বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

বস ইউএসবি পাইছে (নিজে তৈরী করুন)

 শাহাব উদ্দীন
বর্তমানে নতুন অনেক ইউজারদের দেখা যায় একটি ভয়েস ব্যবহার করতে ইউএসবি কানেক্ট হলে শোনা যায় ‘‘বস ইউএসবি পাইছে ভাইরাস চেক করে নেন’’। বিরক্তিকর এই কন্ঠ বাদ দিয়ে আপনি নিজে এটা তৈরী করতে পারেন অতি সহজে। তবে আপনার্কেটি হেড ফোন থাকতে হবে। প্রথমে স্টার্ট বাটনের সার্চ বক্সে টাইপ করুন সাউন্ড রেকর্ডার। সাউন্ড রেকর্ডার ওপেন হলে লাল বাটনে ক্লিক করার সাথে আপনি আপনার ইচ্ছেমত ভয়েস রেকর্ড করুন।
লাল বাটনে পুনরায় ক্লিক করলে সেভ আসবে সেভ করার পর উক্ত ফাইলটিকে wav ফরম্যাটে সেভ করতে হবে। এবার কন্টোল পানেল থেকে সাউন্ডে ক্লিক করুন। সাউন্ড বক্স আসলে আবার সাউন্ডে ক্লিক করলে কম্পিউটারের যাবতীয় সাউন্ড সেটিং দেখা যাবে। এবার ডিভাইস কানেক্ট এ ক্লিক করে ব্রাউজ করে আপনার রেকর্ড করা ফাইলটি দিয়ে এ্যাপ্লাই করুন। এভাবে ইচ্ছেমত ডিভাইস সাউন্ড পরিবর্তন করতে পারবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন