মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

কোমায় যেতে পারতেন সালমান!

Sahab Uddin:
দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন সালমান খান। কিন্তু এটা নিয়ে চিন্তার কিছু নেই সালমান ভক্তদের। সুস্থ আছেন সালমান। তবে ঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হলে হতে পারত অনেক খারাপ কিছু।
সম্প্রতি তার চিকিৎসক জি নিউজের বরাত দিয়ে জানিয়েছেন, সালমান যদি আর কিছু দিন অপারেশনের জন্য দেরি করতেন তাহলে অনেক খারাপ কিছু হতে পারত। তিনি কোমাও যেতে পারতেন। এখন জগজিৎ সিংয়ের যেই অবস্থা, তা সালমানেরও হতে পারত।
কিন্তু সালমানের ভক্তদের ভালোবাসা এমনটা হতে দেয়নি। এর আগেই সালমান চিকিৎসার জন্য আমেরিকায় পারি জমান। সেখানেই তার অপারেশন হয় এবং এখন তিনি প্রায় ৬০ ভাগই সুস্থ আছেন। তবে এখন নিয়মিত তার চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। না হলেই বিপদ।
সালমান দীর্ঘ সাত বছর ধরে ট্রিগমিনাল নিউরালজিয়া নামের জটিল এক ধরনের স্নায়ু রোগে ভুগছেন। সম্প্রতি এই ব্যাথা সহ্যসীমা ছাড়িয়ে যাওয়ায় সাল্লু দ্রুত চিকিৎসার জন্য আমেরিকায় যান। কিছুদিন আগে তিনি সুস্থ হয়ে আবার যোগ দেন কাজে এবং চলে যান ডাবলিনে। সম্প্রতি মুম্বাই ফেরেন তিনি।
মুম্বাই ফিরে একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সালমান বলেন, “ব্যস্ত সিডিউলের জন্য নিজের স্বাস্থ্য নিয়ে একবারও ভাবার সময় পাইনি। তবে এখন আগের চেয়ে শরীর অনেক ভালো। প্রায় ৬০ ভাগ সুস্থ আমি। কিন্তু ডাক্তার বলেছে, যদি আমি এ বছরের জায়গায় আগামী বছর অপারেশন করাতাম তাহলে কোমায় চলে যেতাম।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন