রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

কম বয়সে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ভারতে

কম বয়সে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৭৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর বয়স ৩৫ বছরের নিচে।একইভাবে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষণা প্রতিষ্ঠান কমস্কো এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে। জরিপ বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্ঞান এম ফুলগনি জানান, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর ৫২ ভাগই তরুণ।

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়ার সম্মান পেলো কাতার। আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ১৮২টি দেশে সমীক্ষা চালিয়ে ধনবান দেশের যে তালিকা তৈরি করে তাতে পয়লা নম্বরে আছে মধ্যপ্রাচ্যের প্রায় ১৭ লক্ষ জনসংখ্যার এই দেশ। তৈল ভান্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্যেই কাতারের ভাগ্যে এই সম্মান জুটল।
দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কিছু বছর ধরেই সামনের সারিতে আছে।

কাছাকাছি দুই খান

মো: শাহাব উদ্দিন
দা-কুমড়া সম্পর্ক, তো তাকে কি? সময় বদলাচ্ছে, দিন দিন কাছে আসছেন দুই খান। ‘ঘনিষ্ঠ’ শত্রু শাহরুখ আর সালমানের মাঝে এখন কয়েক গজের দুরত্ব মাত্র! হয়তো সময়ের ব্যবধানে এই দূরত্বটুকুও মুছে যাবে।
সূত্র জানিয়েছে, খুব শিগগিরি সালমান-শাহরুখের খুব কাছের প্রতিবেশী হতে যাচ্ছেন। সাল্লু মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে নতুন একটি ফ্ল্যাট কিনেছেন। নয় হাজার ৭৬৩ বর্গফুটের এ ফ্ল্যাটের দাম পড়েছে ৩২ কোটি রুপি।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

২৫ ফেব্রুয়ারি: যেদিন শ্রেষ্ঠ সন্তানদের হারায় দেশ

পড়ার ঘরসহ পুরো বাড়িজুড়ে তাঁর চিরাচরিত উজ্জ্বল বিচরণ আমার চোখে চিরভাস্বর হয়ে আছে। আমার বড় ভাই শহীদ কর্নেল মুজিবের কথা বলছি, তাঁর চিত্তহারী আচরণ আমার মতো অনেকের জীবনকে প্রভাবিত করেছিল। তাঁর অনেক তরুণ সহকর্মী আমাকে বলেছেন তিনি কত গভীরভাবে তাঁদের সবার জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেদিনই তাঁর এক সহকর্মী বললেন, “আমাদের প্রতি স্যারের সম্মানবোধ ও যত্মশীলতা ছিল এমন, তাঁর সঙ্গে কথা বললে নিজেকে অনেক বড় মনে হতো, মনে হতো আকাশছোঁয়ার জন্য আমাদের জন্ম।” তাঁর আকর্ষণীয় বাচনভঙ্গি এবং দেশের প্রতি ভালোবাসা সবসময়ই আমাকে বিমোহিত ও মুগ্ধ করত। আমি তাঁর কাছেই দেশপ্রেম শিখেছি। শুধু কর্নেল মুজিবই নন, আমাদের ৫৭ জন বীর সেনানী শহীদ ভাইয়েরে, যারা ছিলেন জাতরি শ্রেষ্ঠ সন্তান, তাঁরা তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন, আমাদের দেশপ্রেম শিখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাঁদের অনেককেই চিনতাম।

বিশ্বসেরা সংবাদ চ্যানেল আল জাজিরা

মো: শাহাব উদ্দিন
বিবিসি ও স্কাই নিউজের মতো নামকরা আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলে বিশ্বসেরা সংবাদ টেলিভিশনের মর্যাদা পেলো কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী আল জাজিরা ইংলিশ। রয়েল টেলিভিশন সোসাইটি আল জাজিরাকে ২০১১ সালের বিশ্বসেরা সংবাদ চ্যানেল নির্বাচন করেছে।
সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশনের জন্য প্রতিবছর বিশ্বের সেরা চ্যানেলকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এ বছর এই সম্মাননা পেলো আল জাজিরা ইংলিশ।
২০১১ সালে ‘আরব-বসন্ত’ নামে আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাপ্রবাহের অসাধারণ কাভারেজ দেয়ায় এরই মধ্যে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এর পাশাপাশি চ্যানেলটি লিবিয়ার গৃহযুদ্ধের ওপরও সবার আগে সবচেয়ে বেশি সংবাদ সরবরাহের কৃতিত্ব দেখিয়েছে। লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ধরা পড়া ও নিহত হওয়ার খবর ও ছবি সবার আগে বিশ্ববাসীকে আল জাজিরাই দিয়েছিল।

ডিম খান ঘুম তাড়ান

মো: শাহাব উদ্দিন
সারাদিন কাজের ফাঁকে প্রায়ই ক্লান্তি চলে আসে, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কেউ ঘন ঘন চা খান, কেউ কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেন। কিন্তু দিনের শুরুতেই সেই তন্দ্রা ও ক্লান্তি আমাদের ওপর ভর করার আগেই তা কাটিয়ে নেয়া যাবে-শুধু ডিম খেয়ে।
সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক এই তথ্যটি জানান। তাদের নতুন গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশে এমন এক ধরনের প্রোটিন আছে যা আমাদের দিনভর সতেজ রাখে এবং ক্লান্তি ও তন্দ্রাকে দূরে রাখে।

গোপনীয়তা রক্ষায় অনলাইনে ‘ওয়ান ক্লিক’ প্রকল্প হোয়াইট হাউসের

মো: শাহাব উদ্দিন
ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি নতুন প্রস্তাব এনেছে হোয়াইট হাউস৷ খুব সহজেই যাতে একজন ব্যবহারকারী নিজের গোপনীয়তা রক্ষা করতে পারেন, সেজন্য এক ‘ওয়ান ক্লিক’ সমাধান চালু করার চেষ্টা চলছে৷
অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা বা তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে৷ সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব বিষয় ইন্টারনেটে খোঁজ করে কিংবা যেসব বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, সেগুলো অনেক সার্চ ইঞ্জিন গোপনে সংরক্ষণ করে৷ এরপর ভোক্তার এসব পছন্দ-অপছন্দের বিষয় মাথায় রেখে সাজানো হয় অনলাইন বিজ্ঞাপন৷ দেখা গেল, আপনি গুগলে গাড়ি কেনার জন্য কিছু বিষয় খুঁজলেন৷ এরপর দেখবেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করলে, সেখানে যেসব বিজ্ঞাপনের ব্যানার ঝুলছে, সেগুলোতে গাড়ির বিজ্ঞাপন৷ অনেক সময় আপনার মেলবক্সেও হাজির হয় গাড়ির বিভিন্ন বিজ্ঞাপন৷
অনেক হয়ত এসব বিষয়কে কাকতালীয় মনে করেন৷ কিন্তু পেছনে আসলে পুরোটাই ইন্টারনেট প্রযুক্তির খেলা৷ আপনি যখন কোনো বিষয় কোন সার্চ ইঞ্জিনে খুঁজছেন, তখন সেই সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলোকে জমা করছে৷ এরপর সেই অনুযায়ী, বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে৷

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

প্রসঙ্গ ‘সাইবার যুদ্ধ’

প্রযুক্তি ডেস্ক
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ও ভারতের হাজার হাজার ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বাংলাদেশের হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে দাবি করেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধে তাদের এ উদ্যোগ এবং এরই মধ্যে তারা ভারতের ২৬ হাজার ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ছে হ্যাকাররা। এ পরিস্থিতিতে সর্বত্র চলছে তুমুল আলোচনা। হ্যাকিং নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ব্লগে।
বাংলাদেশের ‘বাংলাদেশ ব্যাক হ্যাট হ্যাকার্স’ নামক দলটি গত মঙ্গলবার দাবি করেছে তারা এরই মধ্যে ভারতের ২০ হাজার ওয়েবসাইটের ওপর আক্রমণ চালিয়েছে। এ দাবির সত্যতা পাওয়া গেছে, ভারতের হায়দরাবাদ-ভিত্তিক ইংরেজি ভাষার দৈনিক ক্রনিকল প্রকাশিত এক সংবাদে।

সারা দেশে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

মো: শাহাব উদ্দিন
অনলাইনে বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ ‘বাংলা উইকিপিডিয়া’ (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে সারা দেশের উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যার আন্দোলনের কর্মীরা গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, খুলনা, দিনাজপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীতে সমাবেশের আয়োজন করে।
ঢাকার বাংলা একাডেমীর বইমেলার মূল প্রবেশদ্বারের সামনে টিএসসিতে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্য স্থানে শহীদ মিনারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

৫০ কোটির দ্বারপ্রান্তে টুইটার!

মো: শাহাব উদ্দিন
৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁবার দ্বারপ্রান্তে মাইক্রো ব্লগ টুইটার। আজই ব্যবহারকারীর হিসেবে এ মাইলফলক পেরিয়ে যেতে পারে টুইটার। টুইটার বিশ্লেষক প্রতিষ্ঠান টুপচার্টের বরাতে টেলিগ্রাফ অনলাইন এ তথ্য জানিয়েছে।
এদিকে টুইটারের এক কর্মকর্তার বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, টুইটারে অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫০ কোটির কাছাকাছি হলেও সক্রিয় টুইটার ব্যবহারকারী সংখ্যা এ তুলনায় কম। তৃতীয় পক্ষের হিসেব করা ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য টুইটার গ্রহণ করবে না। টুইটারের কাছে সক্রিয় টুইটার ব্যবহারকারীর সংখ্যাটিই আসল মাইলফলক। তবে, এ সংখ্যা টুইটার প্রকাশ করতে চায় না।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

ফ্রি একাউন্ট খুলে আয় করুন,প্রতিদিন ৭ ডলার.।।

Technology:
ইন্টারনেটে আয় করার অনেক সাইট আছে। কিন্তু কোনটির আয় করার পদ্ধতি কিরকম তার বিস্তারিত আমরা অনেকেই এখনো ভালভাবে জানিনা। তবে এটা সত্য যে আমরা যদি অনলাইন থেকে আয়ের ব্যাপারে একটু সতর্ক হই এবং ভালভাবে জ্ঞান লাভ করি তবে আমরা প্রত্যেকেই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যাহা আমাদের ব্যক্তি এবং রাষ্ট্র দুটি ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। বিভিন্ন প্রকার কাজের মধ্যে ইন্টারনেট থেকে আয়ের সবচেয়ে সহজ কাজটির নাম হল PTC (paid to click)। আজ আমি আপনাদের যে সাইট সম্পেরকে বলব সাটা Richptc.
এই সাইটটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। কেননা এ সাইট থেকে টাকা উপার্জন করেছে এরকম আনেক বাংলাদেশী সদস্য খুজেঁ পাওয়া গেছে তাদের ফোরামে। আমি নিজেও এই সাইটের একজন নিয়মিত সদস্য।

আয় করুন ফেসবুকে পেজ লাইক করে

Technology:
কিছুদিন আগে একটা ওয়েবসাইটের খবর পেলাম যেখানে নাকি ফেসবুকে পেজ লাইক করে আয় করা সম্ভন ।আমি নিজেও প্রথমে বিসশাস করিনি কিন্তু আজকে আমি নিজেই এখান থেকে পেমেন্ট পেয়েছি ।
আমি যে সিয়াটের কথা বলছি সেটা হল রয়লকোলাইক্স । এখানে সাইন আপ করার পরে আপনাকে কিছু পেজ দেয়া হবে সেগুলো আপনাকে লাইক করতে হবে । প্রতিদিন ১০-১৫ টা পেজ পাবেন । সবগুলো পেজ লাইক দিতে ৩-৫ মিনিটের বেশি লাগার কথা না ।প্রতি পেজ লাইক দেয়ার জন্য পাবেন ০.০১ মানে ১ সেন্ট । শুধু এখানেই শেষ নয় আরো আছে রেফারার ব্যাবস্থা । আপনার রেফার লিংকে কেউ সাইন আপ করলে আপনি তার আয়ের ৫% পাবেন ।
এই সাইট থেকে আপনি প্রতিমাসে মিনিমাম ১০ ডলার আয় করতে পারবেন । ধরুন আপনি প্রতিদিন ১০ টা পেজ লাইক দিয়ে ১০ সেন্ট পেলেন । তাহলে মাসে আয় হবে ০.১০*৩০=৩.০ মানে ৩০ ডলার । আর আপনার মনে করুন ৫০ জন রেফার আছে ।

ইন্টারনেট থেকে সহজে আয় করুন (নতুনদের জন্য)

Technology:
প্রথমেই সকল ব্লগার ভাই/বোন দের জানাই আসসালামু আলাইকুম। এই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। তাই কাঁপা-কাঁপা হাতে লেখা শুরু করলাম। এই পোস্টটি মূলত নতুনদের জন্য। পুরাতন যারা আছেন তারা ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকদিন হল এই সাইট এর সাথে আছি, কিন্তু অলসতার জন্য পোস্ট করা হয়ে ওঠেনি। যাই হোক, ঘ্যান-ঘ্যান বাদ দিয়ে এবার কাজের কথায় আসি।
আপনারা যারা এই পোস্ট টি পড়ছেন তারা অবশ্যই ইন্টারনেট ইউজ করছেন। আর প্রথম আলো ব্লগ রজনীকান্তের ওয়েবসাইট না যেটা ইন্টারনেট ছাড়াই (!) ব্রাউজ করা যাবে (যারা জানেন না তারা একবার রজনীকান্তের ওয়েবসাইটে ঢুঁ মেরে আস্তে পারেন)। তো আমি যা বলতে চাচ্ছি তা হল আমরা সবাই “ইনটারনেট থেকে আয়” কথাটার সাথে পরিচিত। অনলাইনে ইনকাম করার জন্য সবাই আজকাল উঠেপড়ে লেগেছে।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

নিরাপদে বিনিময় হচ্ছে মাদক-অস্ত্র-পর্ণোগ্রাফি ইন্টারনেটের অন্ধকার জগৎ ‘ডার্ক ওয়েব’

মো: শাহাব উদ্দিন
বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ও বহুমাত্রিক প্রযুক্তির নাম বোধ হয় ইন্টারনেট। এর কল্যাণে সারা পৃথিবী এখন চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। বিশ্বের যে কোনো দেশ থেকে একটি মাত্র ক্লিকে চোখের সামনে খুলে যাচ্ছে বিশ্বের তাবৎ খবরাখবর।
কিন্তু বিজ্ঞানের এই আশীর্বাদকেও অপব্যবহার করতে ছাড়েনি অপরাধী চক্র। তাই জরুরি ও প্রয়োজনীয় কাজে ব্যাবহৃত নিয়মিত ইন্টারনেট সার্চারদের বাইরেও গড়ে উঠেছে একটি গোপন অনলাইন জগৎ। যাকে প্রযুক্তিবিদরা নাম দিয়েছেন ‘ডার্ক ওয়েব ওয়ার্ল্ড’ বা অন্ধকার ওয়েব জগৎ। এ জগৎকে আরও কিছু নামে যাকা হয়, যেমন ডিপ ওয়েব, ডিপ নেট, দি ইনভিজিবল ওয়েব প্রভৃতি।

ম্যালওয়্যার মুক্ত পিসির জন্য

মো: শাহাব উদ্দিন
আপনার পিসিটি কি আজকাল খুব ধীরে চলছে? কোনো কিছু ওপেন করতে গেলে নানারকম পপ-আপ চলে আসছে? কিংবা ব্রাউজারটি অল্পতেই হ্যাং করছে? এগুলো সবই ভাইরাস, স্পাইওয়্যার অথবা অন্য কোনো অনিষ্টকারী সফটওয়্যার দ্বারা আপনার পিসিটি আক্রান্ত হওয়ার লক্ষণ। অনেক সময় হার্ডওয়্যারের কারণেও এসব সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনার পিসিতে কোনো অনিষ্টকারী সফটওয়্যার রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা বুদ্ধিমানের কাজ। কিন্তু কীভাবে আপনি তা করবেন?
সেফ মোডে প্রবেশ করুন
প্রথমে আপনার পিসিটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন। যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেম পুরোপুরি ভাইরাসমুক্ত না হচ্ছে, ততক্ষণ সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

আত্মহত্যা বন্ধে ফেসবুক!

মো: শাহাব উদ্দিন
আত্মহত্যা করার কথা ভাবছেন এমন ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে ফেসবুক। বিশেষ বাটনে ক্লিক করে নিজের সমস্যা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে। এই যোগাযোগ প্রক্রিয়া একেবারে ব্যক্তিগত পর্যায়ের। উল্লেখ্য, আমেরিকায় দৈনিক গড়ে প্রায় ১০০ জন আত্মহত্যা করে।
বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি অনেক দিক দিয়ে উপকার করবে। প্রথমত কোন সময় সাহায্য দরকার সে নিয়ে ভাবতে হবে না। যে কোনো মুহূর্তেই যোগাযোগ করা যাবে। দ্বিতীয়ত, বিপদগ্রস্ত ব্যক্তি আলাপের জন্য তুলনামূলক সহজ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন। অনেকেই টেলিফোনে আলাপের চেয়ে লিখে জানাতে (টেক্সট চ্যাট) বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফেসবুকের মতো সাইট বানালো ১৪ বছরের বালক

মো: শাহাব উদ্দিন
১৪ বছর বয়সী এক বালক তৈরি করেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। ভারতের পুনের অধিবাসী ভিগনেশ সুন্দরাজান নামে এই বালক অষ্টম শ্রেণীর ছাত্র। এই বছরের জানুয়ারির একুশ তারিখ ভিগনেশ চালু করে তার নিজের তৈরি করা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট zettaconnect.co.in যা সেজেছে ফেসবুকের মতই অনেকগুলো আকর্ষণীয় ফিচারে।

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২

৪৫ মেগাবাইট ইন্টারনেট ফিরি ব্যবহার করুন

মো: শাহাব উদ্দিন
বর্তমানে নেটের যুগে আমরা কত কি না ফ্রি ব্যবহার করছি। পিসিতে যত রকম সফটওয়্যার আমরা ব্যবহার করি তার প্রায় সবই ফ্রি। কিন্তু ইন্টারনেট চালাতে হলে টাকা খরচ করতে হয়। কিন্তু সেই ইন্টারনেট যদি ফ্রি ব্যবহার করা যায় তাহলে খারাপ কি? ফ্রি এই সুযোগ ব্যবহার করা যাবে শুধু মাত্র গ্রামীণ ফোন দিয়ে। যদি আপনার থাকে নেট সাপোর্টেড মোবাইল এবং একটি জিপি সিম। ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন click এবং পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নম্বরে তার পর ফ্রি নেট ব্যবহার করুন ৪৫ মেগাবাইট একদম ফ্রি বিনে পয়সায়।..

নয় বছর বয়সে দেবতার সংগে বিয়ে!

মো: শাহাব উদ্দিন
নয় বছর বয়সী ভিন্তুনা আজ খুব সেজেছে। লাল জমিনে সোনালি কাজ করা শাড়ি আর গয়না পরে বধূবেশে বসে আছে সে। তার চোখে-মুখে আনন্দ আর উত্তেজনা। তবে শুধু ভিন্তুনা নয়। তার বয়সী অনেকেই তৈরি হয়েছে এই সাজে। তারা প্রত্যেকেই অপেক্ষা করছে একটি বিশেষ মুহূর্তের। দেবতার সঙ্গে বিয়েতে বসতেই তাদের এত আয়োজন।
নিওয়ার সম্প্রদায় অধ্যুষিত নেপালের কাঠমান্ডু উপত্যকায় একটি প্রাচীন ধর্মীয় রীতি হলো বিষ্ণু দেবতার সঙ্গে মেয়েদের বিয়ে দেওয়া। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর আগেই তাদেরকে এই বিয়ের পিঁড়িতে বসতে হয়। আর এ জন্য তারা বেছে নেয় ফেব্রুয়ারি মাস।