বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

ভক্তরা চান...

বিনোদন ডেস্কঃ
কাটরিনা কাইফের সঙ্গে কয়েক বছর আগে যখন চুটিয়ে প্রেম করছিলেন। তখন অনেকেই আশা করেছিলেন এবার হয়তো থিতু হতে চলেছেন সালমান। তার প্রেমিকা হিসেবে কাটরিনাকে মনেও ধরেছিল ভক্তদের। কিন্তু এক সময় ভেঙ্গে গেল দু’জনের সম্পর্ক। তবে ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তারা ভাল বন্ধু। পর্দায়ও দু’জনে একসঙ্গে এলেই বক্সঅফিস একশো কোটির ব্যবসা নিয়ে নিশ্চিন্ত।

২৬ ডিসেম্বর চার্লস ব্যাবেজের ২২২তম জন্মদিন

প্রযুক্তি ডেস্ক:
১৭৯১ সালের ২৬ ডিসেম্বর ব্রিটেনে জন্ম গ্রহণ করেন ‘কম্পিউটার জনক’ বলে খ্যাত গণিতবিদ চার্লস ব্যাবেজ।
বাবা বেঞ্জামিন ব্যাবেজ ছিলেন ব্রিটন এস্টেট মালিকানাধীন ব্যাংকের অংশীদার। ধনী পিতার সন্তান হওয়ায় ব্যাবেজ গৃহশিক্ষকের কাছে ও বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন।
কিং এডওর্য়াড ষষ্ঠ গ্র্যামার স্কুল, হ্ল্মউড একাডেমী, ট্রিনিটি কলেজ, ১৮১০ সালে কেমব্রিজে যোগদান করেন। ১৮১২ সালে তিনি পেটেরহাউস, কেমব্রিজে স্থানান্তরিত হন।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

কম্পিউটার ক্রয়ের আগে অবশ্যই জেনে নেওয়া উচিৎ যে সব বিষয়


প্রযুক্তি ডেস্ক:
কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র, সেটা না বললেও চলবে। তাই সবারই ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার। কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন। আমি আজকে আপনাদের সেইরকম কিছু বিষয়ই জানাবো। কম্পিউটারের ব্যাপারে একেবারেই নতুন, এমন মানুষদের কথা মাথায় রেখেই পোস্টটা সহজ কথায় লেখার চেষ্টা করলাম, যারা সামনে কম্পিউটার ক্রয়ে আগ্রহী তাদের জন্য পোস্ট টা দারুণ উপকারী একটা পোস্ট।

কেন এরকম জায়গায় ক্লিক করবেন না ....


প্রযুক্তি ডেস্ক:
কিছু পেইজে এ-রমক লোভী লিং থাকে---এ থেকে সাবধান হউন।
এখানে ক্লিক করবেন না বা ক্লিক করলেও মোবাইল নং দিবেনা......
কেন এখানে ক্লিক করবেন না ....↓
→ আপনি যে আশায় এখানে ক্লিক করবেন বা মোবইল নং দিবেন তার আগে আপনার সব তথ্য নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে !
→ এটা কোন বাংলাদেশী সাইট নয়
→ প্রথমে মোবাইল নং চাইবে

ভারতে ফোর-জি মোবাইল সেবা চালু


প্রযুক্তি ডেস্ক:
ভারতে এই প্রথম চালু হলো চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল ফোন সেবা। আর এটা চালু হলো পশ্চিমবঙ্গ থেকেই। গত মঙ্গলবার এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী কপিল সিবাল। এই সেবা ভারতে প্রথম চালু করেছে বেসরকারি টেলিফোন সংস্থা এয়ারটেল। এর আগে ১৯৯৫ সালে ৩১ জুলাই কলকাতা থেকেই প্রথম দ্বিতীয় প্রজন্মের (টু-জি) সেবা চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

স্বচ্ছ ও নমনীয় চিপ!


প্রযুক্তি ডেস্ক:
প্রযুক্তির উৎকর্ষে এবার আসছে নতুন এক ধরনের চিপ। হাউস্টন রাইস বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম জৈব রসায়নবিদ জেমস এম ট্যুর সম্প্রতি একটি ক্ষুদ্র মেমোরি চিপ তৈরি করেছেন। এ চিপটি অত্যন্ত স্বচ্ছ ও নমনীয়। এটি অনেক বেশি ডেটা সংরক্ষণে রাখতে সক্ষম হবে। চিপটি পেনড্রাইভ, স্মার্টফোন ও কম্পিউটারের মধ্যে সহজেই প্রতিস্থাপন করা যাবে। শুধু তা-ই নয়, কম্পিউটারের তথ্যভান্ডারকে অনেক বেশি স্বচ্ছতা ও নমনীয়তা দেবে এ চিপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কাগজের মতো মুড়িয়ে বা ভাঁজ করে রাখা যাবে এ চিপ।

উইন্ডোজ এক্সপির ‘সাপোর্ট’-সুবিধা শেষ হচ্ছে


প্রযুক্তি ডেস্ক:
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সাপোর্ট-সুবিধা শেষ হচ্ছে। পার্সোনাল কম্পিউটারে ব্যবহূত এ সফটওয়্যারটির আনুষ্ঠানিক অফিসিয়াল সাপোর্ট-সুবিধা ২০১৪ সাল পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

কম্পিউটার ব্যবহারে সতর্ক থাকুন


প্রযুক্তি ডেস্ক:
কর্মস্থলের কম্পিউটার নাকি টয়লেটের চেয়েও বেশি জীবাণুযুক্ত। বিশ্বাস হচ্ছে না তো?
এ কথা কারও বিশ্বাসযোগ্য নয়, তবে গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। যারা কর্মক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করেন তাদের বিভিন্ন জীবাণু এবং রোগ বালাইয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
নতুনভাবে করা এই গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে ব্যবহৃত কম্পিউটারের মাউস টয়লেটের বসার স্থান থেকেও তিনগুণ বেশি নোংরা বা জীবাণুযুক্ত।

ক্লান্তি দূর করে পুদিনাপাতা


স্বাস্থ্য ডেস্ক:
পুদিনা খুবই উপকারী একটি উদ্ভিদ। আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকরি ভূমিকা পালন করে থাকে। পুদিনাপাতার ইংরেজি নাম মিন্ট।সালাদের বাটিতে এটি ভীষণ পরিচিত নাম। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ দ্বারা পরিপূর্ণ পুদিনাপাতা। এর দ্বারা ক্লান্তি ও অবসাদ দূর হয়। এছাড়া পুদিনাপাতায় আছে নানা গুণ।
অতিরিক্ত গরমে ছোট-বড় প্রায় সবারই খাবারে বদহজম বা ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা যায়। এই পাতা পেটের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে খাবার হজমে সাহায্য করে।

শুক্রবার, ২ মার্চ, ২০১২

প্যারাসিটামল শারীরিক ও মানসিক রোগের প্রতিকারক

মো: শাহাব উদ্দিন
নতুন এক গবেষণায় দেখা গেছে প্যরাসিটামল শুধু শারীরিক ব্যথাই উপশম করে না পাশাপাশি মানসিক যন্ত্রনা থেকেও মুক্তি দেয়। স্নায়ু বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেন যে, মানুষের মস্তিষ্কের যে জায়গা থেকে বিভিন্ন শারীরিক ব্যথার সৃষ্টি হয় ঠিক সেই জায়গা থেকেই সৃষ্টি হয় মানসিক যন্ত্রনা। তাই উভয় যন্ত্রনার জন্য উপশম হিসেবে ব্যবহার করা যেতে পারে প্যারাসিটামল। তারা আরেও দেখেন, কেউ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলে প্যারাসিটামল উপশম হিসেবে কাজ করে। ক্যালির্ফোনিয়া ইউনির্ভাসিটি ৬২ জন মানুষের উপর তিন সপ্তাহের এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে গবেষকরা।

মাকড়সা সাপও খায়

মো: শাহাব উদ্দিন
নিজ দেহ থেকে কয়েকগুণ বড় সাপকে জালে পেঁচিয়ে আহার হিসেবে গ্রহণ করে আফ্রিকার বিশেষ এক প্রজাতির মাকড়সা।
লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামের মাকড়সা বিশেষজ্ঞ লিয়ন লটস ডেইলি মেইলকে জানান, আফ্রিকা অঞ্চলের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সারা তাদের দেহের চেয়ে কয়েকগুণ বড় শিকারকে সহজেই তাদের জালে আটকে ফেলতে পারে।

রুটির জন্য যুদ্ধ!

মো: শাহাব উদ্দিন
সিরিয়ার আল-কুসাইর শহরের অধিবাসীরা যুদ্ধ করছে একটি রুটির জন্য। বাইরে তুষারপাত, কনকনে ঠান্ডা বাতাস। সব উপেক্ষা করে রুটি কেনার জন্য ওই শহরের একটি দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা।
রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়াতে চলমান অস্থিরতার কারণে শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। তবে ওই দোকানটিই শুধু খোলা থাকে। তাও আবার সকালে মাত্র দুই ঘণ্টার জন্য।

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

কম বয়সে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ভারতে

কম বয়সে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৭৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর বয়স ৩৫ বছরের নিচে।একইভাবে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষণা প্রতিষ্ঠান কমস্কো এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে। জরিপ বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্ঞান এম ফুলগনি জানান, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর ৫২ ভাগই তরুণ।

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়ার সম্মান পেলো কাতার। আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ১৮২টি দেশে সমীক্ষা চালিয়ে ধনবান দেশের যে তালিকা তৈরি করে তাতে পয়লা নম্বরে আছে মধ্যপ্রাচ্যের প্রায় ১৭ লক্ষ জনসংখ্যার এই দেশ। তৈল ভান্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্যেই কাতারের ভাগ্যে এই সম্মান জুটল।
দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কিছু বছর ধরেই সামনের সারিতে আছে।

কাছাকাছি দুই খান

মো: শাহাব উদ্দিন
দা-কুমড়া সম্পর্ক, তো তাকে কি? সময় বদলাচ্ছে, দিন দিন কাছে আসছেন দুই খান। ‘ঘনিষ্ঠ’ শত্রু শাহরুখ আর সালমানের মাঝে এখন কয়েক গজের দুরত্ব মাত্র! হয়তো সময়ের ব্যবধানে এই দূরত্বটুকুও মুছে যাবে।
সূত্র জানিয়েছে, খুব শিগগিরি সালমান-শাহরুখের খুব কাছের প্রতিবেশী হতে যাচ্ছেন। সাল্লু মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে নতুন একটি ফ্ল্যাট কিনেছেন। নয় হাজার ৭৬৩ বর্গফুটের এ ফ্ল্যাটের দাম পড়েছে ৩২ কোটি রুপি।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

২৫ ফেব্রুয়ারি: যেদিন শ্রেষ্ঠ সন্তানদের হারায় দেশ

পড়ার ঘরসহ পুরো বাড়িজুড়ে তাঁর চিরাচরিত উজ্জ্বল বিচরণ আমার চোখে চিরভাস্বর হয়ে আছে। আমার বড় ভাই শহীদ কর্নেল মুজিবের কথা বলছি, তাঁর চিত্তহারী আচরণ আমার মতো অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর অনেক তরুণ সহকর্মী আমাকে বলেছেন তিনি কত গভীরভাবে তাঁদের সবার জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেদিনই তাঁর এক সহকর্মী বললেন, “আমাদের প্রতি স্যারের সম্মানবোধ ও যত্মশীলতা ছিল এমন, তাঁর সঙ্গে কথা বললে নিজেকে অনেক বড় মনে হতো, মনে হতো আকাশছোঁয়ার জন্য আমাদের জন্ম।” তাঁর আকর্ষণীয় বাচনভঙ্গি এবং দেশের প্রতি ভালোবাসা সবসময়ই আমাকে বিমোহিত ও মুগ্ধ করত। আমি তাঁর কাছেই দেশপ্রেম শিখেছি। শুধু কর্নেল মুজিবই নন, আমাদের ৫৭ জন বীর সেনানী শহীদ ভাইয়েরে, যারা ছিলেন জাতরি শ্রেষ্ঠ সন্তান, তাঁরা তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন, আমাদের দেশপ্রেম শিখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাঁদের অনেককেই চিনতাম।

বিশ্বসেরা সংবাদ চ্যানেল আল জাজিরা

মো: শাহাব উদ্দিন
বিবিসি ও স্কাই নিউজের মতো নামকরা আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলে বিশ্বসেরা সংবাদ টেলিভিশনের মর্যাদা পেলো কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী আল জাজিরা ইংলিশ। রয়েল টেলিভিশন সোসাইটি আল জাজিরাকে ২০১১ সালের বিশ্বসেরা সংবাদ চ্যানেল নির্বাচন করেছে।
সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশনের জন্য প্রতিবছর বিশ্বের সেরা চ্যানেলকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এ বছর এই সম্মাননা পেলো আল জাজিরা ইংলিশ।
২০১১ সালে ‘আরব-বসন্ত’ নামে আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাপ্রবাহের অসাধারণ কাভারেজ দেয়ায় এরই মধ্যে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এর পাশাপাশি চ্যানেলটি লিবিয়ার গৃহযুদ্ধের ওপরও সবার আগে সবচেয়ে বেশি সংবাদ সরবরাহের কৃতিত্ব দেখিয়েছে। লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ধরা পড়া ও নিহত হওয়ার খবর ও ছবি সবার আগে বিশ্ববাসীকে আল জাজিরাই দিয়েছিল।

ডিম খান ঘুম তাড়ান

মো: শাহাব উদ্দিন
সারাদিন কাজের ফাঁকে প্রায়ই ক্লান্তি চলে আসে, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কেউ ঘন ঘন চা খান, কেউ কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেন। কিন্তু দিনের শুরুতেই সেই তন্দ্রা ও ক্লান্তি আমাদের ওপর ভর করার আগেই তা কাটিয়ে নেয়া যাবে-শুধু ডিম খেয়ে।
সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক এই তথ্যটি জানান। তাদের নতুন গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশে এমন এক ধরনের প্রোটিন আছে যা আমাদের দিনভর সতেজ রাখে এবং ক্লান্তি ও তন্দ্রাকে দূরে রাখে।

গোপনীয়তা রক্ষায় অনলাইনে ‘ওয়ান ক্লিক’ প্রকল্প হোয়াইট হাউসের

মো: শাহাব উদ্দিন
ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি নতুন প্রস্তাব এনেছে হোয়াইট হাউস৷ খুব সহজেই যাতে একজন ব্যবহারকারী নিজের গোপনীয়তা রক্ষা করতে পারেন, সেজন্য এক ‘ওয়ান ক্লিক’ সমাধান চালু করার চেষ্টা চলছে৷
অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা বা তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে৷ সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব বিষয় ইন্টারনেটে খোঁজ করে কিংবা যেসব বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, সেগুলো অনেক সার্চ ইঞ্জিন গোপনে সংরক্ষণ করে৷ এরপর ভোক্তার এসব পছন্দ-অপছন্দের বিষয় মাথায় রেখে সাজানো হয় অনলাইন বিজ্ঞাপন৷ দেখা গেল, আপনি গুগলে গাড়ি কেনার জন্য কিছু বিষয় খুঁজলেন৷ এরপর দেখবেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করলে, সেখানে যেসব বিজ্ঞাপনের ব্যানার ঝুলছে, সেগুলোতে গাড়ির বিজ্ঞাপন৷ অনেক সময় আপনার মেলবক্সেও হাজির হয় গাড়ির বিভিন্ন বিজ্ঞাপন৷
অনেক হয়ত এসব বিষয়কে কাকতালীয় মনে করেন৷ কিন্তু পেছনে আসলে পুরোটাই ইন্টারনেট প্রযুক্তির খেলা৷ আপনি যখন কোনো বিষয় কোন সার্চ ইঞ্জিনে খুঁজছেন, তখন সেই সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলোকে জমা করছে৷ এরপর সেই অনুযায়ী, বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে৷

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

প্রসঙ্গ ‘সাইবার যুদ্ধ’

প্রযুক্তি ডেস্ক
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ও ভারতের হাজার হাজার ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বাংলাদেশের হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে দাবি করেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধে তাদের এ উদ্যোগ এবং এরই মধ্যে তারা ভারতের ২৬ হাজার ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ছে হ্যাকাররা। এ পরিস্থিতিতে সর্বত্র চলছে তুমুল আলোচনা। হ্যাকিং নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ব্লগে।
বাংলাদেশের ‘বাংলাদেশ ব্যাক হ্যাট হ্যাকার্স’ নামক দলটি গত মঙ্গলবার দাবি করেছে তারা এরই মধ্যে ভারতের ২০ হাজার ওয়েবসাইটের ওপর আক্রমণ চালিয়েছে। এ দাবির সত্যতা পাওয়া গেছে, ভারতের হায়দরাবাদ-ভিত্তিক ইংরেজি ভাষার দৈনিক ক্রনিকল প্রকাশিত এক সংবাদে।

সারা দেশে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

মো: শাহাব উদ্দিন
অনলাইনে বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ ‘বাংলা উইকিপিডিয়া’ (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে সারা দেশের উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যার আন্দোলনের কর্মীরা গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, খুলনা, দিনাজপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীতে সমাবেশের আয়োজন করে।
ঢাকার বাংলা একাডেমীর বইমেলার মূল প্রবেশদ্বারের সামনে টিএসসিতে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্য স্থানে শহীদ মিনারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

৫০ কোটির দ্বারপ্রান্তে টুইটার!

মো: শাহাব উদ্দিন
৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁবার দ্বারপ্রান্তে মাইক্রো ব্লগ টুইটার। আজই ব্যবহারকারীর হিসেবে এ মাইলফলক পেরিয়ে যেতে পারে টুইটার। টুইটার বিশ্লেষক প্রতিষ্ঠান টুপচার্টের বরাতে টেলিগ্রাফ অনলাইন এ তথ্য জানিয়েছে।
এদিকে টুইটারের এক কর্মকর্তার বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, টুইটারে অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫০ কোটির কাছাকাছি হলেও সক্রিয় টুইটার ব্যবহারকারী সংখ্যা এ তুলনায় কম। তৃতীয় পক্ষের হিসেব করা ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য টুইটার গ্রহণ করবে না। টুইটারের কাছে সক্রিয় টুইটার ব্যবহারকারীর সংখ্যাটিই আসল মাইলফলক। তবে, এ সংখ্যা টুইটার প্রকাশ করতে চায় না।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

ফ্রি একাউন্ট খুলে আয় করুন,প্রতিদিন ৭ ডলার.।।

Technology:
ইন্টারনেটে আয় করার অনেক সাইট আছে। কিন্তু কোনটির আয় করার পদ্ধতি কিরকম তার বিস্তারিত আমরা অনেকেই এখনো ভালভাবে জানিনা। তবে এটা সত্য যে আমরা যদি অনলাইন থেকে আয়ের ব্যাপারে একটু সতর্ক হই এবং ভালভাবে জ্ঞান লাভ করি তবে আমরা প্রত্যেকেই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যাহা আমাদের ব্যক্তি এবং রাষ্ট্র দুটি ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। বিভিন্ন প্রকার কাজের মধ্যে ইন্টারনেট থেকে আয়ের সবচেয়ে সহজ কাজটির নাম হল PTC (paid to click)। আজ আমি আপনাদের যে সাইট সম্পেরকে বলব সাটা Richptc.
এই সাইটটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। কেননা এ সাইট থেকে টাকা উপার্জন করেছে এরকম আনেক বাংলাদেশী সদস্য খুজেঁ পাওয়া গেছে তাদের ফোরামে। আমি নিজেও এই সাইটের একজন নিয়মিত সদস্য।

আয় করুন ফেসবুকে পেজ লাইক করে

Technology:
কিছুদিন আগে একটা ওয়েবসাইটের খবর পেলাম যেখানে নাকি ফেসবুকে পেজ লাইক করে আয় করা সম্ভন ।আমি নিজেও প্রথমে বিসশাস করিনি কিন্তু আজকে আমি নিজেই এখান থেকে পেমেন্ট পেয়েছি ।
আমি যে সিয়াটের কথা বলছি সেটা হল রয়লকোলাইক্স । এখানে সাইন আপ করার পরে আপনাকে কিছু পেজ দেয়া হবে সেগুলো আপনাকে লাইক করতে হবে । প্রতিদিন ১০-১৫ টা পেজ পাবেন । সবগুলো পেজ লাইক দিতে ৩-৫ মিনিটের বেশি লাগার কথা না ।প্রতি পেজ লাইক দেয়ার জন্য পাবেন ০.০১ মানে ১ সেন্ট । শুধু এখানেই শেষ নয় আরো আছে রেফারার ব্যাবস্থা । আপনার রেফার লিংকে কেউ সাইন আপ করলে আপনি তার আয়ের ৫% পাবেন ।
এই সাইট থেকে আপনি প্রতিমাসে মিনিমাম ১০ ডলার আয় করতে পারবেন । ধরুন আপনি প্রতিদিন ১০ টা পেজ লাইক দিয়ে ১০ সেন্ট পেলেন । তাহলে মাসে আয় হবে ০.১০*৩০=৩.০ মানে ৩০ ডলার । আর আপনার মনে করুন ৫০ জন রেফার আছে ।

ইন্টারনেট থেকে সহজে আয় করুন (নতুনদের জন্য)

Technology:
প্রথমেই সকল ব্লগার ভাই/বোন দের জানাই আসসালামু আলাইকুম। এই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। তাই কাঁপা-কাঁপা হাতে লেখা শুরু করলাম। এই পোস্টটি মূলত নতুনদের জন্য। পুরাতন যারা আছেন তারা ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকদিন হল এই সাইট এর সাথে আছি, কিন্তু অলসতার জন্য পোস্ট করা হয়ে ওঠেনি। যাই হোক, ঘ্যান-ঘ্যান বাদ দিয়ে এবার কাজের কথায় আসি।
আপনারা যারা এই পোস্ট টি পড়ছেন তারা অবশ্যই ইন্টারনেট ইউজ করছেন। আর প্রথম আলো ব্লগ রজনীকান্তের ওয়েবসাইট না যেটা ইন্টারনেট ছাড়াই (!) ব্রাউজ করা যাবে (যারা জানেন না তারা একবার রজনীকান্তের ওয়েবসাইটে ঢুঁ মেরে আস্তে পারেন)। তো আমি যা বলতে চাচ্ছি তা হল আমরা সবাই “ইনটারনেট থেকে আয়” কথাটার সাথে পরিচিত। অনলাইনে ইনকাম করার জন্য সবাই আজকাল উঠেপড়ে লেগেছে।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

নিরাপদে বিনিময় হচ্ছে মাদক-অস্ত্র-পর্ণোগ্রাফি ইন্টারনেটের অন্ধকার জগৎ ‘ডার্ক ওয়েব’

মো: শাহাব উদ্দিন
বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ও বহুমাত্রিক প্রযুক্তির নাম বোধ হয় ইন্টারনেট। এর কল্যাণে সারা পৃথিবী এখন চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। বিশ্বের যে কোনো দেশ থেকে একটি মাত্র ক্লিকে চোখের সামনে খুলে যাচ্ছে বিশ্বের তাবৎ খবরাখবর।
কিন্তু বিজ্ঞানের এই আশীর্বাদকেও অপব্যবহার করতে ছাড়েনি অপরাধী চক্র। তাই জরুরি ও প্রয়োজনীয় কাজে ব্যাবহৃত নিয়মিত ইন্টারনেট সার্চারদের বাইরেও গড়ে উঠেছে একটি গোপন অনলাইন জগৎ। যাকে প্রযুক্তিবিদরা নাম দিয়েছেন ‘ডার্ক ওয়েব ওয়ার্ল্ড’ বা অন্ধকার ওয়েব জগৎ। এ জগৎকে আরও কিছু নামে যাকা হয়, যেমন ডিপ ওয়েব, ডিপ নেট, দি ইনভিজিবল ওয়েব প্রভৃতি।

ম্যালওয়্যার মুক্ত পিসির জন্য

মো: শাহাব উদ্দিন
আপনার পিসিটি কি আজকাল খুব ধীরে চলছে? কোনো কিছু ওপেন করতে গেলে নানারকম পপ-আপ চলে আসছে? কিংবা ব্রাউজারটি অল্পতেই হ্যাং করছে? এগুলো সবই ভাইরাস, স্পাইওয়্যার অথবা অন্য কোনো অনিষ্টকারী সফটওয়্যার দ্বারা আপনার পিসিটি আক্রান্ত হওয়ার লক্ষণ। অনেক সময় হার্ডওয়্যারের কারণেও এসব সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনার পিসিতে কোনো অনিষ্টকারী সফটওয়্যার রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা বুদ্ধিমানের কাজ। কিন্তু কীভাবে আপনি তা করবেন?
সেফ মোডে প্রবেশ করুন
প্রথমে আপনার পিসিটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন। যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেম পুরোপুরি ভাইরাসমুক্ত না হচ্ছে, ততক্ষণ সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

আত্মহত্যা বন্ধে ফেসবুক!

মো: শাহাব উদ্দিন
আত্মহত্যা করার কথা ভাবছেন এমন ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে ফেসবুক। বিশেষ বাটনে ক্লিক করে নিজের সমস্যা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে। এই যোগাযোগ প্রক্রিয়া একেবারে ব্যক্তিগত পর্যায়ের। উল্লেখ্য, আমেরিকায় দৈনিক গড়ে প্রায় ১০০ জন আত্মহত্যা করে।
বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি অনেক দিক দিয়ে উপকার করবে। প্রথমত কোন সময় সাহায্য দরকার সে নিয়ে ভাবতে হবে না। যে কোনো মুহূর্তেই যোগাযোগ করা যাবে। দ্বিতীয়ত, বিপদগ্রস্ত ব্যক্তি আলাপের জন্য তুলনামূলক সহজ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন। অনেকেই টেলিফোনে আলাপের চেয়ে লিখে জানাতে (টেক্সট চ্যাট) বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফেসবুকের মতো সাইট বানালো ১৪ বছরের বালক

মো: শাহাব উদ্দিন
১৪ বছর বয়সী এক বালক তৈরি করেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। ভারতের পুনের অধিবাসী ভিগনেশ সুন্দরাজান নামে এই বালক অষ্টম শ্রেণীর ছাত্র। এই বছরের জানুয়ারির একুশ তারিখ ভিগনেশ চালু করে তার নিজের তৈরি করা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট zettaconnect.co.in যা সেজেছে ফেসবুকের মতই অনেকগুলো আকর্ষণীয় ফিচারে।

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২

৪৫ মেগাবাইট ইন্টারনেট ফিরি ব্যবহার করুন

মো: শাহাব উদ্দিন
বর্তমানে নেটের যুগে আমরা কত কি না ফ্রি ব্যবহার করছি। পিসিতে যত রকম সফটওয়্যার আমরা ব্যবহার করি তার প্রায় সবই ফ্রি। কিন্তু ইন্টারনেট চালাতে হলে টাকা খরচ করতে হয়। কিন্তু সেই ইন্টারনেট যদি ফ্রি ব্যবহার করা যায় তাহলে খারাপ কি? ফ্রি এই সুযোগ ব্যবহার করা যাবে শুধু মাত্র গ্রামীণ ফোন দিয়ে। যদি আপনার থাকে নেট সাপোর্টেড মোবাইল এবং একটি জিপি সিম। ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন click এবং পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নম্বরে তার পর ফ্রি নেট ব্যবহার করুন ৪৫ মেগাবাইট একদম ফ্রি বিনে পয়সায়।..

নয় বছর বয়সে দেবতার সংগে বিয়ে!

মো: শাহাব উদ্দিন
নয় বছর বয়সী ভিন্তুনা আজ খুব সেজেছে। লাল জমিনে সোনালি কাজ করা শাড়ি আর গয়না পরে বধূবেশে বসে আছে সে। তার চোখে-মুখে আনন্দ আর উত্তেজনা। তবে শুধু ভিন্তুনা নয়। তার বয়সী অনেকেই তৈরি হয়েছে এই সাজে। তারা প্রত্যেকেই অপেক্ষা করছে একটি বিশেষ মুহূর্তের। দেবতার সঙ্গে বিয়েতে বসতেই তাদের এত আয়োজন।
নিওয়ার সম্প্রদায় অধ্যুষিত নেপালের কাঠমান্ডু উপত্যকায় একটি প্রাচীন ধর্মীয় রীতি হলো বিষ্ণু দেবতার সঙ্গে মেয়েদের বিয়ে দেওয়া। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর আগেই তাদেরকে এই বিয়ের পিঁড়িতে বসতে হয়। আর এ জন্য তারা বেছে নেয় ফেব্রুয়ারি মাস।

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

দক্ষিণ আফ্রিকার বনে নতুন টারজান

মো: শাহাব উদ্দিন
প্রিয় সঙ্গী হাতিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বনবাদাড় চষে বেড়াচ্ছেন নতুন এক টারজান। ঝুলে বেড়াচ্ছেন এক গাছ থেকে আরেক গাছে। খাচ্ছেন ফলমূল আর পোকামাকড়। পরে আছেন সিংহের চামড়ার কৌপিণ।
গল্পের চরিত্র নয় বাস্তবের এই টারজান চার বছর আগেও ছিলেন আধুনিক সমাজের একজন মানুষ। তাঁর নাম ডিওয়েট ডু টয়ট। ২৪ বছর বয়সী এই যুবক ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সুপার মার্কেটের নিরাপত্তাপ্রহরী।
ডু টয়ট বড় হয়েছেন আফ্রিকার দেশ নামিবিয়ায়। তাঁর বাবার কাছে বিখ্যাত মার্কিন লেখক এডগার রাইস বারোজের লেখা টারজানের বিভিন্ন বইয়ের একটি বড় সংগ্রহ ছিল।

১০০ কোটি ডলারের পাবলিক লিমিটেড হচ্ছে ফেসবুক

 মো: শাহাব উদ্দিন
তুমুল জনপ্রিয়তায় ইতিমধ্যেই অনন্য উচ্চতায় পৌঁছেছে অনলাইন দুনিয়ার সামাজিক বন্ধন গড়ে তোলার সবচেয়ে বড় মঞ্চ ফেসবুক। দিন ‍দিন এই বন্ধনের বিস্তৃতি যেমন বাড়ছে সেই সাথে বাড়ছে নানা ধরনের পরিষেবা। সমান তালে বৃদ্ধি পাচ্ছে অথনৈতিক প্রবিদ্ধও।
মুনাফা অর্জনের সক্ষমতায় ফেসবুক এখন রচনা করছে নতুন আরেকটি ইতিহাস। ধারাবহিক সফলতার

ফ্রিজ কথা বলবে, ওভেন তা শুনবে!

মো: শাহাব উদ্দিন
স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’। এর মানে হলো ঘরে ব্যবহারের জিনিসপত্র যদি বুদ্ধিমান হয় তাহলে জীবনটা আরেকটু সহজ হয়ে যায়৷ ব্যাপারটা আলোচিত হচ্ছে বহুদিন ধরেই৷ এবার বাস্তবায়নের পালা৷
ধরুন, আপনি অফিসে৷ এমন সময় কেউ একজন ফোন করে রাতে আপনার অতিথি হতে চাইলো৷ কিন্তু হয়তো আপনি কাজে এতোটাই ব্যস্ত যে অতিথিকে আপ্যায়ন করার মতো যথেষ্ট সময় নেই৷ এই পরিস্থিতিতে আপনাকে সহায়তা করতে

পাখির মতো গাইবে ইঁদুর!

মো: শাহাব উদ্দিন
জাপানি বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের জেনেটিকালি মডিফাইড ইঁদুরের জন্ম দিয়েছে যা গান গায় পাখির মতো মিষ্টি সুরে। পাখির মতো করেই তারা শব্দ করে, ডাকে, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। সেই গান গাওয়া ইঁদুরের নাম দেয়া হয়েছে ‘টুইটিং মাউস’।
জাপানের ইউনিভার্সিটি অফ ওসাকার একদল গবেষক ইঁদুর এবং পাখির মধ্যে কিছু ডিএনএ অদল-বদল করে তাদের জেনেটিকালি মডিফাইড করে। এরপর সেই সব জেনেটিকালি মডিফাইড ইঁদুরের ভ্রুণ থেকে জন্ম নেয় কয়েকটি ইঁদুর ছানা।

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

ভারতের সেনাবাহিনীতে ফেসবুক নিষিদ্ধ

মো: শাহাব উদ্দিন
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সকল সদস্যকে সামাজিক যোগাযোগের সব সাইট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এতে খুব দ্রুত সামাজিক যোগাযোগের সাইটগুলো থেকে তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। আর যারা এরকম কোন সাইটে নেই তাদের যোগ না দিতে বলা হয়। এতে ফেসবুক, গুগল প্ল্যানে, ওরকাটসহ সব সাইটের কথা উল্লেখ করা হয়েছে। সেনা সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই উদ্যোগ নেয়া হয়। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে সেনা কর্তৃপক্ষ থেকে তাদের সদস্যদের সামাজিক যোগাযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা ইউনিফর্মসহ ও ইউনিফর্ম ছাড়া কেমন পোস্টিং দিচ্ছে। অস্ত্রসহ প্রদর্শিত হচ্ছে কিনা? তারপরই তারা সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার নিষেধ করার সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, সব পদমর্যাদার জন্যই এই নিয়ম অনুসৃত হবে।

আসছে ‘বালাম ৪’

 মো: শাহাব উদ্দিন
শেষ পর্যন্ত বালামের নতুন একক অ্যালবামটি বের হতে যাচ্ছে এবারের বিশ্ব ভালবাসা দিবসে। এ অ্যালবামটির নাম দেয়া হয়েছে ‘বালাম ৪’। বালাম জানিয়েছেন, রোমান্টিক, স্যাড মেলোডিয়াস ও সুন্দর কথার গানসমৃদ্ধ এ অ্যালবামটি ভালবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নিজস্ব গানের স্বতন্ত্র আঙ্গিক তৈরির মাধ্যমে সুপরিচিতি পান। তার আগের অ্যালবামগুলোর মধ্যে ‘বালাম’ ও ‘বালাম-২’ পায় ব্যাপক সাফল্য। কিন্তু তৃতীয় অ্যালবাম দুর্ভাগ্যজনকভাবে অডিও বাজারে খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি।

ফেসবুকের মামলা

মো: শাহাব উদ্দিন
চাতুর্য্য আর মিথ্যা স্বপ্ন বুনে স্প্যাম ছড়ানোর দায়ে অ্যাসেন্ড মিডিয়া নামের একটি বিপনন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সামাজিক নেটওয়ার্ক দৈত্য ফেসবুক। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ক্লিকজ্যাকিং’ চালিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত হবার পরও মুখে কুলুপ এঁটে রয়েছে প্রতিষ্ঠানটি।      
ফেসবুকে কোনো পোস্ট না দিয়েও ‘লাইক’ অপশনের মাধ্যমে যে মন্তব্য করা হয় তা মন্তব্যপ্রাপ্ত ফেসবুক ব্যবহারকারীর বিনা অনুমতিতেই তার হোমপেজে ‘লাইকড’ হিসেবে দেখায়। অবশ্য এই লাইক অপশনটি ব্যবহারকারীকে অন্য সাইটে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু এই লাইক অপশনটি দিয়ে স্প্যাম ছড়ানোর অপচেষ্টা করেছে অ্যাসেন্ড।

ব্লক করা টুইট দেখা যাবে অন্য দেশে

মো: শাহাব উদ্দিন
ব্লক করা টুইট প্রকাশে নতুন প্রযুক্তি ব্যবহার করছে মাইক্রব্লগ টুইটার। স্থানীয় বিধিনিষেধ আরোপের কারণে ব্লগ থেকে আপত্তিকর টুইট ব্লক করা হলেও তা টুইটার থেকে যেন একবারেই হারিয়ে না যায় সে জন্য নতুন এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে আজ থেকে সুনির্দিষ্ট কোনো দেশের মুছে ফেলা টুইটটি বিশ্বের বাকি সব দেশেই প্রদর্শিত হবে বলে জানা গেছে।
শুক্রবার টুইটারের এক ব্লগ পোস্টে এসব তথ্য জানানো হয়। ‘টুইট চলবেই’ (টুইট মাস্ট ফ্ল) শিরোনামের ওই দাপ্তরিক ব্লগ পোস্টে বলা হয়েছে, “আজ থেকে আমরা দেশভিত্তিক বেছে বেছে টুইট ব্লগ ব্যবস্থা চালু করছি। ফলে এখন থেকে টুইটারের কোনো কন্টেন্ট মুছে ফেলা হলেও তা কেবল ওই টুইট পোস্ট করা ব্যক্তির দেশেই অপ্রদর্শিত থকবে।

৪০০ হাজতবাসীর পাশে সালমান

মো: শাহাব উদ্দিন
বলিউডের ‘দাবাং খান’ সালমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের ৪০০ হাজতবাসীর দিকে। তিনি তাদের কারাবাসের অবসান ঘটাবেন।
সালমান তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ থেকে উদ্যোগ নিয়েছেন, যেসব অপরাধী তাদের কারাদণ্ড ভোগের পরও, অর্থদণ্ডের অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দীর্ঘদিন ধরে বন্দী জীবন কাটাচ্ছেন তাদের মুক্ত করার। এই লক্ষে সালমান ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছেন। যাতে তিনি উল্লেখ করেছেন, তার প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ সেই সব বন্দীর হয়ে অর্থদণ্ডের অর্থ পরিশোধ করবেন যারা দরিদ্রতার কারণে এতোদিন জেল খেটেছেন। সালমান তাদের জন্য ৪০ লাখ রুপি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন বলে ওই আবেদনে উল্লেখ করেছেন।

৪০ লাখ রুপির বিয়ের হার বেবোর

 মো: শাহাব উদ্দিন
বিয়ের সময় মনে হয় এবার ঘনিয়েই এসেছে। কাপুর আর খান বাড়ির ব্যস্ততা দেখে তো তা-ই বোঝা যাচ্ছে। কারণ, ‘এজেন্ট বিনোদ’ ছবির প্রমো মুক্তির পর থেকেই কারিনা চুপি চুপি নিতে শুরু করেছেন বিয়ের প্রস্তুতি। তার অংশ হিসেবেই বেবো ৪০ লাখ রুপির একটি রাজকীয় হার বানানোর অর্ডার দিয়েছেন।
ভারতের রাজকোটের একটি গয়নার দোকানে বেবো তার ওই জড়োয়া হার তৈরির অর্ডার দিয়েছেন। চোখধাঁধানো ওই হার তৈরির জন্য ডিজাইনও চূড়ান্ত করেছেন তিনি। ওই গয়নার দোকানের একটি সূত্র জানায়, হবু নবাব বধূ যে হারের অর্ডার দিয়েছেন তা সাধারণ হার থেকে একদমই আলাদা। 

পাকিস্তানের অবিশ্বাস্য টেস্ট জয় ফার্স্ট বয়রা অলআউট ৭২ রানে

মো: শাহাব উদ্দিন
তিন টেস্ট সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডকে পরপর দুই ম্যাচে পরাজিত করে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আবুধাবির স্পিনযুদ্ধে জয়ী হয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকেনি সিরিজ জিতে নিয়েছে তারা। প্রথম টেস্টে ১০ উইকেটে পরাজয়ের পর এবার ইংলিশরা পাকিস্তানের কাছে হারল ৭২ রানে।
ম্যাচটা ছিল একান্তভাবেই স্পিনারদের। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৫৭ রানে আটকে ফেলার কৃতিত্বটা নিঃসন্দেহে ইংলিশ স্পিনার সোয়ান-পানেসারের। এরপর কুক-ট্রট-ব্রডের হাফ সেঞ্চুরির পরও মাত্র ৩২৭ রানে ইংল্যান্ডকে আটকে দেন প্রথম টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক অফ স্পিনার সাঈদ আজমল।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

আবারও ফেসবুক অচলের হুমকি!(ভিডিও)

 মো: শাহাব উদ্দিন
২৮ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক অচল করে দেওয়া হবে সম্প্রতি এমন হুমকি দিয়ে একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। ভিডিওতে হুমকিদাতার পরিচয় হিসেবে আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কথা বলা হয়েছে।
ভিডিওটিতে বলা হয়েছে, ‘ফেসবুকের ৬০ হাজার সার্ভার থাকা সত্ত্বেও এই সাইটটি অচল করে দেওয়া সম্ভব।’

প্রতিদিন ইউটিউব দেখা হয় ৪০০ কোটিবার!

মো: শাহাব উদ্দিন
সার্চ জায়ান্ট গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে প্রতিদিন ভিডিও দেখা হয় ৪০ কোটিবার। গুগলের দেওয়া তথ্য অনুসারে, গত ৮ মাসে ভিডিও দেখার হার ২৫ শতাংশ বেড়ে গেছে।
কম্পিউটার প্ল্যাটফর্ম ছাড়াও স্মার্টফোন এবং টেলিভিশন প্ল্যাটফর্মে ইউটিউব সার্ভিসটির ব্যবহার যোগ হওয়ায় এবং পেশাদার বিভিন্ন কনটেন্ট যোগ হওয়ায় ভিডিও দেখার হার বেড়েছে বলেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাসওয়ার্ডের ব্যাপারে সতর্ক থাকুন..

মো: শাহাব উদ্দিন
অনলাইনে কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থেকে শুরু করে কম্পিউটারে ঢোজার ক্ষেত্রে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয় অনেককেই।নিরাপত্তার জন্য পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ। তবে সেটি হতে হবে শক্তিশালী।যেকোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি, যদি পাসওয়ার্ডটা শক্তিশালী না হয়। পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন।

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

রজনিকান্তের ওয়েবসাইট চলে ইন্টারনেট ছাড়াই!

মো: শাহাব উদ্দিন
বলিউডের অভিনেতা হিসেবে ‘রোবট’খ্যাত রজনিকান্তের নানাবিধ ক্ষমতার কথা তো সবাই-ই শুনেছেন, এবার সেই ক্ষমতা ছড়িয়ে গেল ইন্টারনেটেও। সম্প্রতি রজনিকান্তকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা দেখা যাচ্ছে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই!
রজনিকান্তের অস্বাভাবিক সব ক্ষমতা নিয়ে কৌতুক প্রচলিত থাকলেও এই ইন্টারনেটবিহীন ওয়েবসাইট নিতান্ত কৌতুক নয়।

অ্যাকাউন্ট খোলায় বাধ্যতামূলক হচ্ছে গুগল প্লাস

মো: শাহাব উদ্দিন
সম্প্রতি গুগল তাদের অ্যাকাউন্ট তৈরির পদ্ধতির ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। আর এই পরিবর্তনের অংশ হিসেবে বাধ্যতামূলক করা হচ্ছে গুগল প্লাসকে। ফলে, নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্যবহারকারীকে একই সঙ্গে গুগল প্রোফাইলও তৈরি করতে হবে।
এক খবরে টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগলের আওতাধীন বিভিন্ন সেবা,

সম্পর্ক যাচাইয়ে পাসওয়ার্ড!

মো: শাহাব উদ্দিন
সামাজিক যোগাযোগে নিত্যনতুন মাধ্যম ব্যক্তি সম্পর্কগুলোকে ক্রমেই জটিল করে তুলছে। এ নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহাচ্ছেন তরুণ-তরুণীরা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অনেক সময় পাসওয়ার্ড দেওয়া-নেওয়া নিয়েও বাঁধে লঙ্কাকান্ড। তবে এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই বেশি পাসওয়ার্ড ছড়িয়ে থাকেন।

চুম্বনের সময় এক পা উঁচু করে কেন?

মো: শাহাব উদ্দিন
আমাদের দেশে অবশ্য এ রকম দেখা যায় না। ইউরোপ-আমেরিকায় পার্কে বা রাস্তাঘাটে চুম্বনের সময় মেয়েরা সাধারণত এক পায়ের গোড়ালি উঁচু করে, আরেক পা পেছন দিকে ঠেলে দেয়। এর একটা কারণ হতে পারে, যেহেতু মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে খাটো, তাই হিল একটু উঁচু করতে হয়, আর তখন ভারসাম্য রক্ষার জন্য আরেক পা পেছনে ঠেলে দেয়। কিন্তু অনেক ছেলেও তো খাটো। ওরা যখন লম্বা মেয়েদের চুমু খায়,

মস্তিষ্কে সোয়া তিন ইঞ্চি লম্বা পেরেক!

মো: শাহাব উদ্দিন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তির মস্তিষ্কে অস্ত্রোপচার করে সোয়া তিন ইঞ্চি লম্বা একটি পেরেক অপসারণ করা হয়েছে। গত শুক্রবার ইলিনয়ের ওক লনে অবস্থিত অ্যাডভোকেট ক্রিস্ট মেডিকেল সেন্টারে এই অস্ত্রোপচার করা হয়।
অরল্যান্ড পার্কের বাসিন্দা ডানটে অটুল্লো (৩২) জানান, গত মঙ্গলবার তিনি একটি ছাউনি তৈরির কাজ করছিলেন। এ সময় হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার সময় একটি পেরেক হঠাৎ ছুটে যায়।

কুমিরের পেটে কন্যা, দাঁড়িয়ে দেখলেন অসহায় বাবা

মো: শাহাব উদ্দিন
মেয়ের মৃত্যু অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে হলো একজন বাবাকে। মেয়েকে নিয়ে নদীতে নামার পর একটি কুমির কেড়ে নিয়ে যায় ১০ বছর বয়সী জুরাইদাকে। কেড়ে নিয়ে টুকরো টুকরো করে খেয়ে ফেললেও কিছুই করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।
এর কিছু সময় পর উদ্ধারকর্মীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

বিপিএল, সাত লাখ ডলারে আফ্রিদিকে পেলো ঢাকা

মো: শাহাব উদ্দিন
বিপিএল’র নিলাম চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকার র‌্যাডিসন হোটেলে শুরু হয় খেলোয়াড়দের কেনাবেচা। এখন চলছে দুপুরের বিরতি।
পাকিস্তানের অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে দিয়ে নিলাম শুরু হয়। ফ্লোর প্রাইজ ১ লাখ ডলারে তাকে কেনে দুরন্ত রাজশাহী। 

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

ধূমপান: প্রতি ১০ জনে একজনের মৃত্যু

মো: শাহাব উদ্দিন
এক সময় ধূমপানকে ফ্যাশনেবল আর গ্লামারাস মনে করা হলেও ধূমপানের কুফলের কারণে সৃষ্ট রোগে পৃথিবীব্যাপী মৃত্যুর হার এখন সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এর মতে বিশ্বব্যাপী প্রতি ৬.৫ সেকেন্ডে একজন ধূমপায়ী মারা যাছে।
ধূমপানের কারণে প্রতি ১০জন পূর্ণ বয়স্কের মধ্যে ১জন মৃত্যুবরণ করে। ধূমপানের মৃত্যুর হার এইডস-এ আক্রান্ত হয়ে মৃত্যুর চাইতেও বেশি।
মৃত্যুর হার প্রতিরোধে ধূমপানের বিরুদ্ধে সবাই সচেতন।

অভিভাবক সাবধান! মোবাইল ফোন তছনছ করে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ!

মো: শাহাব উদ্দিন
আপনার শান্ত-সুবোধ সন্তানটিকে নিয়ে সব ভবিষ্যৎ স্বপ্ন তছনছ করে দিতে পারে মোবাইল ফোন। আজকাল মোবাইল ফোন একটি মামুলি ব্যাপার। এখন আর মানুষ শুধু কথা বলার জন্য মোবাইল ব্যবহার করতে চায় না। মোবাইলে থাকা চাই ক্যামেরা, অডিও, ভিডিও, ইন্টারনেট। দেশের প্রথম শ্রেণীর স্কুলগুলোর বাচ্চাদের প্রায় প্রত্যেকের হাতেই তথাকথিত ব্যস্ত হাইফাই সোসাইটির অভিভাবকগণ মোবাইল ফোন তুলে দিয়েছেন। অবশ্য পরবর্তীতে তারা ভীষণ পস্তাচ্ছেনও বটে। এ সকল শিশু শিক্ষার্থীদের মায়েরা ‘রাজকন্যা-পঙ্খীরাজ ঘোড়া’র গল্প বলে সন্তানকে ঘুম পাড়াতে বিরক্ত বোধ করেন।

মৃত্যুর পরও ফেসবুকে অমরত্ব

 মো: শাহাব উদ্দিন
শুধু সামাজিক যোগাযোগ নয়, ব্যক্তি জীবনেও ফেসবুক প্রায় অবিচ্ছেদ্য মাধ্যম হয়ে উঠছে। তাই মৃত্যুর পরও ব্যক্তি জীবনকে বন্ধুদের কাছে অমর করে রাখতে ফেসবুক চালু করেছে ‘ইফ আই ডাই’ অ্যাপ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বিনামূল্যেই মোবাইল কল!

মো: শাহাব উদ্দিন
এবার সুইডেনের প্রযুক্তিনির্মাতা মোবাইল ফোনেই বিনামূল্যে কল করার ভিওআইপি অ্যাপ ‘ফ্রিফো’ অবমুক্ত করেছে। ভারতেই প্রথম এ অ্যাপ চালু করা হলো। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তির এ অ্যাপলিকেশনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা একেবারে

বলিউড বিউটি ভার্সাস সালমান খান

মো: শাহাব উদ্দিন
বয়স ৪৬ পার হলেও যৌবনের উদ্যমতা ও তারুণ্যের গতি এখনো ধরে রেখেছেন বলিউড বডিগার্ড সালমান খান। বাস্তব জীবনের কারো বডিগার্ড না হলেও বলিউডের সেরা সব সুন্দরী হিরোইনদের বডিগার্ড হয়েছেন, অর্থাৎ জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই ১৯৮৮ সাল থেকে বলিউড ফিল্মডোমে আছেন সল্লু মিয়া। অভিনয় করেছেন ৮০টির বেশি ছবিতে।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

পুরুষের চাইতে নারীরাই বেশি প্রতারণা করে

মো: শাহাব উদ্দিন
জীবনসঙ্গীর প্রতি নারীদের বেশি বিশ্বাসী ও অনুগত বলে ধারণা করা হলেও সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের মতে, ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ছলনাময়ী।৩ হাজার নারী-পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছে ব্রিটেনের ঘটকালি প্রতিষ্ঠান ‘কফি এন্ড কোম্পানি’, গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ব্রিটেনের ‘দ্য সান’|গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচ জনে একজন (২০ শতাংশ) নারী জানিয়েছেন, তারা যদি অন্য কোন পুরুষের প্রতি অনুরক্ত হন তবে অবশ্যই তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। অন্যদিকে, এক্ষেত্রে মাত্র ৯ শতাংশ পুরুষ তার সঙ্গিনীর সাথে প্রতারণা করবে বলে জানিয়েছেন।

২১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃদয় খান

মো: শাহাব উদ্দিন
বর্তমান সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান। বছর তিনেক আগে তার একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন সুজানা। সেই সূত্রে হৃদয় খান ও সুজানার ঘনিষ্ঠতা।
দীর্ঘদিন তারা নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দিলেও তাদের মধ্যে গড়ে উঠেছে রোমান্টিক সম্পর্ক। শুধু তাই নয়, সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন তারা।

সেলফোনের বিকল্প!

 মো: শাহাব উদ্দিন
হাতে একটি মোবাইল ফোন সেট থাকলে আর হাতঘড়ির দরকার নেই। কারণ মোবাইল থেকেই সময় দেখে নেয়া যাচ্ছে। তবে বিজ্ঞানের আশীর্বাদে এবার এমন একটি হাতঘড়ি আসছে যা একটি সেলফোনের চাহিদাও মেটাতে সৰম হবে। ক্যাসিও জাপান নিয়ে আসছে এমনই অত্যাধুনিক একটি প্রযুক্তি। জানা গেছে, বস্নু-টুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের তথ্য ক্যাসিও ঘড়িতে দেখে নেয়া যাবে।

ফের কমছে ব্যান্ডউইথের দাম

মো: শাহাব উদ্দিন
আরেক দফা কমছে ব্যান্ডউইথের দাম। প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়া, ইন্টানেট সেবার খরচ কমানো এবং ব্যান্ডউইথের ব্যবহার বাড়াতে এ খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে সমপ্রতি একটি কমিটি গঠন করা হয়েছিল।

ভাইরাস ধ্বংসে নতুন অস্ত্র

মো: শাহাব উদ্দিন
কম্পিউটারে ভাইরাস আক্রমণ একটি জটিল সমস্যা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ভাইরাস আক্রমণ হয়, যা ব্যবহারকারীদের জন্য বেশ বিব্রতকর। এতে অনেক ৰতির সম্মুখীন হতে হয় প্রায়ই। ভাইরাস হামলা ঠেকাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সে প্রচেষ্টার অংশ হিসেবে ভাইরাস প্রতিরোধ বা আক্রান্ত হলে সেই ভাইরাস ধ্বংসে জাপান নতুন এক ধরনের অস্ত্র তৈরি করছে। এটিকে বলা হচ্ছে সাইবার অস্ত্র।

চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটি

 মো: শাহাব উদ্দিন
১৩০ কোটি জনসংখ্যার দেশ চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটির মাইলফলক পেরিয়েছে। ২০১১ সালের সর্বশেষ তথ্য অনুসারে চীনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৫১ কোটি ৩০ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে বলেও জানা গেছে।

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন

মো: শাহাব উদ্দিন
আপনার কম্পিউটারে ব্যক্তিগত অনেক তথ্য থাকতেই পারে, যেসব আপনি অন্যদের দেখাতে চান না।সে ক্ষেত্রে চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন।উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে এটি খুব সহজেই করা যায়। এ জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে। এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে। কমান্ড প্রম্পট চালু হলে ইউজার নেমের পাশে সবশেষে diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে।