রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

কম বয়সে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ভারতে

কম বয়সে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৭৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর বয়স ৩৫ বছরের নিচে।একইভাবে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষণা প্রতিষ্ঠান কমস্কো এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে। জরিপ বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্ঞান এম ফুলগনি জানান, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর ৫২ ভাগই তরুণ।
আর এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই হার ৫৫ ভাগ।  জরিপে আরও জানানো হয়, হালে তরুণ সমাজ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটার, গুগলপ্লাস ব্যবহারকারী তরুণরা অপ্রয়োজনে সময় অপচয় করছে ।
কমস্কোরের জরিপ মতে, ভারতীয় ব্যবহারকারীরা গত বছর ৫০ কোটিরও বেশি ঘণ্টা ইন্টারনেটে ব্যয় করেছে। তবে এর মধ্যে সামাজিক যোগাযোগ সাইটে সময় ব্যয়ের হার বেশি। এসব ব্যবহারকারীর ৯৫ ভাগই সামাজিক যোগাযোগ সাইটে সময় কাটিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন