শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

ফেসবুকের মতো সাইট বানালো ১৪ বছরের বালক

মো: শাহাব উদ্দিন
১৪ বছর বয়সী এক বালক তৈরি করেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। ভারতের পুনের অধিবাসী ভিগনেশ সুন্দরাজান নামে এই বালক অষ্টম শ্রেণীর ছাত্র। এই বছরের জানুয়ারির একুশ তারিখ ভিগনেশ চালু করে তার নিজের তৈরি করা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট zettaconnect.co.in যা সেজেছে ফেসবুকের মতই অনেকগুলো আকর্ষণীয় ফিচারে। দীর্ঘ চার মাসের প্রচেষ্টায় এই সাইটটি তৈরি হয়েছে। এই সাইটে গেম খেলা, চ্যাট করা, ছবি ও ভিডিও আপলোড করাসহ আরও অনেক ফিচার রয়েছে। ভিগনেশ সাইটটি তৈরি করেছে প্রোগ্রামিং ভাষা সি, পিএইচপি, এবং এইচটিএমএল ব্যাবহার করে। বর্তমানে ভিগনেশের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যসহ সাইটের সদস্য সংখ্যা ২৬ জন। সে আশা করছে শীঘ্রই এতে আরও মানুষ নিবন্ধিত হবে এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন