শনিবার, ১ অক্টোবর, ২০১১

চীনে নকল হচ্ছে আইফোন!

Sahab Uddin:
চীনের সাংহাইয়ে বিপুলসংখ্যক নকল আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অ্যাপল ইনকরপোরেশনের উদ্ভাবিত স্মার্টফোন আইফোন ও ট্যাবলেট পিসি আইপ্যাড চীনে অসম্ভব জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোর নকল করার রমরমা ব্যবসা ফেঁদে বসেছেন। সম্প্রতি একটি ব্লগসাইটে একজন ব্লগার অভিযোগ করেছেন তিনি চীনের শিল্পশহর কুনমিংয়ে একটি নকল অ্যাপল বিক্রয়কেন্দ্রেরও সন্ধান জানেন।
পুলিশ জানিয়েছে, সাংহাইয়ে গ্রেপ্তারকৃত চক্র পুরোনো আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে নিজেরাই নকল আইফোন তৈরি করে আসছে। গত জুলাই মাসে পুলিশ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাংহাইয়ের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছিল। সেখান থেকে তখন প্রায় সাত লাখ ডলার মূল্যের আইফোনের যন্ত্রাংশ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চীনে প্রতিটি নকল আইফোন চার হাজার আরএমবিতে (চীনের মুদ্রা) বিক্রি হয়। এটি আসল আইফোনের প্রায় কাছাকাছি মূল্য। নকল আইফোন বিক্রি ও তৈরির অভিযোগে এমন একটা সময় এই গ্রেপ্তারের ঘটনা ঘটল, যখন অ্যাপল ইনকরপোরেশন আইফোনের নতুন সংস্করণ বাজারে নিয়ে আসার প্রস্তুতি শেষ করেছে। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ৪ অক্টোবরই আইফোনের নতুন সংস্করণ আইফোন-৫ বাজারে আনছে অ্যাপল। চীনেও আইফোনের নতুন সংস্করণ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। চীনে অযাপলের চারটি বিক্রয়কেন্দ্র আছে। এদের একটি বেইজিং ও বাকি তিনটি সাংহাইয়ে। ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন