বুধবার, ৫ অক্টোবর, ২০১১

সালমান খান শাহরুখের চেয়ে অনেক ফিট---কিম কারদাশিয়ান

Sahab Uddin
শিগগিরই বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন হলিউডের সুপরিচিত অভিনেত্রী কিম কারদাশিয়ান। কিম বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশের পর পরই শাহরুখের বিপরীতে প্রথম অভিনয়ের অফার পান। শাহরুখের সঙ্গে যখন তার প্রথম কাজের কথাবার্তা চলছে, ঠিক তখনই কিম জানালেন সালমানকেই তার বেশি পছন্দ। বলিউডের এই দুই মেগাস্টার অভিনীত ছবিই দেখেছেন অভিনেত্রী কিম কারদাশিয়ান। এরই মধ্যে দুই নায়ক সম্পর্কেই তিনি জেনে নেন নানা তথ্য। ছবি দেখার পর শাহরুখের চেয়ে সালমান খানের শারীরিক গঠন এবং সামাজিক কর্মকান্ড দেখে কিম বেশি মুগ্ধ হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলিউডের সেরা এই দুই নায়কের সঙ্গেই কাজ করতে চাই। কিন্তু প্রথম কাজটি সালমানের সঙ্গে করতে পারলেই আমি বেশি খুশি হবো’।
কিম কারদাশিয়ানের ঘনিষ্ঠ বন্ধু মিলিয়নস অফ মিল্কশ্যাক বারের প্রতিষ্ঠাতা সিরাজ হাসান জানিয়েছেন, বলিউডের ছবিতে অভিনয়ের করার জন্য কিম অধীর হয়ে আছেন। গত ১২ মাস ধরে বলিউড প্রডিউসারদের অনেকেই চেয়েছিলেন কিমকে নিয়ে আউটেম গানে পারফর্ম করাবেন। এ ধরনের অফার পাওয়ার সঙ্গে সঙ্গেই কিম জানতে চান, তার বিপরীতে কে থাকছেন। জানা গেছে, আইটেম গার্ল হিসেবে কিমের কাজ করতে কোনো আপত্তি নেই। তবে পাশে তিনি শাহরুখ বা সালমান ছাড়া অন্য কাউকেই তার লিস্টে রাখছেন না।
দুজনের একজনকে পাশে পেলেই তিনি রাজি। তবে এ ক্ষেত্রে শাহরুখের চেয়ে সালমানের সঙ্গে জুটি গড়ে তুলতে কিম বেশি আগ্রহী। মিলিয়নস অফ মিল্কশ্যাক বারের প্রতিষ্ঠাতা সিরাজ হাসান জানিয়েছেন, আগামী বছর তার মিল্কশ্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে কিম কারদাশিয়ানকে তার ভারতে আনার পরিকল্পনা রয়েছে। কিম এখন দুবাইতে পণ্যটির উদ্বোধনে ব্যস্ত আছেন। সিরাজ হাসান বলেন, কিমকে শিগগিরই মুম্বাইতে দেখা যাবে। এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিম তার ভারত সফরে বলিউডের ছবিতে অভিষেকের কাজটিও করে যেতে চান। এখন দেখা যাক কিমের অনেক দিনের মনের বাসনা পুরন হয় কিনা?সিরিয়ার বিরুদ্ধে খসড়া প্রস্তাব॥ চীন ও রাশিয়ার ভেটো
ইন্টারন্যাশনাল ডেস্ক :
 চীন ও রাশিয়া সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে। এদিকে এ বিষয়টিকে সিরিয়া তার কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে। ভেটো এড়ানোর লক্ষ্যে ইউরোপের কয়েকটি দেশ উত্থাপিত এই খসড়া এ প্রস্তাবে সিরিয়ার বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ব্রিটেন, জার্মানি ও পর্তুগালের সহযোগিতায় ফ্রান্স এ খসড়া প্রস্তাব তৈরি করে বলে বিবিসি জানায়। ভেটো ক্ষমতা প্রয়োগ প্রসঙ্গে মস্কো ও বেইজিং জানায়, সিরিয়ায় বহিরাগত সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে এ প্রস্তাবে কোনো ধারা যোগ করা হয় নি। ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৯ সদস্যই এই খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে। ৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের মার্কিন প্রতিনিধি জানান, এই ভোটের মাধ্যমে ওয়াশিংটনকে এক অর্থে অপমান করা হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূত গেরার্ড আরাউদ নিরাপত্তা পরিষদে বলেন, এই ভেটো আমাদের বিরত রাখতে পারবে না। কোনো ভেটোই সিরিয়া কর্তৃপক্ষকে যা খুশি তা করার নিরঙ্কুশ ক্ষমতা দিতে পারবে না। জাতিসংঘে চীনের প্রতিনিধি লি বাওডং একে ‘সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ দাবি করে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞা আরোপের হুমকি প্রদানের মাধ্যমে সিরিয়ার সমস্যার সমাধান সম্ভব নয়। বরং এতে সমস্যা আরো জটিল হতে পারে। ইউরোপীয় দেশগুলো এ প্রস্তাবের বিষয়বস্তু তিনবার পরিবর্তন করেছে। তারা রাশিয়া ও চীনের অভিযোগগুলো এতে অন্তর্ভুক্ত করার চেষ্টাও চালায়।
সিরিয়ায় চলমান সহিংসতা অব্যাহত থাকলে সেখানে অবরোধ আরোপের পরিবর্তে ‘সুনির্দিষ্ট বিষয়ে’ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে খসড়া প্রস্তাবে। এরআগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জেন্নাডি গাতিলোভ এই খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেছেন বলে দেশটির ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়।
তিনি বলেন, এই প্রস্তাব ভবিষ্যতে অবরোধ আরোপের ছবিই আঁকছে এবং এতে প্রেসিডেন্ট আসাদের প্রতি বিরোধী পক্ষের সাথে আলোচনায় বসারও কোনো আহ্বান জানানো হয় নি। সিরিয়ার সরকার জানায়, সংস্কার ও বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়া চলছে। আর সে সময়কার অসন্তোষের জন্য তারা সশস্ত্র বাহিনীকে দোষারোপ করেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত মার্চ মাসে এ আন্দোলন শুরু হওয়ার পর ২ হাজার ৭শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন