বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

৫০ কোটির দ্বারপ্রান্তে টুইটার!

মো: শাহাব উদ্দিন
৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁবার দ্বারপ্রান্তে মাইক্রো ব্লগ টুইটার। আজই ব্যবহারকারীর হিসেবে এ মাইলফলক পেরিয়ে যেতে পারে টুইটার। টুইটার বিশ্লেষক প্রতিষ্ঠান টুপচার্টের বরাতে টেলিগ্রাফ অনলাইন এ তথ্য জানিয়েছে।
এদিকে টুইটারের এক কর্মকর্তার বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, টুইটারে অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫০ কোটির কাছাকাছি হলেও সক্রিয় টুইটার ব্যবহারকারী সংখ্যা এ তুলনায় কম। তৃতীয় পক্ষের হিসেব করা ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য টুইটার গ্রহণ করবে না। টুইটারের কাছে সক্রিয় টুইটার ব্যবহারকারীর সংখ্যাটিই আসল মাইলফলক। তবে, এ সংখ্যা টুইটার প্রকাশ করতে চায় না।
উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে টুইটার ১০ কোটি সক্রিয় ব্যবহারকারীর ঘোষণা দিয়েছিল।
টুপচার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটার আইডেন্টিফিকেশনের সময় তালিকাভুক্তির তারিখ হিসেবে ধরে ৫০ কোটির তথ্য পাওয়া গেছে। তবে সীমিত উপাত্ত নিয়ে হিসেব করায় কিছুটা গরমিলও হতে পারে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীর হিসেবে শীর্ষে রয়েছে ফেসবুক। আইপিও আবেদনের সময় ফেসবুক কর্তৃপক্ষ তাদের সাইটে সাড়ে ৮৪ কোটি ব্যবহারকারীর তথ্য দিয়েছে। এ ছাড়া জানুয়ারি মাসে গুগলের দেয়া তথ্য অনুসারে গুগল প্লাস সাইটে নয় কোটি ব্যবহারকারী রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন