রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

ইন্টারনেট আসক্তির ৮ লক্ষণ

প্রযুক্তি ডেস্ক:
অনেকেই আমরা প্রতিদিন কিছু সময় অনলাইন বা ইন্টারনেটে কাটাই। শহরের আধুনিক জীবনে ইন্টfরনেট ছাড়া অনেকে জীবনই কল্পনা করতে পারেন না। যোগায়োগ, সংবাদ থেকে শুরু করে ব্যবসা-বানিজ্য এমনকি কেনা-কাটা পর্যন্ত অনলাইনে এখন সম্ভব। কিন্তু প্রয়োজন ছাড়া ইন্টরনেট ব্যবহার করা মোটেও ঠিক নয়।

তারপরও অনেকেই রয়েছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে করতে একেবারে আসক্ত হয়ে পরেন। কিন্তু নিজেরা বুঝতে পারেন না যে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছেন। বারোটি লক্ষণ দেখলে সহজে বুঝতে পারবেন আপনি ইন্টারনেট আসক্ত হয়ে পড়েছেন।

২০১৪ সালের এপ্রিলেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows XP!

প্রযুক্তি ডেস্ক:
সারা বিশ্বে তুমুল জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ এক্সপি কিন্তু মাইক্রোসফট জানিয়েছে তাঁরা ২০১৪ সালের পরে উইন্ডোজ এক্সপির আর কোন সিকিউরিটি আপডেট বাজারে আনবেনা!
২০০১ সাল থেকে মাইক্রোসফট তাদের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি বাজারে নিয়ে আসে। সেই থেকে বিশ্বের কোটি কোটি কম্পিউটারে যায়গা করে নেয় উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ এর সহজ সরল ব্যবহার বিধি এবং শক্ত নিরাপত্তা ব্যবস্থা। উইন্ডোজ এক্সপি এর তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে মাইক্রোসফট এক সময় উইন্ডোজ এক্সপি SP2 নিয়ে আসে। তবে বিভিন্ন সময়ে হ্যাকাররা উইন্ডোজ এক্সপি এর বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করে বিভিন্ন ভাইরাস নিয়ে আসে তবে উইন্ডোজ এক্সপি এসব ভাইরাল বা ম্যালওয়্যার ঠেকাতে শক্তিশালী নিরাপত্তা আপডেটও নিয়ে আসে।

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ইন্টারনেটে নজরদারিতে সবচেয়ে খারাপ দেশগুলোর তালিকায় বাংলাদেশ

প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেটের সেন্সরশিপ ও নজরদারির বিচারে সবচেয়ে খারাপ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে।‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’নের বার্ষিক ‘ওয়েব ইনডেক্স’ রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় যাকে, সেই ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লী হুঁশিয়ারি দিয়েছেন যে ‘ক্রমবর্ধমান নজরদারি এবং সেন্সরশিপের’ কারণে ইন্টারনেটের গণতান্ত্রিক চরিত্র হুমকির মুখে।
‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’ শুক্রবার তাদের বার্ষিক ‘ওয়েব ইনডেক্স’ রিপোর্ট প্রকাশ করে। এই সূচক প্রকাশ করার সময় দেয়া বক্তৃতায় স্যার টিম বার্নার্স এই হুঁশিয়ারি দেন। এই সূচকে দেখা যাচ্ছে, বিশ্বের তিরিশ শতাংশ দেশে রাজনৈতিক বিষয় নিয়ে ইন্টারনেটে আলোচনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইন্টারনেটে নজরদারি এবং সেন্সরশিপের যে সূচক ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন’ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে এদিক থেকে সবচেয়ে খারাপ রেকর্ড হচ্ছে সৌদি আরবের। মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতার বিচারে এই সূচকে সৌদি আরবের স্কোর শূন্য। ভিয়েতনাম এবং চীনের অবস্থান এর পরেই।
এই সূচকে বাংলাদেশের অবস্থানও নজরদারি ও সেন্সরশিপের বিচারে সবচেয়ে খারাপ দেশগুলোর তালিকায়। বাংলাদেশের অবস্থান ২৬ নম্বরে। মুক্তচিন্তুা ও স্বাধীনতার বিচারে বাংলাদেশের স্কোর ৪০ দশমিক ৩ ।

ফেসবুক কি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে?

প্রযুক্তি ডেস্ক:
অল্প বয়সিদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার কম৷ তারা বরং অন্যান্য সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করছে৷ ফলে কারো কারো মনে প্রশ্ন জেগেছে, ফেসবুক কি তাহলে সত্যিকার অর্থেই বুড়ো হয়ে যাচ্ছে?
ফেসবুক বুড়ো হয়ে গেছে৷ অন্তত তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের আচরণ নিয়ে গবেষণারতরা তাই মনে করছে৷ ২০১৩ সালে ফেসবুকে খানিকটা সমস্যায়ও দেখা দেয়৷ আর তাহচ্ছে, ৩৫ বছরের কম বয়সিরা ফেসবুক ছেড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকছে৷ বিষয়টি জানিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ৷ বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড এবের্সম্যান অর্থনৈতিক পর্যবেক্ষকদের এক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন৷ শেয়ারবাজারেও ফেসবুক এখনো সুবিধা করতে পারেনি৷

শনিবার, ২৯ জুন, ২০১৩

৩০০ কোটি মানুষের ‘ওথ্রিবি’ ইন্টারনেট

প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেট দুনিয়াকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। এমন স্বপ্ন থেকেই ইন্টারনেটের সৃষ্টি। কিন্তু ব্যবসা আর দেশভিত্তিক সরকারি পরিকল্পনার বেড়াজালে ইন্টারনেট আজ সাধারণ মানুষের কাছে অধরা, দুর্গম। তবে এ সমস্যার স্থায়ী সমাধানে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সহজ সমাধান এনে দিতে পারে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

বাংলাদেশেই হচ্ছে বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক:
আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে হওয়া নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটে গেছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বাংলাদেশেই হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
শুক্রবার আইসিসির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ বৈঠকে তারা আইসিসিকে বোঝাতে সক্ষম হন যে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা ভেন্যু হস্তান্তর করতে পারবেন।
নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে  জানান, ‘সমস্যাটা আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, নির্ধারিত সময়ে ভেন্যু হস্তান্তর করতে পারবো।’

আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:
৩৮তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হওয়ার মর্যাদা লাভ করল আফগানিস্তান। চলমান বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ক্রিকেটে দারুণ অগ্রগতি হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে গত বছর মনোয়ন পেয়েছিল তারা।
এসিসির ওয়েবসাইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নূর মোহাম্মদ জানান,‘আফগানিস্তানই একমাত্র দেশ যে এত কম সময়ের মধ্যে সহযোগী সদস্যপদ পেল। ক্রিকেটের অগ্রগতিতে তাদের প্রচেষ্টার পুরস্কার এটি।’