শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

ফেসবুক বার্তায় আত্মহত্যা!

Sahab Uddin
পুরো বিশ্বই এখন ফেসবুক জ্বরে আক্রান্ত। এ সামাজিক যোগাযোগের ভালো দিক অনেক। তবে মন্দের পাল্লাটাও কম ঝুঁকে নেই।এরই মধ্যে ফেসবুকের স্পর্শকাতর বার্তার কারণে আকালে ঝড়ে গেছে অনেক মেধাবী মুখ। মালিনি মারমু তার সর্বশেষ উদাহরণ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

উইকিলিকসকে তথ্য দিচ্ছে ফেসবুক!

 Sahab Uddin
এখন বিশ্বজুড়েই বইছে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক তথ্য বিপণনের বৈরী হাওয়া। এ পালে জোয়ার বইয়ে দিয়েছে উইকিলিকস।
তবে এ সবকিছুর নেপথ্যে আছে সামাজিকগুরু ফেসবুক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।অস্ট্রেলিয়ান প্রযুক্তিবিদ নিক কিউব্রিলোভিক জানান, এ মুহূর্তে ফেসবুকের মাধ্যমেই বিশ্বের গোপন এবং স্পর্শকাতর সব ব্যক্তিতথ্য আর প্রাতিষ্ঠানিক নথি পাচার হয়ে যাচ্ছে।

ইন্টারনেটে আসক্তি কমাতে

Sahab Uddin
নেশা মানেই শুধু মদ বা মাদক নয়, ঘণ্টার পর ঘণ্টা ধরে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করলেও এমন নেশা হয়ে যেতে পারে, যা থেকে নিস্তার পাওয়া কঠিন৷ তবে এবিষয়ে বিশেষজ্ঞদের মধ্যেও মতপার্থক্য রয়েছে

৫০ মিলিয়ন ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেল গুগল প্লাস

Sahab Uddin:
আনুষ্ঠানিক যাত্রার সপ্তাহ পার না হতেই ৫০ মিলিয়ন ব্যবহারকারীর ল্যান্ডমার্ক পেরিয়ে গেল গুগল প্লাস। গত ২১ সেপ্টেম্বর অনেকটা তড়িঘড়ি করে আত্মপ্রকাশের পর থেকেই প্রতিদিন গড়ে দুই মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হচ্ছে নবীন এ সামাজিক নেটোয়ার্কটিতে।

ব্যবহারকারীর অ্যাকাউন্ট ট্র্যাক করছে ফেসবুক

Sahab Uddin:
গোপনে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ট্র্যাক করছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। জনপ্রিয় এ সাইটটির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি কনসালটেন্ট নিক কুবরিলোভিক নামের এক হ্যাকার। আর সরাসরি না হলেও প্রকারান্তরে এ অভিযোগ স্বীকার করে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সালমান-আমির আমার বয়োজেষ্ঠ্য:শাহরুখ

Sahab Uddin:
সালমান আর আমির খান তো আমার বয়োজেষ্ঠ্য। তারা আমার চার বছর আগে বলিউডে পা রেখেছেন। তারা আমার চেয়েও অনেক বড় মাপের তারকা। তাদের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি।”

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

ফেসবুকের খুঁটিনাটি

Sahab Uddin:
বাংলাদেশে এখন ১৭ লাখের মতো মানুষ ফেসবুক ব্যবহার করেন। অথচ অনেকেই ফেসবুকের খুঁটিনাটি বিষয় জানেন না। অথচ খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে আরও বেশি কার্যকরভাবে ফেসবুক ব্যবহার করা যাবে, যাতে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার দিকটিও সংরক্ষিত হবে।

টাইমলাইন ফেসবুক প্রোফাইলের নতুন ভিউ

Sahab Uddin:
জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক নতুন নতুন সুবিধা যুক্ত করেই চলেছে। এবার প্রোফাইলকে নতুন মাত্রা দিতে নিয়ে এলো টাইমলাইন। এতে আরও সহজেই নিজেকে উপস্থাপন করা যাবে। বর্তমানে টাইমলাইন শুধু ডেভেলপারদের জন্য উন্মুক্ত। তাই এখন কেউ টাইমলাইন সক্রিয় করতে চাইলে একটু খাটতে হবে।

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

সিডি বা ডিভিডি কপি করতে পারছেন না?

 Sahab Uddin:
অনেক সময় সিডি বা ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশি বেশি চালালে সিডি বা ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হয় না। আপনার অনেক দরকারি তথ্য হয়তো কোনো সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি আর ওপেন না হয়, অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। আপনি চাইলে ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন। এর জন্য প্রথমে http://www.recoverytoolbox.com/cd.html ঠিকানা থেকে মাত্র ৬৫৫ কিলোবাইটের রিকভারি টুলবক্স সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে ওপেন করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে। এখন পরপর দুবার Next-এ ক্লিক করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সব বক্সে টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। অথবা নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সগুলোয় টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। ফাইলগুলো কপি হওয়ার পর সি ড্রাইভে গিয়ে দেখবেন CDRestored ফোল্ডারের ভেতর ফাইলগুলো সেভ হয়েছে এবং সেগুলো ঠিকমতোই আছে।

 গুগল প্লাসে ‘বিপ্লব’!

Sahab Uddin:
গুগল প্লাস এখন ফেসবুক ও টুইটারের মতোই উন্মুক্ত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। গত সোমবার ইন্টারনেট জায়ান্ট গুগল তাদের এই সামাজিক যোগাযোগের সাইট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ব্যবহারকারীদের ভিড়ে রীতিমতো নুইয়ে পড়ে।

 ১৩ বছরে পা দিয়েছে গুগল

Sahab Uddin:
বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন গুগল ১৩ বছরে পা দিয়েছে। গতকাল মঙ্গলবার জন্মদিন উপলক্ষে পরিবর্তন হয়েছে গুগলের লোগো। তবে নিয়মিতভাবে বিভিন্ন দিবস কিংবা কারও জন্মদিন উপলক্ষে গুগল যেভাবে লোগোতে পরিবর্তন আনে, তা করা হয়নি।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

আইপ্যাড কিনতে কিডনি বিক্রি!

Sahab Uddin
সম্প্রতি চীনা এক তরুণ অ্যাপলের তৈরি আইপ্যাড ২ কিনতে গোপনে নিজের কিডনি বিক্রি করে দিয়েছে। ইন্টারনেটে দেওয়া বিজ্ঞাপন দেখে চীনে অবৈধ অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচার কালোবাজারে কিডনি বিক্রি করেছে সে। খবর বিবিসি অনলাইন-এর

শীর্ষ ধনীর মর্যাদা ধরে রেখেছেন বিল গেটস

 Sahab Uddin
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও টানা ১৮ বারের মতো দেশটির শীর্ষ ধনী ব্যক্তির মর্যাদায় অটুট রইলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। কেবল গেটস নয়, দেশটির ধনী ব্যক্তিদের অবস্থান মোটেও নড়বড়ে নয়! ফোর্বস’র তথ্যানুযায়ী তাদের মোট অর্থের পরিমাণ এক দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার।

docx ফাইল খুলতে সমস্যা?

 Sahab Uddin:
আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ২০০৩ অথবা পুরনো কোন ভার্সনে কাজ করেন তাহলে docx ফরমেটের ফাইল খুলতে রীতিমতো ঝামেলায় পড়ছেন নিশ্চয়। ২০০৭ ছাড়া সাধারণত docx ফরমেটের ফাইল ওপেন হয় না।

টাকা দিয়ে ফেসবুক ব্যবহারের ভূয়া চিঠি

 Sahab Uddin:
নিজের গাঁট থেকে অর্থ খরচ করে তবেই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ব্যবহার করতে হবে এমন খবর আগেও রটেছিলো। ফেসবুকে চার্জ বসছে এমনই একটি ভূয়া চিঠি (চেইন লেটার) আবারও ফেসবুকের ওয়ালে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে গড় ডাউনলোড সেকেন্ডে ৬০ কেবি

Sahab Uddin:
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতি পর্যালোচনা করে সর্বোচ্চ গতিসম্পন্ন ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে পানডো নেটওয়ার্কস। এ তালিকায় বাংলাদেশের স্থান না হলেও গড় ডাউনলোড গতিতে অতীতের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গড় ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৬০ কিলোবাইট যা আফ্রিকার অনেক দেশের চেয়ে বেশি। খবর দি হাফিংটন পোস্টের।

অক্টোবরেই আসছে আইফোন ৫


Sahab Uddin আইফোন ব্যবহাকারীদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। অ্যাপলের আইফোন সিরিজের নতুন পণ্য 'আইফোন ৫' আগামী ৪ অক্টোবর বাজারে আসবে বলে জানা গেছে।

এই না হলে প্রেমিক!

 Sahab Uddin
বয়স মাত্র ১৭ হলেও প্রেমের ক্ষেত্রে তাকে বলতে হবে সবার চেয়ে অভিজ্ঞ। প্রেমিকার মন কিভাবে গলাতে হবে তা খুব ভালো করেই জানেন ‘বেবি’ হিট মেকার জাস্টিন বিবার। সম্প্রতি লস অ্যাঞ্জেলস ভ্রমণকালে প্রেমিক জাস্টিন তার ‘ডিজনি নায়িকা’ সেলিনাকে নিয়ে ছবি দেখতে গেলেন। কোনো যেনতেন ছবি না, চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রোমান্টিক ছবি ‘টাইটানিক’।

ইন্টারনেট গতিতে শীর্ষে দক্ষিণ কোরিয়া


Sahab Uddin দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে দ্রুত ইন্টারনেটে কনটেন্ট ডাউনলোড করতে পারেন ইন্টারনেট ব্যবহাকারীরা। এর পরই রয়েছে রোমানিয়া, বুলগেরিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়া। পান্ডো নেটওয়ার্কের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

সৈকতে সেনা সদস্যদের হাতে পর্যটক-পুলিশসহ আহত-৩

Sahab Uddin
কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যদের মারধরে এক পর্যটক ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত পর্যটক মোঃ হানিফকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার

পরিত্যক্ত ভবন ও গ্যালারীতে ঝুঁকি নিয়ে চলছে কক্সবাজার স্টেডিয়াম

Sahab Uddin:
দীর্ঘ ৭ বছর ধরে পরিত্যক্ত ভবন ও গ্যালারীতে ঝুঁকি নিয়ে চলছে কক্সবাজার স্টেডিয়ামের যাবতীয় কার্যক্রম। এছাড়া গত দুই বছর ধরে পরিত্যক্ত পুরাতন জেলা কারাগার ভেঙ্গে তাতে আউটার স্টেডিয়াম নির্মানের কথা থাকলেও সেটিও ফাইল বন্দী হয়ে আছে। ফলে কক্সবাজারের ক্রীড়াঙ্গনের ক্রীড়ামোদী লোকজন হতাশ হয়ে পড়েছেন।

ফেসবুকের পরিবর্তনে খুশি নন ব্যবহারকারীরা

Sahab Uddin: 
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মূল পাতায় সম্প্রতি এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে হঠা ৎ করে এমন পরিবর্তনে খুশি নন ব্যবহারকারীরা। তাই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ‘পিটিশন অ্যাগেইনস্ট দ্য নিউ ফেসবুক হোমপেজ’ নামে একটি পাতা খুলেছে ব্যবহারকারীদের একটি দল।

হ্যাকারের দশ উত্তর

Sahab Uddin:
কম্পিউটার বিজ্ঞানে বিস্তর জ্ঞান এই ভদ্রলোকের। কম্পিউটার কৌশল এবং নেটওয়ার্ক বিদ্যা তাঁর জানাশোনার মূল জায়গা। নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে তাঁর লেখা খান দুয়েক বই, দুনিয়াজুড়েই বহুল পঠিত।

মনিটরের যত্ন নিন

Sahab Uddin:
দীর্ঘদিন ব্যবহারের ফলে মনিটরে কিছু কিছু সমস্যা দেখা দেয়। এ রকমই দুটি সমস্যার সম্ভাব্য সমাধান দেওয়া হলো। অনেক সময় দেখা যায় মনিটরের পর্দা কাঁপছে, মনিটরের ছবি হঠা ৎ চলে যায়।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

২৭ বছর বয়সে ৫৩ বিয়ে!

Sahab Uddin:
উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭)। এ যুবক ২০১১ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন। তার ইচ্ছে ১০০টি বিয়ে করে রেকর্ড সৃষ্টি করবেন।

বৈরী আবহাওয়ায় জেলেরা বেকার

Sahab Uddin:
কক্সবাজার উপকূলের কয়েক হাজার জেলে চরম র্দূভোগে রয়েছে। এক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া ও সাগরে ৩নং সতর্কতা সংকেত বহাল থাকায় সাগরে মাছ ধরতে যেতে পারছে না তারা।

সৈকতের ঝাউবাগান ধ্বংস করে জেলা পরিষদের টয়লেট

Sahab Uddin
হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-ইন পয়েন্টে ঝাউগাছ কেটে আরো একটি টয়লেট কাম চেঞ্জিং রুম স্থাপন করা হচ্ছে। সমুদ্র সৈকতের একই পয়েন্টে জেলা পরিষদের একটি টয়লেট কাম চেঞ্জিং রুম কয়েকবছর আগে নির্মাণ

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

দেশি-বিদেশী সার্ফারদের ঢেউ জয়

Sahab Uddin
সময় তখন সকাল ৯টা। অকাল বর্ষণের কারণে মেঘাচ্ছন্ন আকাশ সন্ধ্যাকালীন আবহ এনে দেয়। সামুদ্রিক নিয়মে তখন পড়েছে জোয়ারের টান। বৈরী আবহাওয়া আর জোয়ারের টানে তীরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ। নানান ভঙ্গিমায় শারীরিক কসরত করে এসব ঢেউ জয় করছে একদল তরুণ। তাদের মাঝে রয়েছে একজন কিশোরী।

পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ে অচলাবস্থা

Sahab Uddin:
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নানামুখী সমস্যায় জর্জরিত অবস্থায় চলছে কক্সবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এমনকি গত ৪ বছর ধরে খালী রয়েছে প্রধান শিক্ষকের পদ।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

শহরের আল ফুয়াদ হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুঃ তুলকালাম

 Sahab Uddin:
শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে। উত্তেজিত মানুষের রোষানল থেকে বাঁচতে হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা আত্মগোপনে চলে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বেলা ১টায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শহরের বাহারছড়া এলাকায় বসবাসকারী মাসুদ খানের স্ত্রী নাজমা বেগম (৪০) সোমবার রাতে মাথাব্যথা নিয়ে হাসপাতালে আসেন। কর্তব্যরত ডাক্তার নজরুল ইসলাম তাকে হাসপাতালে ৪০৮ নম্বর কেবিনে ভর্তি দেয়। সকালে ডাক্তার আব্দুল্লাহ আল মাসুম এসে রোগীকে দেখে প্যারাসিটামল ও ঘুমের ইনজেকশন লিখে দেন। লিখে দেওয়া ঘুমের ইনজেকশন পুশ করার পর থেকে মহিলা জ্ঞান ফিরেনি। এক পর্যায়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে রোগীর আত্মীয় স্বজন বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। ওই সময় সংশ্লিষ্ট চিকিৎসককে উত্তেজিত আত্মীয় স্বজন খোঁজখুজি করলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের রোষানল থেকে বাঁচতে হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা আত্মগোপনে চলে যায়। ভাংচুরে হাসপাতালের এয়ার কন্ডিশন, কম্পিউটার, ইউপিএস, টেলিফোন, অন্যান্য আসবাবপত্রসহ কমপক্ষে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, রোগীনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিল। ভাংচুরকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতির কথাও জানান তিনি।
অপরদিকে মৃত নাজমা বেগমকে গতকাল বিকাল ৫টায় স্থানীয় বাহারছড়া গোলচত্ত্বর মাঠে ১ম দফা জানাজা শেষে তাকে গ্রামের বাড়ী সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

জীবন বৃত্তান্ত

মোহাম্মদ শাহাব উদ্দিন (শাহাব)
কক্সবাজার, বাংলাদেশ
পেশা: কম্পিউটার অপারেটার অব দৈনিক দৈনন্দিন ও গ্রাফিক্স মিডিয়া
০১৮১৬ ৮০০ ৯০১

হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর প্রভাবশালীদের খড়ক

Sahab Uddin
কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উপর এবার খড়গ নেমেছে কতিপয় প্রভাবশালীর। এসব প্রভাবশালীরা ইতোমধ্যেই হিমছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসনের নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।