শনিবার, ২৯ জুন, ২০১৩

৩০০ কোটি মানুষের ‘ওথ্রিবি’ ইন্টারনেট

প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেট দুনিয়াকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। এমন স্বপ্ন থেকেই ইন্টারনেটের সৃষ্টি। কিন্তু ব্যবসা আর দেশভিত্তিক সরকারি পরিকল্পনার বেড়াজালে ইন্টারনেট আজ সাধারণ মানুষের কাছে অধরা, দুর্গম। তবে এ সমস্যার স্থায়ী সমাধানে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সহজ সমাধান এনে দিতে পারে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

বাংলাদেশেই হচ্ছে বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক:
আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে হওয়া নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটে গেছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বাংলাদেশেই হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
শুক্রবার আইসিসির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ বৈঠকে তারা আইসিসিকে বোঝাতে সক্ষম হন যে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা ভেন্যু হস্তান্তর করতে পারবেন।
নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে  জানান, ‘সমস্যাটা আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, নির্ধারিত সময়ে ভেন্যু হস্তান্তর করতে পারবো।’

আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:
৩৮তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হওয়ার মর্যাদা লাভ করল আফগানিস্তান। চলমান বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ক্রিকেটে দারুণ অগ্রগতি হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে গত বছর মনোয়ন পেয়েছিল তারা।
এসিসির ওয়েবসাইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নূর মোহাম্মদ জানান,‘আফগানিস্তানই একমাত্র দেশ যে এত কম সময়ের মধ্যে সহযোগী সদস্যপদ পেল। ক্রিকেটের অগ্রগতিতে তাদের প্রচেষ্টার পুরস্কার এটি।’