বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

২৬ ডিসেম্বর চার্লস ব্যাবেজের ২২২তম জন্মদিন

প্রযুক্তি ডেস্ক:
১৭৯১ সালের ২৬ ডিসেম্বর ব্রিটেনে জন্ম গ্রহণ করেন ‘কম্পিউটার জনক’ বলে খ্যাত গণিতবিদ চার্লস ব্যাবেজ।
বাবা বেঞ্জামিন ব্যাবেজ ছিলেন ব্রিটন এস্টেট মালিকানাধীন ব্যাংকের অংশীদার। ধনী পিতার সন্তান হওয়ায় ব্যাবেজ গৃহশিক্ষকের কাছে ও বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন।
কিং এডওর্য়াড ষষ্ঠ গ্র্যামার স্কুল, হ্ল্মউড একাডেমী, ট্রিনিটি কলেজ, ১৮১০ সালে কেমব্রিজে যোগদান করেন। ১৮১২ সালে তিনি পেটেরহাউস, কেমব্রিজে স্থানান্তরিত হন।
তিনি পেটেরহাউসে সর্বোচ্চ পর্যায়ের গণিতজ্ঞ ছিলেন কিন্তু সাম্মানিক স্নাতক ডিগ্রি নেননি। পরিবর্তে তিনি ১৮১৪ সালে পরীক্ষা ছাড়াই অবৈতনিক ডিগ্রি লাভ করেন।
ডিফারেন্স মেশিন নামে তৈরি করেন বিশ্বের প্রথম কম্পিউটার। পরবর্তীতে অ্যানালাইটিক্যাল নামের আরও একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন। তার আবিষ্কৃত গণনা যন্ত্রের জন্য ১৮২৪ সালে ‘রয়্যাল অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটি অব গোল্ড’ লাভ করেন।
ব্যাবেজ ১৮১৪ সালে জর্জিনা হোয়াইটমোরকে বিয়ে করেন। ১ সেপ্টেম্বর ১৮২৭ সালে জর্জিনা হোয়াইটমোরের মৃত্যু হয়। ১৮ অক্টোবর ১৮৭১ সালে ৮৯ বছর বয়সে মারা যান মহান এ ব্যক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন