Sahab Uddin:
শাহরুখ ও সালমান খান— এই দুই খানের মধ্যকার লড়াইয়ের খবরটা তাঁদের ভক্তদের কাছে অজানা নয়। তবে শাহরুখ এবার একটা সুখবর দিয়েছেন সালমান ভক্তদের। এতে হয়তো সালমান ভক্তরা একটু বেশিই খুশি হবেন। খবরটি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সদ্য মুক্তি পাওয়া রা.ওয়ান ছবি নিয়ে।
ভারতের অর্থনীতি বিশ্লেষক তারান আদর্শের মতে মুক্তির প্রথমদিনে শাহরুখের রা.ওয়ান ১৮ দশ পাঁচ কোটি রুপি আয় করেছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এটি মুক্তির প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করবে। কিন্তু তা হয়ে ওঠেনি। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দীপাবলী উত্সবকে।
বিশাল বাজেটের এই ছবিটি গত বুধবার রাতে শুধু ভারতেরই তিন হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতের অর্থনীতি বিশ্লেষক তারান আদর্শের মতে মুক্তির প্রথমদিনে শাহরুখের রা.ওয়ান ১৮ দশ পাঁচ কোটি রুপি আয় করেছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এটি মুক্তির প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করবে। কিন্তু তা হয়ে ওঠেনি। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দীপাবলী উত্সবকে।
অন্যদিকে সালমান খানের বডিগার্ড ছবিটি মুক্তি পেয়েছিল ২৭০০ প্রেক্ষাগৃহে। এদিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নেয় ২১ কোটি রুপি। ধারবাহিকভাবে দ্বিতীয় দিনে ছবিটির আয় ছিল ১৯.৩ কোটি রুপি। তবে অনেকের ধারণা শাহরুখ খানের এই ছবিটি ধীরে ধীরে রেকর্ড গড়বে। তাই খুব একটা বিচলিত হওয়া ঠিক হবে না।
পরিবেশক সঞ্জয় ঘাই বলেন, ‘সালমান খানের ‘বডিগার্ড’ ছবিটি মুক্তির প্রথম পাঁচদিনে আয় করেছিল ৮০ কোটি রুপি। কিন্তু আমার মনে হচ্ছে শাহরুখ খানের রা.ওয়ান ছবিটি ৯০ থেকে একশ কোটি রুপি আয় করবে।
একইভাবে তারান আদর্শ মনে করছেন, প্রথমদিনের ব্যবসা দিয়ে রেকর্ডের কথাটা না ভাবাই ভালো। তিনি বলেন, ভারতের আরেক ব্যবসাসফল ছবি গোলমাল থ্রিও কিন্তু দীপাবলী উত্সবে মুক্তি পেয়েছিল। আর উত্সবের পরই ছবিটি আসল ব্যবসা করে। তাই বিশাল বাজেটের ছবি রা.ওয়ানের ক্ষেত্রে প্রথমদিনের হিসেবটা না ভাবলেও খুব একটা সমস্যা আছে বলে মনে হয়না।
তবে এখন দেখার বিষয় হচ্ছে প্রথম সপ্তাহে ছবিটি বিশ্লেষকদের প্রত্যাশা পুরণ করতে পারে কিনা? টাইমস অব ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন