শুক্রবার, ২ মার্চ, ২০১২

মাকড়সা সাপও খায়

মো: শাহাব উদ্দিন
নিজ দেহ থেকে কয়েকগুণ বড় সাপকে জালে পেঁচিয়ে আহার হিসেবে গ্রহণ করে আফ্রিকার বিশেষ এক প্রজাতির মাকড়সা।
লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামের মাকড়সা বিশেষজ্ঞ লিয়ন লটস ডেইলি মেইলকে জানান, আফ্রিকা অঞ্চলের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সারা তাদের দেহের চেয়ে কয়েকগুণ বড় শিকারকে সহজেই তাদের জালে আটকে ফেলতে পারে।
তাদের খাবার তালিকায় সাধারণত অপেক্ষাকৃত বড় আকৃতির কীটপতঙ্গ থাকলেও প্রায়ই তারা সাপকেও তাদের খাদ্যের তালিকায় যুক্ত করে। এ ধরনের মাকড়সা একটি সাপকে তাদের জালে পেঁচিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুই দিনেরও বেশি সময় নেয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি শহরের এক হোটেল রিসিপশনিস্ট তার জানালার পাশে এরকম একটি দৃশ্য দেখতে পান বলে জানান ডেইলি মেইলকে। সেখানে একটি কালো রঙের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সা প্রায় ১৪ সেন্টিমিটার দীর্ঘ একটি অরোরা হাউস জাতের সাপকে জালে আটকে রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন