রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

ইন্টারনেট আসক্তির ৮ লক্ষণ

প্রযুক্তি ডেস্ক:
অনেকেই আমরা প্রতিদিন কিছু সময় অনলাইন বা ইন্টারনেটে কাটাই। শহরের আধুনিক জীবনে ইন্টfরনেট ছাড়া অনেকে জীবনই কল্পনা করতে পারেন না। যোগায়োগ, সংবাদ থেকে শুরু করে ব্যবসা-বানিজ্য এমনকি কেনা-কাটা পর্যন্ত অনলাইনে এখন সম্ভব। কিন্তু প্রয়োজন ছাড়া ইন্টরনেট ব্যবহার করা মোটেও ঠিক নয়।

তারপরও অনেকেই রয়েছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে করতে একেবারে আসক্ত হয়ে পরেন। কিন্তু নিজেরা বুঝতে পারেন না যে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছেন। বারোটি লক্ষণ দেখলে সহজে বুঝতে পারবেন আপনি ইন্টারনেট আসক্ত হয়ে পড়েছেন।

২০১৪ সালের এপ্রিলেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows XP!

প্রযুক্তি ডেস্ক:
সারা বিশ্বে তুমুল জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ এক্সপি কিন্তু মাইক্রোসফট জানিয়েছে তাঁরা ২০১৪ সালের পরে উইন্ডোজ এক্সপির আর কোন সিকিউরিটি আপডেট বাজারে আনবেনা!
২০০১ সাল থেকে মাইক্রোসফট তাদের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি বাজারে নিয়ে আসে। সেই থেকে বিশ্বের কোটি কোটি কম্পিউটারে যায়গা করে নেয় উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ এর সহজ সরল ব্যবহার বিধি এবং শক্ত নিরাপত্তা ব্যবস্থা। উইন্ডোজ এক্সপি এর তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে মাইক্রোসফট এক সময় উইন্ডোজ এক্সপি SP2 নিয়ে আসে। তবে বিভিন্ন সময়ে হ্যাকাররা উইন্ডোজ এক্সপি এর বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করে বিভিন্ন ভাইরাস নিয়ে আসে তবে উইন্ডোজ এক্সপি এসব ভাইরাল বা ম্যালওয়্যার ঠেকাতে শক্তিশালী নিরাপত্তা আপডেটও নিয়ে আসে।

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ইন্টারনেটে নজরদারিতে সবচেয়ে খারাপ দেশগুলোর তালিকায় বাংলাদেশ

প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেটের সেন্সরশিপ ও নজরদারির বিচারে সবচেয়ে খারাপ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে।‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’নের বার্ষিক ‘ওয়েব ইনডেক্স’ রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় যাকে, সেই ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লী হুঁশিয়ারি দিয়েছেন যে ‘ক্রমবর্ধমান নজরদারি এবং সেন্সরশিপের’ কারণে ইন্টারনেটের গণতান্ত্রিক চরিত্র হুমকির মুখে।
‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’ শুক্রবার তাদের বার্ষিক ‘ওয়েব ইনডেক্স’ রিপোর্ট প্রকাশ করে। এই সূচক প্রকাশ করার সময় দেয়া বক্তৃতায় স্যার টিম বার্নার্স এই হুঁশিয়ারি দেন। এই সূচকে দেখা যাচ্ছে, বিশ্বের তিরিশ শতাংশ দেশে রাজনৈতিক বিষয় নিয়ে ইন্টারনেটে আলোচনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইন্টারনেটে নজরদারি এবং সেন্সরশিপের যে সূচক ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে এদিক থেকে সবচেয়ে খারাপ রেকর্ড হচ্ছে সৌদি আরবের। মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতার বিচারে এই সূচকে সৌদি আরবের স্কোর শূন্য। ভিয়েতনাম এবং চীনের অবস্থান এর পরেই।
এই সূচকে বাংলাদেশের অবস্থানও নজরদারি ও সেন্সরশিপের বিচারে সবচেয়ে খারাপ দেশগুলোর তালিকায়। বাংলাদেশের অবস্থান ২৬ নম্বরে। মুক্তচিন্তুা ও স্বাধীনতার বিচারে বাংলাদেশের স্কোর ৪০ দশমিক ৩ ।

ফেসবুক কি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে?

প্রযুক্তি ডেস্ক:
অল্প বয়সিদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার কম৷ তারা বরং অন্যান্য সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করছে৷ ফলে কারো কারো মনে প্রশ্ন জেগেছে, ফেসবুক কি তাহলে সত্যিকার অর্থেই বুড়ো হয়ে যাচ্ছে?
ফেসবুক বুড়ো হয়ে গেছে৷ অন্তত তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের আচরণ নিয়ে গবেষণারতরা তাই মনে করছে৷ ২০১৩ সালে ফেসবুকে খানিকটা সমস্যায়ও দেখা দেয়৷ আর তাহচ্ছে, ৩৫ বছরের কম বয়সিরা ফেসবুক ছেড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকছে৷ বিষয়টি জানিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ৷ বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড এবের্সম্যান অর্থনৈতিক পর্যবেক্ষকদের এক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন৷ শেয়ারবাজারেও ফেসবুক এখনো সুবিধা করতে পারেনি৷

শনিবার, ২৯ জুন, ২০১৩

৩০০ কোটি মানুষের ‘ওথ্রিবি’ ইন্টারনেট

প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেট দুনিয়াকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। এমন স্বপ্ন থেকেই ইন্টারনেটের সৃষ্টি। কিন্তু ব্যবসা আর দেশভিত্তিক সরকারি পরিকল্পনার বেড়াজালে ইন্টারনেট আজ সাধারণ মানুষের কাছে অধরা, দুর্গম। তবে এ সমস্যার স্থায়ী সমাধানে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সহজ সমাধান এনে দিতে পারে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

বাংলাদেশেই হচ্ছে বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক:
আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে হওয়া নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটে গেছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বাংলাদেশেই হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
শুক্রবার আইসিসির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ বৈঠকে তারা আইসিসিকে বোঝাতে সক্ষম হন যে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা ভেন্যু হস্তান্তর করতে পারবেন।
নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে  জানান, ‘সমস্যাটা আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, নির্ধারিত সময়ে ভেন্যু হস্তান্তর করতে পারবো।’

আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:
৩৮তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হওয়ার মর্যাদা লাভ করল আফগানিস্তান। চলমান বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ক্রিকেটে দারুণ অগ্রগতি হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে গত বছর মনোয়ন পেয়েছিল তারা।
এসিসির ওয়েবসাইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নূর মোহাম্মদ জানান,‘আফগানিস্তানই একমাত্র দেশ যে এত কম সময়ের মধ্যে সহযোগী সদস্যপদ পেল। ক্রিকেটের অগ্রগতিতে তাদের প্রচেষ্টার পুরস্কার এটি।’

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

ভক্তরা চান...

বিনোদন ডেস্কঃ
কাটরিনা কাইফের সঙ্গে কয়েক বছর আগে যখন চুটিয়ে প্রেম করছিলেন। তখন অনেকেই আশা করেছিলেন এবার হয়তো থিতু হতে চলেছেন সালমান। তার প্রেমিকা হিসেবে কাটরিনাকে মনেও ধরেছিল ভক্তদের। কিন্তু এক সময় ভেঙ্গে গেল দু’জনের সম্পর্ক। তবে ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তারা ভাল বন্ধু। পর্দায়ও দু’জনে একসঙ্গে এলেই বক্সঅফিস একশো কোটির ব্যবসা নিয়ে নিশ্চিন্ত।

২৬ ডিসেম্বর চার্লস ব্যাবেজের ২২২তম জন্মদিন

প্রযুক্তি ডেস্ক:
১৭৯১ সালের ২৬ ডিসেম্বর ব্রিটেনে জন্ম গ্রহণ করেন ‘কম্পিউটার জনক’ বলে খ্যাত গণিতবিদ চার্লস ব্যাবেজ।
বাবা বেঞ্জামিন ব্যাবেজ ছিলেন ব্রিটন এস্টেট মালিকানাধীন ব্যাংকের অংশীদার। ধনী পিতার সন্তান হওয়ায় ব্যাবেজ গৃহশিক্ষকের কাছে ও বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন।
কিং এডওর্য়াড ষষ্ঠ গ্র্যামার স্কুল, হ্ল্মউড একাডেমী, ট্রিনিটি কলেজ, ১৮১০ সালে কেমব্রিজে যোগদান করেন। ১৮১২ সালে তিনি পেটেরহাউস, কেমব্রিজে স্থানান্তরিত হন।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

কম্পিউটার ক্রয়ের আগে অবশ্যই জেনে নেওয়া উচিৎ যে সব বিষয়


প্রযুক্তি ডেস্ক:
কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র, সেটা না বললেও চলবে। তাই সবারই ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার। কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন। আমি আজকে আপনাদের সেইরকম কিছু বিষয়ই জানাবো। কম্পিউটারের ব্যাপারে একেবারেই নতুন, এমন মানুষদের কথা মাথায় রেখেই পোস্টটা সহজ কথায় লেখার চেষ্টা করলাম, যারা সামনে কম্পিউটার ক্রয়ে আগ্রহী তাদের জন্য পোস্ট টা দারুণ উপকারী একটা পোস্ট।

কেন এরকম জায়গায় ক্লিক করবেন না ....


প্রযুক্তি ডেস্ক:
কিছু পেইজে এ-রমক লোভী লিং থাকে---এ থেকে সাবধান হউন।
এখানে ক্লিক করবেন না বা ক্লিক করলেও মোবাইল নং দিবেনা......
কেন এখানে ক্লিক করবেন না ....↓
→ আপনি যে আশায় এখানে ক্লিক করবেন বা মোবইল নং দিবেন তার আগে আপনার সব তথ্য নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে !
→ এটা কোন বাংলাদেশী সাইট নয়
→ প্রথমে মোবাইল নং চাইবে

ভারতে ফোর-জি মোবাইল সেবা চালু


প্রযুক্তি ডেস্ক:
ভারতে এই প্রথম চালু হলো চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল ফোন সেবা। আর এটা চালু হলো পশ্চিমবঙ্গ থেকেই। গত মঙ্গলবার এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী কপিল সিবাল। এই সেবা ভারতে প্রথম চালু করেছে বেসরকারি টেলিফোন সংস্থা এয়ারটেল। এর আগে ১৯৯৫ সালে ৩১ জুলাই কলকাতা থেকেই প্রথম দ্বিতীয় প্রজন্মের (টু-জি) সেবা চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

স্বচ্ছ ও নমনীয় চিপ!


প্রযুক্তি ডেস্ক:
প্রযুক্তির উৎকর্ষে এবার আসছে নতুন এক ধরনের চিপ। হাউস্টন রাইস বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম জৈব রসায়নবিদ জেমস এম ট্যুর সম্প্রতি একটি ক্ষুদ্র মেমোরি চিপ তৈরি করেছেন। এ চিপটি অত্যন্ত স্বচ্ছ ও নমনীয়। এটি অনেক বেশি ডেটা সংরক্ষণে রাখতে সক্ষম হবে। চিপটি পেনড্রাইভ, স্মার্টফোন ও কম্পিউটারের মধ্যে সহজেই প্রতিস্থাপন করা যাবে। শুধু তা-ই নয়, কম্পিউটারের তথ্যভান্ডারকে অনেক বেশি স্বচ্ছতা ও নমনীয়তা দেবে এ চিপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কাগজের মতো মুড়িয়ে বা ভাঁজ করে রাখা যাবে এ চিপ।

উইন্ডোজ এক্সপির ‘সাপোর্ট’-সুবিধা শেষ হচ্ছে


প্রযুক্তি ডেস্ক:
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সাপোর্ট-সুবিধা শেষ হচ্ছে। পার্সোনাল কম্পিউটারে ব্যবহূত এ সফটওয়্যারটির আনুষ্ঠানিক অফিসিয়াল সাপোর্ট-সুবিধা ২০১৪ সাল পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

কম্পিউটার ব্যবহারে সতর্ক থাকুন


প্রযুক্তি ডেস্ক:
কর্মস্থলের কম্পিউটার নাকি টয়লেটের চেয়েও বেশি জীবাণুযুক্ত। বিশ্বাস হচ্ছে না তো?
এ কথা কারও বিশ্বাসযোগ্য নয়, তবে গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। যারা কর্মক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করেন তাদের বিভিন্ন জীবাণু এবং রোগ বালাইয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
নতুনভাবে করা এই গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে ব্যবহৃত কম্পিউটারের মাউস টয়লেটের বসার স্থান থেকেও তিনগুণ বেশি নোংরা বা জীবাণুযুক্ত।

ক্লান্তি দূর করে পুদিনাপাতা


স্বাস্থ্য ডেস্ক:
পুদিনা খুবই উপকারী একটি উদ্ভিদ। আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকরি ভূমিকা পালন করে থাকে। পুদিনাপাতার ইংরেজি নাম মিন্ট।সালাদের বাটিতে এটি ভীষণ পরিচিত নাম। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ দ্বারা পরিপূর্ণ পুদিনাপাতা। এর দ্বারা ক্লান্তি ও অবসাদ দূর হয়। এছাড়া পুদিনাপাতায় আছে নানা গুণ।
অতিরিক্ত গরমে ছোট-বড় প্রায় সবারই খাবারে বদহজম বা ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা যায়। এই পাতা পেটের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে খাবার হজমে সাহায্য করে।

শুক্রবার, ২ মার্চ, ২০১২

প্যারাসিটামল শারীরিক ও মানসিক রোগের প্রতিকারক

মো: শাহাব উদ্দিন
নতুন এক গবেষণায় দেখা গেছে প্যরাসিটামল শুধু শারীরিক ব্যথাই উপশম করে না পাশাপাশি মানসিক যন্ত্রনা থেকেও মুক্তি দেয়। স্নায়ু বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেন যে, মানুষের মস্তিষ্কের যে জায়গা থেকে বিভিন্ন শারীরিক ব্যথার সৃষ্টি হয় ঠিক সেই জায়গা থেকেই সৃষ্টি হয় মানসিক যন্ত্রনা। তাই উভয় যন্ত্রনার জন্য উপশম হিসেবে ব্যবহার করা যেতে পারে প্যারাসিটামল। তারা আরেও দেখেন, কেউ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলে প্যারাসিটামল উপশম হিসেবে কাজ করে। ক্যালির্ফোনিয়া ইউনির্ভাসিটি ৬২ জন মানুষের উপর তিন সপ্তাহের এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে গবেষকরা।

মাকড়সা সাপও খায়

মো: শাহাব উদ্দিন
নিজ দেহ থেকে কয়েকগুণ বড় সাপকে জালে পেঁচিয়ে আহার হিসেবে গ্রহণ করে আফ্রিকার বিশেষ এক প্রজাতির মাকড়সা।
লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামের মাকড়সা বিশেষজ্ঞ লিয়ন লটস ডেইলি মেইলকে জানান, আফ্রিকা অঞ্চলের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সারা তাদের দেহের চেয়ে কয়েকগুণ বড় শিকারকে সহজেই তাদের জালে আটকে ফেলতে পারে।

রুটির জন্য যুদ্ধ!

মো: শাহাব উদ্দিন
সিরিয়ার আল-কুসাইর শহরের অধিবাসীরা যুদ্ধ করছে একটি রুটির জন্য। বাইরে তুষারপাত, কনকনে ঠান্ডা বাতাস। সব উপেক্ষা করে রুটি কেনার জন্য ওই শহরের একটি দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা।
রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়াতে চলমান অস্থিরতার কারণে শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। তবে ওই দোকানটিই শুধু খোলা থাকে। তাও আবার সকালে মাত্র দুই ঘণ্টার জন্য।

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

কম বয়সে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ভারতে

কম বয়সে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৭৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর বয়স ৩৫ বছরের নিচে।একইভাবে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষণা প্রতিষ্ঠান কমস্কো এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে। জরিপ বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্ঞান এম ফুলগনি জানান, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর ৫২ ভাগই তরুণ।

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়ার সম্মান পেলো কাতার। আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ১৮২টি দেশে সমীক্ষা চালিয়ে ধনবান দেশের যে তালিকা তৈরি করে তাতে পয়লা নম্বরে আছে মধ্যপ্রাচ্যের প্রায় ১৭ লক্ষ জনসংখ্যার এই দেশ। তৈল ভান্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্যেই কাতারের ভাগ্যে এই সম্মান জুটল।
দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কিছু বছর ধরেই সামনের সারিতে আছে।

কাছাকাছি দুই খান

মো: শাহাব উদ্দিন
দা-কুমড়া সম্পর্ক, তো তাকে কি? সময় বদলাচ্ছে, দিন দিন কাছে আসছেন দুই খান। ‘ঘনিষ্ঠ’ শত্রু শাহরুখ আর সালমানের মাঝে এখন কয়েক গজের দুরত্ব মাত্র! হয়তো সময়ের ব্যবধানে এই দূরত্বটুকুও মুছে যাবে।
সূত্র জানিয়েছে, খুব শিগগিরি সালমান-শাহরুখের খুব কাছের প্রতিবেশী হতে যাচ্ছেন। সাল্লু মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে নতুন একটি ফ্ল্যাট কিনেছেন। নয় হাজার ৭৬৩ বর্গফুটের এ ফ্ল্যাটের দাম পড়েছে ৩২ কোটি রুপি।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

২৫ ফেব্রুয়ারি: যেদিন শ্রেষ্ঠ সন্তানদের হারায় দেশ

পড়ার ঘরসহ পুরো বাড়িজুড়ে তাঁর চিরাচরিত উজ্জ্বল বিচরণ আমার চোখে চিরভাস্বর হয়ে আছে। আমার বড় ভাই শহীদ কর্নেল মুজিবের কথা বলছি, তাঁর চিত্তহারী আচরণ আমার মতো অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর অনেক তরুণ সহকর্মী আমাকে বলেছেন তিনি কত গভীরভাবে তাঁদের সবার জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেদিনই তাঁর এক সহকর্মী বললেন, “আমাদের প্রতি স্যারের সম্মানবোধ ও যত্মশীলতা ছিল এমন, তাঁর সঙ্গে কথা বললে নিজেকে অনেক বড় মনে হতো, মনে হতো আকাশছোঁয়ার জন্য আমাদের জন্ম।” তাঁর আকর্ষণীয় বাচনভঙ্গি এবং দেশের প্রতি ভালোবাসা সবসময়ই আমাকে বিমোহিত ও মুগ্ধ করত। আমি তাঁর কাছেই দেশপ্রেম শিখেছি। শুধু কর্নেল মুজিবই নন, আমাদের ৫৭ জন বীর সেনানী শহীদ ভাইয়েরে, যারা ছিলেন জাতরি শ্রেষ্ঠ সন্তান, তাঁরা তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন, আমাদের দেশপ্রেম শিখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাঁদের অনেককেই চিনতাম।

বিশ্বসেরা সংবাদ চ্যানেল আল জাজিরা

মো: শাহাব উদ্দিন
বিবিসি ও স্কাই নিউজের মতো নামকরা আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলে বিশ্বসেরা সংবাদ টেলিভিশনের মর্যাদা পেলো কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী আল জাজিরা ইংলিশ। রয়েল টেলিভিশন সোসাইটি আল জাজিরাকে ২০১১ সালের বিশ্বসেরা সংবাদ চ্যানেল নির্বাচন করেছে।
সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশনের জন্য প্রতিবছর বিশ্বের সেরা চ্যানেলকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এ বছর এই সম্মাননা পেলো আল জাজিরা ইংলিশ।
২০১১ সালে ‘আরব-বসন্ত’ নামে আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাপ্রবাহের অসাধারণ কাভারেজ দেয়ায় এরই মধ্যে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এর পাশাপাশি চ্যানেলটি লিবিয়ার গৃহযুদ্ধের ওপরও সবার আগে সবচেয়ে বেশি সংবাদ সরবরাহের কৃতিত্ব দেখিয়েছে। লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ধরা পড়া ও নিহত হওয়ার খবর ও ছবি সবার আগে বিশ্ববাসীকে আল জাজিরাই দিয়েছিল।

ডিম খান ঘুম তাড়ান

মো: শাহাব উদ্দিন
সারাদিন কাজের ফাঁকে প্রায়ই ক্লান্তি চলে আসে, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কেউ ঘন ঘন চা খান, কেউ কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেন। কিন্তু দিনের শুরুতেই সেই তন্দ্রা ও ক্লান্তি আমাদের ওপর ভর করার আগেই তা কাটিয়ে নেয়া যাবে-শুধু ডিম খেয়ে।
সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক এই তথ্যটি জানান। তাদের নতুন গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশে এমন এক ধরনের প্রোটিন আছে যা আমাদের দিনভর সতেজ রাখে এবং ক্লান্তি ও তন্দ্রাকে দূরে রাখে।