শুক্রবার, ২ মার্চ, ২০১২

প্যারাসিটামল শারীরিক ও মানসিক রোগের প্রতিকারক

মো: শাহাব উদ্দিন
নতুন এক গবেষণায় দেখা গেছে প্যরাসিটামল শুধু শারীরিক ব্যথাই উপশম করে না পাশাপাশি মানসিক যন্ত্রনা থেকেও মুক্তি দেয়। স্নায়ু বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেন যে, মানুষের মস্তিষ্কের যে জায়গা থেকে বিভিন্ন শারীরিক ব্যথার সৃষ্টি হয় ঠিক সেই জায়গা থেকেই সৃষ্টি হয় মানসিক যন্ত্রনা। তাই উভয় যন্ত্রনার জন্য উপশম হিসেবে ব্যবহার করা যেতে পারে প্যারাসিটামল। তারা আরেও দেখেন, কেউ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলে প্যারাসিটামল উপশম হিসেবে কাজ করে। ক্যালির্ফোনিয়া ইউনির্ভাসিটি ৬২ জন মানুষের উপর তিন সপ্তাহের এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে গবেষকরা।

মাকড়সা সাপও খায়

মো: শাহাব উদ্দিন
নিজ দেহ থেকে কয়েকগুণ বড় সাপকে জালে পেঁচিয়ে আহার হিসেবে গ্রহণ করে আফ্রিকার বিশেষ এক প্রজাতির মাকড়সা।
লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামের মাকড়সা বিশেষজ্ঞ লিয়ন লটস ডেইলি মেইলকে জানান, আফ্রিকা অঞ্চলের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সারা তাদের দেহের চেয়ে কয়েকগুণ বড় শিকারকে সহজেই তাদের জালে আটকে ফেলতে পারে।

রুটির জন্য যুদ্ধ!

মো: শাহাব উদ্দিন
সিরিয়ার আল-কুসাইর শহরের অধিবাসীরা যুদ্ধ করছে একটি রুটির জন্য। বাইরে তুষারপাত, কনকনে ঠান্ডা বাতাস। সব উপেক্ষা করে রুটি কেনার জন্য ওই শহরের একটি দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা।
রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়াতে চলমান অস্থিরতার কারণে শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। তবে ওই দোকানটিই শুধু খোলা থাকে। তাও আবার সকালে মাত্র দুই ঘণ্টার জন্য।