slot for Max 32 GB
* WiFi 802.11b/g
* Google Android Integrated
* 0.3 MP Webcam
* Price- 10,500/=
[N.B. It's not final configuration, It's collected from various sources]

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

ইন্টারনেটের গতি পরীক্ষা

Sahab Uddin:  ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারেন আপনি কত গতিতে ইন্টারনেট ব্যবহার করছেন। এ জন্য http://speedtest.net/ ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে Begin test বাটনে ক্লিক করতে হবে।

ইন্টারনেটে সেরা ১০ সমস্যা

Sahab Uddin
ইন্টারনেট আমাদের জীবন ব্যবস্থায় এনে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন। একটি পিসি ও ভালো গতির ইন্টারনেট সংযোগ থাকলে শুধু বিনোদন নয়, ঘরে বসেই করা যাচ্ছে সম্মানজনক রুজি-রোজগারও। সঙ্গে একটি ক্রেডিট কার্ড থাকলে তো কেনাকাটাটাও ঘরে বসেই করে ফেলা যায়। এই যে এত সুযোগ-সুবিধা, দুনিয়াকে হাতের মুঠোয় এনে দেয়া, তারপরও কি অনলাইন দুনিয়ার সবকিছুই ভালো? মোটেও তা নয়। সত্যি বলতে কী, সুবিধার পাশাপাশি আমাদের জীবনে বিড়ম্বনাও কম বয়ে আনেনি ইন্টারনেট। দুনিয়াজুড়ে লাখ লাখ অনলাইন ব্যবহারকারীর মতামতের ওপর ভিত্তি করে ‘লাইভবার্স’-এর সাজানো অনলাইনের সেরা দশ সমস্যার কথা রয়েছে এই প্রতিবেদনে। আমাদের দেশে এখনও ইন্টারনেট ব্যবহারকারী খুবই কম, তবে তা দ্রুত বেড়ে চলছে। মূলত এই প্রতিবেদনটি সেসব নতুন ইন্টারনেট ব্যবহারকারী বা যারা অচিরেই ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছেন, তাদের সতর্ক রাখার প্রয়াস।

ভাইরাসের উপস্থিতি বোঝার উপায়

Sahab Uddin:
নতুন কম্পিউটার ব্যবহারকারী মাত্রই কম্পিউটার ভাইরাসের ব্যাপারে অভিজ্ঞ হন না। ফলে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না কম্পিউটার তার অজান্তে ভাইরাসে আক্রান্ত হয়েছে কি-না। সে ক্ষেত্রে নিচের বিষয়গুলো একটু লক্ষ্য করলেই নিশ্চিত হওয়া যাবে কম্পিউটারে ভাইরাস আছে কি-না :
— কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে।
— সফটওয়্যার, গেমস এমনকি অডিও-ভিডিও ফাইল চালু হতেও সময় নেবে বেশি।
— ডিস্কে ব্যাড সেক্টর বারবার দেখাবে।
— ওয়ার্ড, নোটপ্যাড ফাইলের ফন্ট নষ্ট হয়ে যেতে পারে।
— র্যাম, এজিপি কম দেখাতে পারে।

ইন্টারনেট আসক্তি থেকে মুক্তির কৌশল

Sahab Uddin:
ইন্টারনেটের প্রতি আসক্তি অনেককে ক্ষতিগ্রস্ত করে। যখন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গেই আনন্দিত থাকতে পারেন, তখন কেন ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের স্ক্রিনের সামনে সময় নষ্ট করছেন? এই আর্টিকেলটি আপনাকে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবে।
১. যখনই আপনি ইন্টারনেট ব্যবহার করবেন : একটি নির্দিষ্ট সময় ব্যবহার করুন, কখনোই আজ ২ ঘণ্টা কাল ৩ ঘণ্টা আর পরশু ১ ঘণ্টা করলে চলবে না। অন্যভাবে বলতে গেলে, এমনটি বলবেন না যে, আজকে আমি কেবল ১ ঘণ্টা ইন্টারনেটে কাটাব। তারপর একটানা ৪-৫ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে মনে মনে বলবেন, আমি আজকে মোটামুটি ভালো করেছি। প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করার জন্য ১ ঘণ্টা যথেষ্ট, খুব প্রয়োজনে ২ ঘণ্টা ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, এই বিষয়ে সতর্ক না হলে আবারও ইন্টারনেট আসক্তির দাসে পরিণত হতে পারেন।

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

বান্দরবানে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত


Sahab Uddin:
বান্দরবানে আলোচনা সভা, র‌্যালী ও প্রতিবন্ধী (অন্ধ)দের মাঝে সহায়ক উপকরণ বিতরনের মাধ্যমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ‘সকলের জন্য দৃষ্টি’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে আয়োচিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল আবছার।

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

শিগগিরই চালু হচ্ছে ‘অনলাইন ক্লাসরুম’

Sahab Uddin
শহর ও গ্রামে একই শিক্ষকের ক্লাসের পরিকল্পনা নিয়ে দেশে শিগগিরই চালু হচ্ছে ‘অনলাইন ক্লাসরুম’। এ বিষয়ে গত ৪ অক্টোবর জাগো ফাউন্ডেশন ও গ্রামীণফেনের মধ্যে এক চুক্তি স্বাÿরিত হয়।
প্রকল্পটি সম্পর্কে ‘জাগো ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ বার্তা২৪ ডটনেটকে বলেন, “সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি নেয়া হয়েছে।”
তিনি বলেন, “শিক্ষক স্বল্পতা, ভাড়া শিক্ষক, খরচ প্রভৃতি কারণে গ্রামের শিক্ষার মান শহরের তুলনায় নিম্নমানের। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে গ্রামের শিক্ষার্থী শহরের সমান জ্ঞান অর্জন করতে পারবে। এজন্য ক্লাসরুমে  ইন্টারনেট ও ভিডিও কনফারেরন্স ব্যবস্থা চালু রাখতে হবে।”

‘দোয়েল’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sahab Uddin:
সরকার স্কুল শিক্ষার্থীদের জন্যে স্বল্পমূল্যে সকল বিষয়ের পাঠ্যবই সম্বলিত ল্যাপটপ দেয়ার পরিকল্পনা করায় স্কুল পাঠ্য বিশাল বইয়ের বোঝা বহন শিক্ষার্থীদের জন্য আর বোঝা নয় বরং আনন্দের হয়ে উঠবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’-এর বিতরণ ও বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত হালকা এ নোটবুক (ল্যাপটপ) সহজেই শিশু শিক্ষার্থীদের ব্যাগে রাখা যাবে। এতে শিক্ষার্থীরা বইয়ের ভারী বোঝা বহন থেকে মুক্তি পাবে, যা তাদের শিক্ষা গ্রহণকে আনন্দময় করে তুলবে।”
তিনি জানান, জনগণের অর্থের কার্যকর ও সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষে মুক্তিযোদ্ধা ও বিধবা ভাতাসহ সরকার পরিচালিত সকল কর্মকাণ্ডই ক্রমান্বয়ে ডিজিটালাইজড করা হবে।
শেখ হাসিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি তাদের লাইবেরিকে ই-লাইব্রেরিতে রূপান্তরিত করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পুনম পাণ্ডের ওয়েবসাইটে স্নানের দৃশ্য

Sahab Uddin
সমপ্রতি নিজের ওয়েবসাইট খুলেছেন বলিউডের আলোচিত মডেল পুনম পাণ্ডে। সেখানে নিজের স্নানঘরে ধারণ করা স্নানের দৃশ্য পোস্ট করেছেন তিনি। এটাকে তিনি স্রেফ ট্রেইলার বলেই দাবি করেছেন। তিনি বলেছেন, শিগগিরই আমার ওয়েবসাইটে আরও অনেক কিছু লাইভ দেখার সুযোগ পাবেন আপনারা। পুনমের পোস্ট করা ভিডিওচিত্রে দেখা গেছে, সাদা অন্তর্বাস পরে বাথটাব থেকে উঠে আসছেন তিনি। সে সময় বিভিন্ন উত্তেজক ভঙ্গির মাধ্যমে বিবসনা হওয়ার চেষ্টা করতেও দেখা গেছে তাকে। নিজের ওয়েবসাইট সম্পর্কে এক টুইটার বার্তায় পুনম জানিয়েছেন, নিজের ওয়েবসাইট খুললাম।

বিনোদন খবর আমিরের জন্য ছবি মুক্তির দিন পেছালেন সালমান

Sahab Uddin
আমির খানের অনুরোধে ‘এক থা টাইগার’ ছবির মুক্তির দিন পিছিয়ে দিলেন সালমান খান। এর ফলে ২০১২ সালের ১ জুনের পরিবর্তে আগামি বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
রীমা কাগতির পরিচালনায় আমির অভিনীত পরবর্তী ছবিটি তিনি মুক্তি দিতে চাইছেন ২০১২ সালের ১ জুন। কিন্তু একই দিনে ‘এক থা টাইগার’ ছবিটিরও মুক্তির দিন ধার্য করা হয়েছিলো। এ কারণেই সম্প্রতি আমির ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন সালমান এবং ছবির প্রযোজক আদিত্য চোপড়াকে। 
আমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ থেকেই সালমান এবং আদিত্য বিনা বাক্যব্যয়েই ‘এক থা টাইগার’ ছবি মুক্তির দিন পিছিয়ে দিতে রাজী হয়েছেন।

চাটগাইয়া জামাই হাবিব -মধুচন্দ্রিমায় এখন কক্সবাজারে

Sahab Uddin:
দিন গেল তোমার পথ চাহিয়া....! হ্যা , হার্ট  থ্রব সংগীত শিল্পী হাবিব তার পথ চাওয়ার দিনটির যবনিকা টেনেছেন গত বুধবার ।তার সাম্পান ভিড়েছে চাটগার মেয়ে রেহানের ঘাটে । সে সুবাদে হাবিব এখন চাটগাইয়া জামাই। আর মধূচন্দ্রিমা ! কক্সবাজারে না এসে ঢাকা ! এমন বোকামীটি করেননি নব দম্পতি । চুপিসারে কাউকে বুঝতে না দিয়ে তাদের  

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

আমিরের জরিমানা

Sahab Uddin:
বলিউড পারফেকশনিস্ট আমির খানের পারফেক্ট ইমেজে পরে গেল জরিমানার ছাপ। ট্রাফিক আইন ভাঙার কারণে মুম্বাই পুলিশ তাকে জরিমানা করেছে। জরিমানা করাটাই স্বাভাবিক। নো-এন্ট্রি জোনে ঢুকে পড়েছিলেন তিনি।
পরে, পুলিশ তাকে হাতে-নাতে ধরে করলেন জরিমানা। পুরো একশ রূপি দিতে হলো তাকে জরিমানা বাবদ।
মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, স্ত্রী কিরনকে সঙ্গে নিয়ে পঞ্চগনি থেকে কাশে যাচ্ছিলেন। এমন সময় শর্টকাট নিতে গিয়ে তিনি সাতারা সিটির একটি নো-এন্ট্রি জোনে ঢুকিয়ে দেন তার বিএমডব্লিউ গাড়িটি। সঙ্গে ছুটে আসেন ট্রাফিক কনস্টেবল এবং তাদের থামিয়ে জরিমানা করেন।
এরপর সেখানে ভিড় জমার আগেই জরিমানা দিয়ে, ছাড়পত্র নিয়ে চলে যান আমির এবং কিরন।

গুগল তথ্য খোঁজার কিছু কৌশল

Sahab Uddin
তথ্যের দরকার হলেই অনেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে তথ্য খুঁজতে যান। কিন্তু এক বা একাধিক শব্দ লিখে সার্চ করলে অনেক কিছু চলে আসে। নিজের যা দরকার, ঠিক তাই পাওয়ার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কৌশল প্রয়োগ করলে তথ্য খোঁজার কাজটা অনেক সহজ হয়। নিচে কিছু কৌশল দেওয়া হলো।
১. কোনোকিছু লিখে গুগলে তথ্য খুঁজে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
২. কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।

 ইন্টারনেটে একসঙ্গে অনেক অনলাইন রেডিও

Sahab Uddin
অনলাইন রেডিওর সংগ্রহ নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে লাইভ অনলাইন রেডিও (www.liveonlineradio.net) নামের একটি ওয়েবসাইট।
এতে বাংলা ভাষার অনেকগুলো অনলাইন রেডিওর অনুষ্ঠান শোনা যাবে।পাশাপাশি অন্যান্য ভাষার রেডিও এই সাইটে রয়েছে।এতে নতুন যুক্ত হওয়া রেডিওগুলোর তালিকাও আলাদা করে দেওয়া থাকে

‘দোয়েল’ বাজারে আসছে কাল

Sahab Uddin:
বহুল প্রতীক্ষিত ‘দোয়েল’ ব্রান্ডের ল্যাপটপ বাজারে আসছে কাল মঙ্গলবার। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েল ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ‘দোয়েল’ গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) সংযোজিত হয়েছে।

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

আপনার ব্রাউজার কি নিরাপদ?

Sahab Uddin
ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে ই-মেইল, ফেসবুকসহ দরকারি অনেক সাইটে ঢুকতে হয়। কিন্তু অনেক সময় ব্রাউজার থেকে বার্তা আসে যে আপনার ই-মেইলের পাসওয়ার্ডটি ব্রাউজারে সেভ করে রাখতে চান কি না। বুঝে না-বুঝে অনেকেই ইয়েসে ক্লিক করেন। এতে ব্রাউজারে পাসওয়ার্ডটি সেভ হয়ে যায়। পরে ই-মেইল ঠিকানা লিখলে ব্রাউজার নিজে থেকেই ওই ই-মেইল ঠিকানার পাসওয়ার্ড লিখে দেয়। এতে যেসব কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করেন, সেসব কম্পিউটারে পাসওয়ার্ড চুরির আশঙ্কা বেশি থাকে।

 বন্ধু অ্যালকোহলে আসক্ত কি-না, জানাবে ফেসবুক

Sahab Uddin
ফেসবুকের প্রোফাইল দেখে যেমন একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়, ঠিক তেমনি প্রোফাইলে চোখ বুলিয়ে আপনি বুঝে নিতে পারবেন, আপনার কোন বন্ধুটি অ্যালকোহলে অতিমাত্রায় আসক্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলেজছাত্রদের ফেসবুক প্রোফাইলের ওপর পরিচালিত এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। জরিপটি চালিয়েছে মেগান মোরেনো নামের একটি প্রতিষ্ঠান। জরিপ থেকে জানা যায়,

আইসিটি র‌্যাঙ্কে বাংলাদেশ পিছিয়ে

Sahab Uddin
বাংলাদেশ বিশ্বপ্রযুক্তিতে আবারও খানিকটা পিছিয়েছে। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (বিএসএ) ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) আইটি ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস ইনডেক্স২০১১ সংকলনে এ তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। ২০০৭ সালের পর চতুর্থবার ইন্ডেক্সটি হালনাগাদ করা হলো। এ ইনডেক্সটি তৈরিতে নির্বাচিত ৬৬টি দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নের বিভিন্ন নিয়ামক মাধ্যম বিবেচনায় নেওয়া হয়।

সালমান খান শাহরুখের চেয়ে অনেক ফিট---কিম কারদাশিয়ান

Sahab Uddin
শিগগিরই বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন হলিউডের সুপরিচিত অভিনেত্রী কিম কারদাশিয়ান। কিম বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশের পর পরই শাহরুখের বিপরীতে প্রথম অভিনয়ের অফার পান। শাহরুখের সঙ্গে যখন তার প্রথম কাজের কথাবার্তা চলছে, ঠিক তখনই কিম জানালেন সালমানকেই তার বেশি পছন্দ। বলিউডের এই দুই মেগাস্টার অভিনীত ছবিই দেখেছেন অভিনেত্রী কিম কারদাশিয়ান। এরই মধ্যে দুই নায়ক সম্পর্কেই তিনি জেনে নেন নানা তথ্য।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

প্রিন্টারের যত্নআত্তি

Sahab Uddin
ঠিকমত যত্ন ও ব্যবহার করা হলে একটি সাধারণ প্রিন্টারও অনেক দিন স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। প্রিন্টারের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম-কানুন দেয়া হলো—
— প্রিন্টার হেড পরিষ্কার রাখুন। তা না হলে নজলে কালি জমে আটকে থাকবে, যা পরে পরিষ্কার ছাপার কাজে বাধার সৃষ্টি করবে। প্রিন্টার হেড পরিষ্কার করার জন্য কার্টিজ সরিয়ে নিন। এরপর নরম সুতির কাপড় সামান্য পানিতে ভিজিয়ে তা দিয়ে হেড পরিষ্কার করুন। শুকিয়ে গেলে কার্টিজ ফের স্থাপন করুন

যেসব কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে পারে

Sahab Uddin
আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সঙ্গে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশঙ্কার বিষয় হলো, ফেসবুক যে কোনো সময় বিনা নোটিশে আপনার এই শখের অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে।আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যেসব কারণে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে পারে। পর্নোগ্রাফি এটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারণ।

ফেসবুকের বিরুদ্ধে আদালতে পিটিশন!

Sahab Uddin
সামাজিক সম্পর্ককে পুঁজি করে ‘যৌন নিপীড়ন সংস্কৃতি’কে উস্কে দিচ্ছে সোস্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। আর অভিযোগ আমলে না নেয়ায় এবার আদালেতর দ্বারস্থ হয়েছেন আমেরিকা এবং বৃটেনের নারী অধিকারকর্মীরা। ফেসবুক থেকে ‘যৌন নিপীড়ন সংস্কৃতি’ উস্কে দেয় এমন পেজগুলো যেন মুছে দেয়া হয় তার জন্য আদালতে বিশেষ আরজি জানিয়েছের বৃটেনের তিন হাজার ৬০০ এবং আমেরিকার এক লাখ ৭৫ হাজার ফেসবুক ব্যবহারকারী।

রতিদিন সাইবার হামলার শিকার ১০ লাখ লোক

Sahab Uddin:
প্রতিদিন ১০ লাখেরও বেশি লোক সাইবার হামলার শিকার হচ্ছে। এ হামলার মধ্যে ৫৪ শতাংশই হয় ভাইরাস ও ম্যালওয়ারের মাধ্যমে। আর এতে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৭ হাজার ৪০০ কোটি ডলার।

কোমায় যেতে পারতেন সালমান!

Sahab Uddin:
দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন সালমান খান। কিন্তু এটা নিয়ে চিন্তার কিছু নেই সালমান ভক্তদের। সুস্থ আছেন সালমান। তবে ঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হলে হতে পারত অনেক খারাপ কিছু।
সম্প্রতি তার চিকিৎসক জি নিউজের বরাত দিয়ে জানিয়েছেন, সালমান যদি আর কিছু দিন অপারেশনের জন্য দেরি করতেন তাহলে অনেক খারাপ কিছু হতে পারত। তিনি কোমাও যেতে পারতেন। এখন জগজিৎ সিংয়ের যেই অবস্থা, তা সালমানেরও হতে পারত।

শনিবার, ১ অক্টোবর, ২০১১

কম্পিউটারের রুটিন

Sahab Uddin
ছোট বেলায় আমরা পড়ার টেবিলের সামনে রুটিং রেখে দিতাম। রুটিং অনুযায়ী সময় ভাগ করে বিভিন্ন বিষয় পড়াশোনা করতাম। কম্পিউটারেও কিছু কাজ রুটিং মাফিক করা উচিৎ। এতে আপনার কম্পিউটার যেমন ঠিকভাবে সব কাজ সম্পাদন করবে তেমনি স্পিডও পাবেন সবসময়।
আসুন তাহলে আমরা জানি যে ‍রুটিং প্রিভেন্টিভ বা নিয়মিত প্রতিরক্ষামূলক রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়:

 আসছে ৩৫ ডলারের কম্পিউটার!

Sahab Uddin:
ভারতে মাত্র ৩৫ ডলারে ট্যাবলেট কম্পিউটার বাজারে আসছে ৫ অক্টোবর।এটি দিয়ে যেমন কম্পিউটারের কাজ করা যাবে, তেমনি যোগাযোগও করা যাবে।প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ এই যন্ত্র।

 ইয়াহু কিনতে চান আলীবাবা নির্বাহী

Sahab Uddin:
ইয়াহু অধিগ্রহণ করতে চান আলীবাবার প্রধান নির্বাহী জ্যাক মা। সময়-সুযোগ পেলে তিনি এ ব্যাপারে দারুণ আগ্রহী। সম্প্রতি ব্যবসায়িকভাবে দারুণ অস্থির সময় পার করছে অন্যতম ইন্টারনেট জায়ান্ট ইয়াহু।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জ্যাক মা এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের এক প্রশ্নের জবাবে বলেন, ইয়াহু কিনে নিতে দারুণ আগ্রহী।

 মাইক্রোসফটকে পেছনে ফেলল আইবিএম

Sahab Uddin:
পনেরো বছরের মধ্যে এই প্রথমবারের মতো মাইক্রোসফটকে ব্যবসায়িকভাবে ছাড়িয়ে গেছে আইবিএম। এর ফলে আইবিএম এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপল ইনকরপোরেশন।

চীনে নকল হচ্ছে আইফোন!

Sahab Uddin:
চীনের সাংহাইয়ে বিপুলসংখ্যক নকল আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অ্যাপল ইনকরপোরেশনের উদ্ভাবিত স্মার্টফোন আইফোন ও ট্যাবলেট পিসি আইপ্যাড চীনে অসম্ভব জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোর নকল করার রমরমা ব্যবসা ফেঁদে বসেছেন। সম্প্রতি একটি ব্লগসাইটে একজন ব্লগার অভিযোগ করেছেন তিনি চীনের শিল্পশহর কুনমিংয়ে একটি নকল অ্যাপল বিক্রয়কেন্দ্রেরও সন্ধান জানেন।