রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

দক্ষিণ আফ্রিকার বনে নতুন টারজান

মো: শাহাব উদ্দিন
প্রিয় সঙ্গী হাতিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বনবাদাড় চষে বেড়াচ্ছেন নতুন এক টারজান। ঝুলে বেড়াচ্ছেন এক গাছ থেকে আরেক গাছে। খাচ্ছেন ফলমূল আর পোকামাকড়। পরে আছেন সিংহের চামড়ার কৌপিণ।
গল্পের চরিত্র নয় বাস্তবের এই টারজান চার বছর আগেও ছিলেন আধুনিক সমাজের একজন মানুষ। তাঁর নাম ডিওয়েট ডু টয়ট। ২৪ বছর বয়সী এই যুবক ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সুপার মার্কেটের নিরাপত্তাপ্রহরী।
ডু টয়ট বড় হয়েছেন আফ্রিকার দেশ নামিবিয়ায়। তাঁর বাবার কাছে বিখ্যাত মার্কিন লেখক এডগার রাইস বারোজের লেখা টারজানের বিভিন্ন বইয়ের একটি বড় সংগ্রহ ছিল।

১০০ কোটি ডলারের পাবলিক লিমিটেড হচ্ছে ফেসবুক

 মো: শাহাব উদ্দিন
তুমুল জনপ্রিয়তায় ইতিমধ্যেই অনন্য উচ্চতায় পৌঁছেছে অনলাইন দুনিয়ার সামাজিক বন্ধন গড়ে তোলার সবচেয়ে বড় মঞ্চ ফেসবুক। দিন ‍দিন এই বন্ধনের বিস্তৃতি যেমন বাড়ছে সেই সাথে বাড়ছে নানা ধরনের পরিষেবা। সমান তালে বৃদ্ধি পাচ্ছে অথনৈতিক প্রবিদ্ধও।
মুনাফা অর্জনের সক্ষমতায় ফেসবুক এখন রচনা করছে নতুন আরেকটি ইতিহাস। ধারাবহিক সফলতার

ফ্রিজ কথা বলবে, ওভেন তা শুনবে!

মো: শাহাব উদ্দিন
স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’। এর মানে হলো ঘরে ব্যবহারের জিনিসপত্র যদি বুদ্ধিমান হয় তাহলে জীবনটা আরেকটু সহজ হয়ে যায়৷ ব্যাপারটা আলোচিত হচ্ছে বহুদিন ধরেই৷ এবার বাস্তবায়নের পালা৷
ধরুন, আপনি অফিসে৷ এমন সময় কেউ একজন ফোন করে রাতে আপনার অতিথি হতে চাইলো৷ কিন্তু হয়তো আপনি কাজে এতোটাই ব্যস্ত যে অতিথিকে আপ্যায়ন করার মতো যথেষ্ট সময় নেই৷ এই পরিস্থিতিতে আপনাকে সহায়তা করতে

পাখির মতো গাইবে ইঁদুর!

মো: শাহাব উদ্দিন
জাপানি বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের জেনেটিকালি মডিফাইড ইঁদুরের জন্ম দিয়েছে যা গান গায় পাখির মতো মিষ্টি সুরে। পাখির মতো করেই তারা শব্দ করে, ডাকে, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। সেই গান গাওয়া ইঁদুরের নাম দেয়া হয়েছে ‘টুইটিং মাউস’।
জাপানের ইউনিভার্সিটি অফ ওসাকার একদল গবেষক ইঁদুর এবং পাখির মধ্যে কিছু ডিএনএ অদল-বদল করে তাদের জেনেটিকালি মডিফাইড করে। এরপর সেই সব জেনেটিকালি মডিফাইড ইঁদুরের ভ্রুণ থেকে জন্ম নেয় কয়েকটি ইঁদুর ছানা।

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

ভারতের সেনাবাহিনীতে ফেসবুক নিষিদ্ধ

মো: শাহাব উদ্দিন
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সকল সদস্যকে সামাজিক যোগাযোগের সব সাইট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এতে খুব দ্রুত সামাজিক যোগাযোগের সাইটগুলো থেকে তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। আর যারা এরকম কোন সাইটে নেই তাদের যোগ না দিতে বলা হয়। এতে ফেসবুক, গুগল প্ল্যানে, ওরকাটসহ সব সাইটের কথা উল্লেখ করা হয়েছে। সেনা সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই উদ্যোগ নেয়া হয়। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে সেনা কর্তৃপক্ষ থেকে তাদের সদস্যদের সামাজিক যোগাযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা ইউনিফর্মসহ ও ইউনিফর্ম ছাড়া কেমন পোস্টিং দিচ্ছে। অস্ত্রসহ প্রদর্শিত হচ্ছে কিনা? তারপরই তারা সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার নিষেধ করার সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, সব পদমর্যাদার জন্যই এই নিয়ম অনুসৃত হবে।

আসছে ‘বালাম ৪’

 মো: শাহাব উদ্দিন
শেষ পর্যন্ত বালামের নতুন একক অ্যালবামটি বের হতে যাচ্ছে এবারের বিশ্ব ভালবাসা দিবসে। এ অ্যালবামটির নাম দেয়া হয়েছে ‘বালাম ৪’। বালাম জানিয়েছেন, রোমান্টিক, স্যাড মেলোডিয়াস ও সুন্দর কথার গানসমৃদ্ধ এ অ্যালবামটি ভালবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নিজস্ব গানের স্বতন্ত্র আঙ্গিক তৈরির মাধ্যমে সুপরিচিতি পান। তার আগের অ্যালবামগুলোর মধ্যে ‘বালাম’ ও ‘বালাম-২’ পায় ব্যাপক সাফল্য। কিন্তু তৃতীয় অ্যালবাম দুর্ভাগ্যজনকভাবে অডিও বাজারে খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি।

ফেসবুকের মামলা

মো: শাহাব উদ্দিন
চাতুর্য্য আর মিথ্যা স্বপ্ন বুনে স্প্যাম ছড়ানোর দায়ে অ্যাসেন্ড মিডিয়া নামের একটি বিপনন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সামাজিক নেটওয়ার্ক দৈত্য ফেসবুক। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ক্লিকজ্যাকিং’ চালিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত হবার পরও মুখে কুলুপ এঁটে রয়েছে প্রতিষ্ঠানটি।      
ফেসবুকে কোনো পোস্ট না দিয়েও ‘লাইক’ অপশনের মাধ্যমে যে মন্তব্য করা হয় তা মন্তব্যপ্রাপ্ত ফেসবুক ব্যবহারকারীর বিনা অনুমতিতেই তার হোমপেজে ‘লাইকড’ হিসেবে দেখায়। অবশ্য এই লাইক অপশনটি ব্যবহারকারীকে অন্য সাইটে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু এই লাইক অপশনটি দিয়ে স্প্যাম ছড়ানোর অপচেষ্টা করেছে অ্যাসেন্ড।

ব্লক করা টুইট দেখা যাবে অন্য দেশে

মো: শাহাব উদ্দিন
ব্লক করা টুইট প্রকাশে নতুন প্রযুক্তি ব্যবহার করছে মাইক্রব্লগ টুইটার। স্থানীয় বিধিনিষেধ আরোপের কারণে ব্লগ থেকে আপত্তিকর টুইট ব্লক করা হলেও তা টুইটার থেকে যেন একবারেই হারিয়ে না যায় সে জন্য নতুন এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে আজ থেকে সুনির্দিষ্ট কোনো দেশের মুছে ফেলা টুইটটি বিশ্বের বাকি সব দেশেই প্রদর্শিত হবে বলে জানা গেছে।
শুক্রবার টুইটারের এক ব্লগ পোস্টে এসব তথ্য জানানো হয়। ‘টুইট চলবেই’ (টুইট মাস্ট ফ্ল) শিরোনামের ওই দাপ্তরিক ব্লগ পোস্টে বলা হয়েছে, “আজ থেকে আমরা দেশভিত্তিক বেছে বেছে টুইট ব্লগ ব্যবস্থা চালু করছি। ফলে এখন থেকে টুইটারের কোনো কন্টেন্ট মুছে ফেলা হলেও তা কেবল ওই টুইট পোস্ট করা ব্যক্তির দেশেই অপ্রদর্শিত থকবে।

৪০০ হাজতবাসীর পাশে সালমান

মো: শাহাব উদ্দিন
বলিউডের ‘দাবাং খান’ সালমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের ৪০০ হাজতবাসীর দিকে। তিনি তাদের কারাবাসের অবসান ঘটাবেন।
সালমান তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ থেকে উদ্যোগ নিয়েছেন, যেসব অপরাধী তাদের কারাদণ্ড ভোগের পরও, অর্থদণ্ডের অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দীর্ঘদিন ধরে বন্দী জীবন কাটাচ্ছেন তাদের মুক্ত করার। এই লক্ষে সালমান ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছেন। যাতে তিনি উল্লেখ করেছেন, তার প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ সেই সব বন্দীর হয়ে অর্থদণ্ডের অর্থ পরিশোধ করবেন যারা দরিদ্রতার কারণে এতোদিন জেল খেটেছেন। সালমান তাদের জন্য ৪০ লাখ রুপি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন বলে ওই আবেদনে উল্লেখ করেছেন।

৪০ লাখ রুপির বিয়ের হার বেবোর

 মো: শাহাব উদ্দিন
বিয়ের সময় মনে হয় এবার ঘনিয়েই এসেছে। কাপুর আর খান বাড়ির ব্যস্ততা দেখে তো তা-ই বোঝা যাচ্ছে। কারণ, ‘এজেন্ট বিনোদ’ ছবির প্রমো মুক্তির পর থেকেই কারিনা চুপি চুপি নিতে শুরু করেছেন বিয়ের প্রস্তুতি। তার অংশ হিসেবেই বেবো ৪০ লাখ রুপির একটি রাজকীয় হার বানানোর অর্ডার দিয়েছেন।
ভারতের রাজকোটের একটি গয়নার দোকানে বেবো তার ওই জড়োয়া হার তৈরির অর্ডার দিয়েছেন। চোখধাঁধানো ওই হার তৈরির জন্য ডিজাইনও চূড়ান্ত করেছেন তিনি। ওই গয়নার দোকানের একটি সূত্র জানায়, হবু নবাব বধূ যে হারের অর্ডার দিয়েছেন তা সাধারণ হার থেকে একদমই আলাদা। 

পাকিস্তানের অবিশ্বাস্য টেস্ট জয় ফার্স্ট বয়রা অলআউট ৭২ রানে

মো: শাহাব উদ্দিন
তিন টেস্ট সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডকে পরপর দুই ম্যাচে পরাজিত করে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আবুধাবির স্পিনযুদ্ধে জয়ী হয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকেনি সিরিজ জিতে নিয়েছে তারা। প্রথম টেস্টে ১০ উইকেটে পরাজয়ের পর এবার ইংলিশরা পাকিস্তানের কাছে হারল ৭২ রানে।
ম্যাচটা ছিল একান্তভাবেই স্পিনারদের। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৫৭ রানে আটকে ফেলার কৃতিত্বটা নিঃসন্দেহে ইংলিশ স্পিনার সোয়ান-পানেসারের। এরপর কুক-ট্রট-ব্রডের হাফ সেঞ্চুরির পরও মাত্র ৩২৭ রানে ইংল্যান্ডকে আটকে দেন প্রথম টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক অফ স্পিনার সাঈদ আজমল।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

আবারও ফেসবুক অচলের হুমকি!(ভিডিও)

 মো: শাহাব উদ্দিন
২৮ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক অচল করে দেওয়া হবে সম্প্রতি এমন হুমকি দিয়ে একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। ভিডিওতে হুমকিদাতার পরিচয় হিসেবে আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কথা বলা হয়েছে।
ভিডিওটিতে বলা হয়েছে, ‘ফেসবুকের ৬০ হাজার সার্ভার থাকা সত্ত্বেও এই সাইটটি অচল করে দেওয়া সম্ভব।’

প্রতিদিন ইউটিউব দেখা হয় ৪০০ কোটিবার!

মো: শাহাব উদ্দিন
সার্চ জায়ান্ট গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে প্রতিদিন ভিডিও দেখা হয় ৪০ কোটিবার। গুগলের দেওয়া তথ্য অনুসারে, গত ৮ মাসে ভিডিও দেখার হার ২৫ শতাংশ বেড়ে গেছে।
কম্পিউটার প্ল্যাটফর্ম ছাড়াও স্মার্টফোন এবং টেলিভিশন প্ল্যাটফর্মে ইউটিউব সার্ভিসটির ব্যবহার যোগ হওয়ায় এবং পেশাদার বিভিন্ন কনটেন্ট যোগ হওয়ায় ভিডিও দেখার হার বেড়েছে বলেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাসওয়ার্ডের ব্যাপারে সতর্ক থাকুন..

মো: শাহাব উদ্দিন
অনলাইনে কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থেকে শুরু করে কম্পিউটারে ঢোজার ক্ষেত্রে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয় অনেককেই।নিরাপত্তার জন্য পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ। তবে সেটি হতে হবে শক্তিশালী।যেকোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি, যদি পাসওয়ার্ডটা শক্তিশালী না হয়। পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন।

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

রজনিকান্তের ওয়েবসাইট চলে ইন্টারনেট ছাড়াই!

মো: শাহাব উদ্দিন
বলিউডের অভিনেতা হিসেবে ‘রোবট’খ্যাত রজনিকান্তের নানাবিধ ক্ষমতার কথা তো সবাই-ই শুনেছেন, এবার সেই ক্ষমতা ছড়িয়ে গেল ইন্টারনেটেও। সম্প্রতি রজনিকান্তকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা দেখা যাচ্ছে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই!
রজনিকান্তের অস্বাভাবিক সব ক্ষমতা নিয়ে কৌতুক প্রচলিত থাকলেও এই ইন্টারনেটবিহীন ওয়েবসাইট নিতান্ত কৌতুক নয়।

অ্যাকাউন্ট খোলায় বাধ্যতামূলক হচ্ছে গুগল প্লাস

মো: শাহাব উদ্দিন
সম্প্রতি গুগল তাদের অ্যাকাউন্ট তৈরির পদ্ধতির ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। আর এই পরিবর্তনের অংশ হিসেবে বাধ্যতামূলক করা হচ্ছে গুগল প্লাসকে। ফলে, নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্যবহারকারীকে একই সঙ্গে গুগল প্রোফাইলও তৈরি করতে হবে।
এক খবরে টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগলের আওতাধীন বিভিন্ন সেবা,

সম্পর্ক যাচাইয়ে পাসওয়ার্ড!

মো: শাহাব উদ্দিন
সামাজিক যোগাযোগে নিত্যনতুন মাধ্যম ব্যক্তি সম্পর্কগুলোকে ক্রমেই জটিল করে তুলছে। এ নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহাচ্ছেন তরুণ-তরুণীরা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অনেক সময় পাসওয়ার্ড দেওয়া-নেওয়া নিয়েও বাঁধে লঙ্কাকান্ড। তবে এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই বেশি পাসওয়ার্ড ছড়িয়ে থাকেন।

চুম্বনের সময় এক পা উঁচু করে কেন?

মো: শাহাব উদ্দিন
আমাদের দেশে অবশ্য এ রকম দেখা যায় না। ইউরোপ-আমেরিকায় পার্কে বা রাস্তাঘাটে চুম্বনের সময় মেয়েরা সাধারণত এক পায়ের গোড়ালি উঁচু করে, আরেক পা পেছন দিকে ঠেলে দেয়। এর একটা কারণ হতে পারে, যেহেতু মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে খাটো, তাই হিল একটু উঁচু করতে হয়, আর তখন ভারসাম্য রক্ষার জন্য আরেক পা পেছনে ঠেলে দেয়। কিন্তু অনেক ছেলেও তো খাটো। ওরা যখন লম্বা মেয়েদের চুমু খায়,

মস্তিষ্কে সোয়া তিন ইঞ্চি লম্বা পেরেক!

মো: শাহাব উদ্দিন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তির মস্তিষ্কে অস্ত্রোপচার করে সোয়া তিন ইঞ্চি লম্বা একটি পেরেক অপসারণ করা হয়েছে। গত শুক্রবার ইলিনয়ের ওক লনে অবস্থিত অ্যাডভোকেট ক্রিস্ট মেডিকেল সেন্টারে এই অস্ত্রোপচার করা হয়।
অরল্যান্ড পার্কের বাসিন্দা ডানটে অটুল্লো (৩২) জানান, গত মঙ্গলবার তিনি একটি ছাউনি তৈরির কাজ করছিলেন। এ সময় হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার সময় একটি পেরেক হঠাৎ ছুটে যায়।

কুমিরের পেটে কন্যা, দাঁড়িয়ে দেখলেন অসহায় বাবা

মো: শাহাব উদ্দিন
মেয়ের মৃত্যু অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে হলো একজন বাবাকে। মেয়েকে নিয়ে নদীতে নামার পর একটি কুমির কেড়ে নিয়ে যায় ১০ বছর বয়সী জুরাইদাকে। কেড়ে নিয়ে টুকরো টুকরো করে খেয়ে ফেললেও কিছুই করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।
এর কিছু সময় পর উদ্ধারকর্মীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

বিপিএল, সাত লাখ ডলারে আফ্রিদিকে পেলো ঢাকা

মো: শাহাব উদ্দিন
বিপিএল’র নিলাম চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকার র‌্যাডিসন হোটেলে শুরু হয় খেলোয়াড়দের কেনাবেচা। এখন চলছে দুপুরের বিরতি।
পাকিস্তানের অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে দিয়ে নিলাম শুরু হয়। ফ্লোর প্রাইজ ১ লাখ ডলারে তাকে কেনে দুরন্ত রাজশাহী। 

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

ধূমপান: প্রতি ১০ জনে একজনের মৃত্যু

মো: শাহাব উদ্দিন
এক সময় ধূমপানকে ফ্যাশনেবল আর গ্লামারাস মনে করা হলেও ধূমপানের কুফলের কারণে সৃষ্ট রোগে পৃথিবীব্যাপী মৃত্যুর হার এখন সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এর মতে বিশ্বব্যাপী প্রতি ৬.৫ সেকেন্ডে একজন ধূমপায়ী মারা যাছে।
ধূমপানের কারণে প্রতি ১০জন পূর্ণ বয়স্কের মধ্যে ১জন মৃত্যুবরণ করে। ধূমপানের মৃত্যুর হার এইডস-এ আক্রান্ত হয়ে মৃত্যুর চাইতেও বেশি।
মৃত্যুর হার প্রতিরোধে ধূমপানের বিরুদ্ধে সবাই সচেতন।

অভিভাবক সাবধান! মোবাইল ফোন তছনছ করে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ!

মো: শাহাব উদ্দিন
আপনার শান্ত-সুবোধ সন্তানটিকে নিয়ে সব ভবিষ্যৎ স্বপ্ন তছনছ করে দিতে পারে মোবাইল ফোন। আজকাল মোবাইল ফোন একটি মামুলি ব্যাপার। এখন আর মানুষ শুধু কথা বলার জন্য মোবাইল ব্যবহার করতে চায় না। মোবাইলে থাকা চাই ক্যামেরা, অডিও, ভিডিও, ইন্টারনেট। দেশের প্রথম শ্রেণীর স্কুলগুলোর বাচ্চাদের প্রায় প্রত্যেকের হাতেই তথাকথিত ব্যস্ত হাইফাই সোসাইটির অভিভাবকগণ মোবাইল ফোন তুলে দিয়েছেন। অবশ্য পরবর্তীতে তারা ভীষণ পস্তাচ্ছেনও বটে। এ সকল শিশু শিক্ষার্থীদের মায়েরা ‘রাজকন্যা-পঙ্খীরাজ ঘোড়া’র গল্প বলে সন্তানকে ঘুম পাড়াতে বিরক্ত বোধ করেন।

মৃত্যুর পরও ফেসবুকে অমরত্ব

 মো: শাহাব উদ্দিন
শুধু সামাজিক যোগাযোগ নয়, ব্যক্তি জীবনেও ফেসবুক প্রায় অবিচ্ছেদ্য মাধ্যম হয়ে উঠছে। তাই মৃত্যুর পরও ব্যক্তি জীবনকে বন্ধুদের কাছে অমর করে রাখতে ফেসবুক চালু করেছে ‘ইফ আই ডাই’ অ্যাপ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বিনামূল্যেই মোবাইল কল!

মো: শাহাব উদ্দিন
এবার সুইডেনের প্রযুক্তিনির্মাতা মোবাইল ফোনেই বিনামূল্যে কল করার ভিওআইপি অ্যাপ ‘ফ্রিফো’ অবমুক্ত করেছে। ভারতেই প্রথম এ অ্যাপ চালু করা হলো। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তির এ অ্যাপলিকেশনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা একেবারে

বলিউড বিউটি ভার্সাস সালমান খান

মো: শাহাব উদ্দিন
বয়স ৪৬ পার হলেও যৌবনের উদ্যমতা ও তারুণ্যের গতি এখনো ধরে রেখেছেন বলিউড বডিগার্ড সালমান খান। বাস্তব জীবনের কারো বডিগার্ড না হলেও বলিউডের সেরা সব সুন্দরী হিরোইনদের বডিগার্ড হয়েছেন, অর্থাৎ জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই ১৯৮৮ সাল থেকে বলিউড ফিল্মডোমে আছেন সল্লু মিয়া। অভিনয় করেছেন ৮০টির বেশি ছবিতে।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

পুরুষের চাইতে নারীরাই বেশি প্রতারণা করে

মো: শাহাব উদ্দিন
জীবনসঙ্গীর প্রতি নারীদের বেশি বিশ্বাসী ও অনুগত বলে ধারণা করা হলেও সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের মতে, ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ছলনাময়ী।৩ হাজার নারী-পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছে ব্রিটেনের ঘটকালি প্রতিষ্ঠান ‘কফি এন্ড কোম্পানি’, গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ব্রিটেনের ‘দ্য সান’|গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচ জনে একজন (২০ শতাংশ) নারী জানিয়েছেন, তারা যদি অন্য কোন পুরুষের প্রতি অনুরক্ত হন তবে অবশ্যই তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। অন্যদিকে, এক্ষেত্রে মাত্র ৯ শতাংশ পুরুষ তার সঙ্গিনীর সাথে প্রতারণা করবে বলে জানিয়েছেন।

২১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃদয় খান

মো: শাহাব উদ্দিন
বর্তমান সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান। বছর তিনেক আগে তার একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন সুজানা। সেই সূত্রে হৃদয় খান ও সুজানার ঘনিষ্ঠতা।
দীর্ঘদিন তারা নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দিলেও তাদের মধ্যে গড়ে উঠেছে রোমান্টিক সম্পর্ক। শুধু তাই নয়, সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন তারা।

সেলফোনের বিকল্প!

 মো: শাহাব উদ্দিন
হাতে একটি মোবাইল ফোন সেট থাকলে আর হাতঘড়ির দরকার নেই। কারণ মোবাইল থেকেই সময় দেখে নেয়া যাচ্ছে। তবে বিজ্ঞানের আশীর্বাদে এবার এমন একটি হাতঘড়ি আসছে যা একটি সেলফোনের চাহিদাও মেটাতে সৰম হবে। ক্যাসিও জাপান নিয়ে আসছে এমনই অত্যাধুনিক একটি প্রযুক্তি। জানা গেছে, বস্নু-টুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের তথ্য ক্যাসিও ঘড়িতে দেখে নেয়া যাবে।

ফের কমছে ব্যান্ডউইথের দাম

মো: শাহাব উদ্দিন
আরেক দফা কমছে ব্যান্ডউইথের দাম। প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়া, ইন্টানেট সেবার খরচ কমানো এবং ব্যান্ডউইথের ব্যবহার বাড়াতে এ খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে সমপ্রতি একটি কমিটি গঠন করা হয়েছিল।

ভাইরাস ধ্বংসে নতুন অস্ত্র

মো: শাহাব উদ্দিন
কম্পিউটারে ভাইরাস আক্রমণ একটি জটিল সমস্যা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ভাইরাস আক্রমণ হয়, যা ব্যবহারকারীদের জন্য বেশ বিব্রতকর। এতে অনেক ৰতির সম্মুখীন হতে হয় প্রায়ই। ভাইরাস হামলা ঠেকাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সে প্রচেষ্টার অংশ হিসেবে ভাইরাস প্রতিরোধ বা আক্রান্ত হলে সেই ভাইরাস ধ্বংসে জাপান নতুন এক ধরনের অস্ত্র তৈরি করছে। এটিকে বলা হচ্ছে সাইবার অস্ত্র।

চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটি

 মো: শাহাব উদ্দিন
১৩০ কোটি জনসংখ্যার দেশ চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটির মাইলফলক পেরিয়েছে। ২০১১ সালের সর্বশেষ তথ্য অনুসারে চীনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৫১ কোটি ৩০ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে বলেও জানা গেছে।

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন

মো: শাহাব উদ্দিন
আপনার কম্পিউটারে ব্যক্তিগত অনেক তথ্য থাকতেই পারে, যেসব আপনি অন্যদের দেখাতে চান না।সে ক্ষেত্রে চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন।উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে এটি খুব সহজেই করা যায়। এ জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে। এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে। কমান্ড প্রম্পট চালু হলে ইউজার নেমের পাশে সবশেষে diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে।

পণ্য কেনায় অনলাইন নির্ভরতা বাড়ছে

 মো: শাহাব উদ্দিন
ই-কমার্সের এই যুগে বাজারে গিয়ে পণ্য কেনার চেয়ে অনলাইনের দ্বারস্থ হচ্ছেন ক্রেতারা। এজন্য বিক্রেতারা ক্রেতা আকর্ষণে ওয়েবসাইটে নিজস্ব ওয়েব সাইট যেমন তৈরি করছেন তেমনি চুক্তিবদ্ধ হচ্ছেন এ সেলবাজারের মতো বিভিন্ন বিশেষায়িত অনলাইনে ক্রয়-বিক্রয় মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানের সঙ্গে।
তবে হালে সামাজিক নেটওয়ার্কগুলো জীবনাচারে ব্যপক প্রভাব

ভারতে অভিনব টয়লেট উদ্ভাবন

মো: শাহাব উদ্দিন
ভারতে উদ্ভাবিত হলো নতুন এক ধরনের অভিনব টয়লেট। ভারতের প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞানীরা ওই টয়লেটের নাম দিয়েছেন ‘বায়ো-ডাইজেস্টার টয়লেট’। তারা বাণিজ্যিকভাবেও এই টয়লেট বাজারজাতের উদ্যোগ নেয়া হয়েছে৷
কাশ্মীরের সমতল থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার উঁচুতে কাজ করছেন ভারতের প্রায় পাঁচ হাজার সেনা৷ সেখানকার তাপমাত্রা

পর্নো ভিডিও ধারণ করে স্ত্রীকে ব্ল্যাকমেইল!

মো: শাহাব উদ্দিন
যৌতুক আদায়ের জন্য স্ত্রীকে নির্যাতনের বহু উদাহরণ রয়েছে। কিন্তু স্ত্রীর পর্নো ভিডিও ধারণ করে যৌতুক আদায়ের চেষ্টার কথা খুব একটা শোনা যায়নি। ভারতের বেঙ্গালুরুতে স্ত্রী নির্যাতনের এ কৌশল প্রয়োগের চেষ্টা করে ফেঁসে গেছেন যৌতুকলোভী এক স্বামী।
নির্যাতিত ওই নারী গত শুক্রবার বেঙ্গালুরুর একটি থানায় তাঁর স্বামী মোহাম্মদ বায়াসের বিরুদ্ধে মামলা করেছেন।

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

অগাস্টেই ফেইসবুকে ১০০ কোটি ব্যবহারকারী

 মো: শাহাব উদ্দিন
সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক ব্যবহারকারী সংখ্যা চলতি বছরের অগাস্ট মাসেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। ডিজিটাল মাকেটিং ফার্ম আইক্রসিং সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারী বিষয়ে এমন পূর্বাভাস দিয়েছে। খবর এমএসএনবিসি-এর।
বর্তমানে ফেইসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার এবং পরিসংখ্যান যাচাই করে এ তথ্য দিয়েছে আইক্রসিং।

চলে গেল খুদে প্রযুক্তিবিদ আরফা

মো: শাহাব উদ্দিন
বড্ড অকালেই চলে গেল ১৬ বছরের মাইক্রোসফট প্রফেশনাল সনদপ্রাপ্ত পাকিস্তানের খুদে প্রযুক্তিবিদ আরফা করিম। হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রেন অকার্যকর হয়ে মৃত্যুবরণ করে তরুণ এ প্রযুক্তিবিদ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
আরফা গত ২২ ডিসেম্বর জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরে অবস্থিত সেনাহাসপাতালে ভর্তি হয়। কিন্তু অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে।

যুবরাজকে হটিয়ে সালমান

মো: শাহাব উদ্দিন
ভারতের ক্রিকেট তারকা যুবারজ সিংয়ের বদলে অভিনেতা সালমান খান একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। এর আগে মাউন্টেইন ডিউসহ বেশ কয়েকটি পণ্যের জন্য এ ধরনের দায়িত্ব পালন করেছেন সাল্লু। যুবরাজের পরিবর্তে খান সাহেব এবার এনার্জি পণ্য রেভিটাল হেলথ সাপ্লিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। খবর ওয়ান ইন্ডিয়া’র।
অন্তত এক বছর ধরে পণ্যটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন যুবরাজ। তবে এখন এই দায়িত্ব পালনে তিনি আর আগ্রহী নন। সে কারণেই এবার পণ্যটির মুখপাত্র হিসেবে পচ্ছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সাল্লু। সবকিছু ঠিক থাকলে যুবরাজের বদলে এবার তিনিই পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।  

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

মাদারবোর্ডের সফটওয়্যার হারিয়ে গেছে?

মো: শাহাব উদ্দিন
ভাইরাস বা অন্য কোনো সমস্যায় পড়ে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টলকরাটা নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে, কিন্তু এরপর অতি দরকারি মাদারবোর্ডের চালক সফটওয়্যারের (ড্রাইভার) সিডিটি পাওয়া যাচ্ছে না।অর্থাৎ উইন্ডোজ ইনস্টলকরার পরে গ্রাফিকস, সাউন্ডকার্ড, ইন্টারনেট ইত্যাদি ইনস্টল করা দরকার, কিন্তু মাদারবোর্ডের সিডিটি আর খুঁজে পাচ্ছেন না। এখন কী করবেন?

এক চার্জেই ১৫ বছর!

মো: শাহাব উদ্দিন
এবার মোবাইল ফোনে ১৫ বছরের ব্যাটারি লাইফ নিয়ে এল স্পেয়ারওয়ান। ব্যস্ততা আর পরিস্থিতির কারণে অনেক সময়ই মোবাইল ফোনে চার্জ দেওয়া হয় না।
কিন্তু এক চার্জেই ১৫ বছর চলবে এমন মোবাইল ফোনের উদ্ভাবন করেছে স্পেয়ারওয়ান। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

পেপসি পানে ক্যান্সারের ঝুঁকি!

মো: শাহাব উদ্দীন
কার্বনেট পানীয় পেপসি শরীরের জন্যে মারাত্মক ক্ষতিকর। এমনকি এতে ব্যবহার করা রঙের উপাদানে রয়েছে ক্যান্সারের ঝুঁকি। বাংলাদেশে ট্রান্সকম বেভারেজের আমদানি করা আটটি কার্বনেট পানীয়ের মধ্যে পেপসি অন্যতম।
সম্প্রতি ডেইলি মেইলে ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক প্রভাবশালী লবি গ্রুপ ‘সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট’ (সিএসপিআই) জানিয়েছে, পেপসিকে রঙিন করতে ব্যবহৃত উপাদানে ক্যান্সারের ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

কম্পিউটার চলবে চোখের ইশারায়!

Sahab Uddin
দিন দিন এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, আর তার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে চমক লাগানো বিভিন্ন সামগ্রী। সম্প্রতি মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য নিয়ে এল নতুন এক প্রযুক্তি। প্রযুক্তিটির নাম ‘উইন্ডোজ ৮ গেজ ইন্টারফেস’।
সুইডেনের ‘টোবি’ নামক প্রযুক্তি প্রতিষ্ঠান উইন্ডোজ ৮-এর জন্য এক অদ্ভুত যন্ত্র তৈরি করেছে।

লেখা পড়ে শোনাবে কম্পিউটার

Md. Sahab Uddin
জরুরি কোনো ওয়ার্ড ফাইল পড়ছেন। অনেক সময় লাগছে পড়তে। ভাবছেন, এমন যদি হতো—কম্পিউটার আপনার সহকারীর দায়িত্ব নিয়ে নিল; আপনাকে পড়ে শোনাতে লাগল প্রয়োজনীয় ফাইলটি। হ্যাঁ, পাঠক, এটা সম্ভব। এ জন্য আপনাকে আপনার কম্পিউটারে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। এ সফটওয়্যারটির নাম হলো ‘টেক্সট অ্যালাউড’। এটি আপনাকে যেকোনো টেক্সট ফাইল পড়ে শোনাবে। এমনকি ওয়েবপেজও পড়ে শোনাতে পারবে এটা। চলার পথে বা অবসরে ই-বুক শোনার জন্যও এটা বেশ উপযোগী।

গুগলে নিজের ব্যক্তিগত তথ্য খোঁজার সুবিধা

Md. Sahab Uddin
বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল এবার নিজের ব্যক্তিগত তথ্য খোঁজার সুবিধা যুক্ত করেছে। এ সুবিধা পেতে গুগলের ‘ইয়োর ওয়ার্ল্ড’ অপশনে গিয়ে নিজের তথ্য ও ছবি খোঁজা যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে গুগলের কোনো একটি সেবায় লগইন থাকতে হবে। শুরুতে ব্যবহারকারীর বন্ধু, গুগল প্লাসের প্রোফাইল, পেজ ইত্যাদি তথ্য পাওয়া যাবে। গুগলের ফেলো অমিত সিঙ্গাল বলেন, ‘সাধারণত কিছু খোঁজার ক্ষেত্রে উন্মুক্তভাবে খোঁজার সুযোগটি প্রচলিত।

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

ইন্টারনেট ব্যবহারে এগিয়ে শিশুরা

মো: শাহাব উদ্দিন
মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে শিশুরা। ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মধ্যে শতকরা ৬১ জন শিশু এখন ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে।
প্রতিদিন একজন শিশু গড়ে এক ঘণ্টারও বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করছে। আর মোবাইল ফোনের মাধ্যমেই তারা যুক্ত হচ্ছে ইন্টারনেটের সঙ্গে।
পাঁচ থেকে ১৬ বছর বয়সী দুই হাজার ৭৭০ জন শিশুর ওপর জরিপ চালিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন।

ধনী বর আর রোজগেরে গিন্নি

মো: শাহাব উদ্দিন
লিঙ্গ বৈষম্য নিয়ে কত কথাই না হয় আমাদের দেশে। পাশ্চাত্যেও কম হয় না। বহু দশক ধরেই চলছে এই বৈষম্য কমানোর আলোচনা, আন্দোলন। খুব একটা পরিবর্তন কি এসেছে কোনও সমাজে? কিছু ব্যাতিক্রম ছাড়া, একজন মেয়ে যে দেশেই অবস্থান করুক না কেন, বিয়ের ব্যাপারে কিন্তু তার পছন্দ একটাই, ‘ধনী বর’।

USB পেন ড্রাইভ থেকে Windows XP সেটাপ করুন

Sahab Uddin:
আমাদের প্রাইয় কম্পিউটারে windows setup করার প্রয়োজন হয়। কিন্তু CD/DVD রম না থাকায় বা নষ্ট হয়ে যাওয়ার কারনে বিশেষ করে ল্যাপটপ এর ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এই ধরনের ঝামেলা হতে মুক্তি পাওয়ার জন্যেই আমার এই প্রচেষ্ঠা।

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

এসার বানালো সবেচেয়ে পাতলা ল্যাপটপ

মো: শাহাব উদ্দিন
তাইওয়ানের কম্পিউটার জায়ান্ট এসার ‘আল্ট্রাবুক’ ক্যাটেগরিতে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ তৈরির দাবী করেছে। এ ল্যাপটপের মডেল হবে এসার অ্যাসপায়ার ৫ বা এ৫।
এসার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য টেক জায়ান্ট যেসব আল্ট্রাবুক তৈরি করছে তার তুলনায় এসার অ্যাসপায়ার ৫ হবে আরো বেশি হালকা-পাতলা। এটি মাত্র ১৫ মিলিমিটার পুরু হবে আর স্ক্রিনের মাপ হবে ১৩.৩ ইঞ্চি। এর ওজন হবে ১.৩৫ কেজিরও কম। এ৫ মডেলের এ ল্যাপটপটি চলবে উইন্ডোজ ৮-এ।
নতুন মডেলের এ ল্যাপটপ ছাড়াও এসার ক্লাউড সার্ভিস-এর ঘোষণা দিয়েছে যা অনেকটাই অ্যাপল-এর ‘অ্যাপ স্টোর’ এর মতো হবে বলেই জানা গেছে।

ফেসবুকে বন্ধুদের জন্মদিনের তথ্য ক্যালেন্ডারে নেয়া

মো: শাহাব উদ্দিন
গুগল ক্যালেন্ডারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসএমএসের মাধ্যমে রিমাইন্ডার পাওয়া। ফলে জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার (ইভেন্টের) বিষয় আগে থেকে জানা যায় এসএমএসের মাধ্যমে। গুগল ক্যালেন্ডারে যদি সহজেই জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের বন্ধুদের জন্মদিন বা গুরুত্বপূর্ণ ঘটনা আনা যায় তাহলে কেমন হয়! এজন্য গুগলে এবং ফেসবুকে লগইন অবস্থায় www.fbcal.com সাইটে যান

জিমেইলের চ্যাটিং থেকে ফ্রি এসএমএস করা

 মো: শাহাব উদ্দিন
\জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না।

প্রয়োজনীয় ও মজার কয়েকটি সাইট

মো: শাহাব উদ্দিন
এ মুহূর্তে ঢাকার সময় যদি বিকাল সাড়ে পাঁচটা হয় তাহলে লন্ডনের সময় কত? জোহোনেসবার্গে যদি সন্ধ্যা ছয়টা বাজে তাহলে ওয়াশিংটন ডিসিতে কত? বিভিন্ন সময় এ রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানা আমাদের প্রয়োজন হতে পারে। আর তখন যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার সামনে থাকে তাহলে গোটা বিশ্বের চলতি সময় জানার জন্য কষ্ট করতে হবে না।
এসবের জন্য চলে যেতে হবে অসাধারণ ওয়েবসাইট টাইমটিকারে।

পেনড্রাইভ ওপেন হচ্ছে না?

মো: শাহাব উদ্দিন
যারা কম্পিউটার ব্যবহার করে, তাদের কাছে পেনড্রাইভ একটা গুরুত্বপূর্ণ জিনিসে পরিণত হয়েছে। সহজে বহনযোগ্য বলে দিন দিন পেনড্রাইভের ব্যবহার বেড়েই চলেছে। কিন্তু অনেক সময় ভাইরাসের আক্রমণে বা অন্য কোনো কারণে কম্পিউটারে পেনড্রাইভ ওপেন হয় না। তখন অনেক সমস্যায় পড়তে হয়। স্বাভাবিকভাবে পেনড্রাইভ ওপেন না হলে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পেনড্রাইভ ওপেন করা যায়।
প্রথমত, মাই কম্পিউটার ওপেন করে ওপরে ফোল্ডারে ক্লিক করুন। তারপর বাম পাশ থেকে পেনড্রাইভে ক্লিক করুন। অথবা মাই কম্পিউটার ওপেন করে পেনড্রাইভের ওপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে explore-এ ক্লিক করুন। পেনড্রাইভ ওপেন হয়ে যাবে। তবে ভাইরাসের আক্রমণের কারণে অনেক সময় ফোল্ডার অপশনটি খুঁজে পাওয়া যায় না বা এই অপশনটি কাজ করে না।

রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

ল্যাপটপ ব্যবহারকারীরা সতর্ক হোন !!

 মো: শাহাব উদ্দিন
গত ২৪ শে জুন ঘরে আগুন লেগে ২৫ বছরের সন্তান কে হারিয়েছেন পিতা- মাতা । University of Wisconsin-Madison থেকে গ্রাজুয়েট হবার ২ সপ্তাহ পূর্বে ছেলেটি তার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে । ঘটনাটি ঘটবার কয়েকদিন আগে ছেলেটা হোস্টেলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করে কিন্তু তার মা বাড়িতে না থাকায় ছেলেটিকে আরও কয়েকদিনের জন্য থেকে যেতে হয়। অপেক্ষার সময়টিতে ছেলেটি তার কাজ গুছিয়ে নিতে থাকে ল্যাপটপ এ । কয়েকদিন পর ভোরবেলা প্রতিবেশীরা 911 এ কল করে পাশের বাড়িতে ধোঁয়া দেখতে পাবার রিপোর্ট করে ।

কম্পিউটার ক্রয়ের আগে অবশ্যই জেনে নেওয়া উচিৎ যে সব বিষয়।

মো: শাহাব উদ্দিন
কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র, সেটা না বললেও চলবে। তাই সবারই ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার। কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন। আমি আজকে আপনাদের সেইরকম কিছু বিষয়ই জানাবো।

পৃথিবীর প্রথম ওয়েব সাইট : info.cern.ch এর ইতিহাস

 মো: শাহাব উদ্দিন
আজকে আমরা যে ইন্টারনেটকে দেখছি, তা আগে সেরকম ছিলনা। প্রথমে ইউনিভার্সিটি নেটওয়ার্ক হতে আরপানেট, আর সেই আরপানেট থেকেই আজকের ইন্টারনেট এসেছে। আজ থেকে ১৯৮৯ সালে ISP (Internet Service Provider) প্রতিষ্ঠার ফলে ইন্টারনেট সবার কাছে উন্মুক্ত হয়। তবে তখনো এই নেটওয়ার্কটি পরিপক্বতা প্রকাশ পায়নি।
১৯৮৯ সালে, CERN প্রোজেক্ট এর একজন পদার্থবিদ,

কিছু প্রয়োজনিয় টিপস। (কম্পিউটার কে সুস্থ রাখুন !)

মো: শাহাব উদ্দিন
আজ আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করবো। প্রাত্যহিক কিন্তু বিরক্তিজনক কিছু সমস্যা প্রায়-ই আমাদের কে কম্পিউটার ব্যাবহারের ক্ষেত্রে বিরক্তির সর্বোচ্ছ চূড়ায় পোঁছে ছাড়ে।আর তাই আজ আমরাও তাদের কে সমস্যায় ফেলে ছাড়ব। চলুন মিশন শুরু করা যাক্‌ …..

বাড়িয়ে নিন আপনার প্রিয় কম্পিউটারের গতি

কম্পিউটারে আমরা অনেক কাজই করে থাকি, মাঝে মধ্যে তো অনেক গুরুত্তপূর্ন কাজ করে থাকি আর ঐ মুহুর্তে যদি কম্পিউটারের স্পীড স্লো হয়ে যায় তাহলে মেজাজ ভালো থাকার তো কোন যুক্তিই নেই, তাইনা? স্পীড বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি এবং দেখা যায় বেশীরভাগ ক্ষেত্রেই সেগুলো স্পীড আরো কমিয়ে দেয় । সেক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার না করে যদি গতি বাড়ানো যায় তাহলে অনেকাংশেই ভালো।
সেজন্য আজ শেয়ার করব ছোট্ট না হলেও খুব বড়ও না এমন একটি পদ্ধতি উইন্ডোজ চালিত কপমিউটারের গতি বাড়ানোর জন্য। সেজন্য আমদের সাহায্য নিতে হবে নোটপ্যাড এর।

নোটপ্যাড দিয়ে বাড়িয়ে নিন কম্পিউটারের গতি।

 মো: শাহাব উদ্দিন
আজ আবারো আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারের গতি বাড়ানোর জন্য নোটপ্যাডিয় একটি টিপস। ব্যবহারের ফলে কম্পিউটারে অনেক জাঙ্ক ফাইল জমা থাকে, তাছাড়া ব্রাঊজিং হিস্টোরি, cache file, coockies, ব্রাউজারে stored password , কম্পিউটারের রিসেন্ট ডকুমেণ্ট , run history, আমাদের ব্যবহৃত clipboard এর ডাটা, recycle bin এ জমাকৃত ডাটা ইত্যাদি কারনে কম্পিউটার স্লো হয়ে থাকে। সে যাই হোক আমরাও সময় মত ছাবুক চালাবো আর কম্পিউটারকে দৌড়ের উপর রাখবো...

আর্থিক লাভে শীর্ষে সালমান, শাহরুখ, কারিনা

 মো: শাহাব উদ্দিন
সালমান এবং শাহরুখের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন এবার এই চির প্রদিদ্বন্দ্বী তারকারা চলে এসেছেন একই কাতারে। তাদের দু’জনকেই ঘোষণা করা হয়েছে বছরের সবচেয়ে লাভজনক তারকা হিসেবে।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে সালমান এবং শাহরুখকে আর্থিকভাবে বছরের সবচেয়ে লাভজনক অভিনেতার সম্মাননাটি দেয়া হলো।

শাহরুখের ভয়!

 মো: শাহাব উদ্দিন
আট বছর পর শুধু শাহরুখ আর ক্যাটরিনার ভরসায় আবারো পরিচালকে আসনে বসছেন যশ চোপড়া। তার নাম না দেয়া ছবির প্রধান দুই চরিত্র এই শাহরুখ এবং ক্যাটরিনাই। কিন্তু ক্যাটরিনাকে নিয়ে আজকাল একটু ভয়েই আছেন শাহরুখ। তার প্রিয় যশ চোপড়ার মন না জানি আবার ভেঙে যায়, না জানি আবার ‘চলতে চলতে’ ছবির সেটের মতো কোনো দুর্ঘটনার পুনারাবৃত্তি ঘটে!