শনিবার, ১ অক্টোবর, ২০১১

 ইয়াহু কিনতে চান আলীবাবা নির্বাহী

Sahab Uddin:
ইয়াহু অধিগ্রহণ করতে চান আলীবাবার প্রধান নির্বাহী জ্যাক মা। সময়-সুযোগ পেলে তিনি এ ব্যাপারে দারুণ আগ্রহী। সম্প্রতি ব্যবসায়িকভাবে দারুণ অস্থির সময় পার করছে অন্যতম ইন্টারনেট জায়ান্ট ইয়াহু।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জ্যাক মা এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের এক প্রশ্নের জবাবে বলেন, ইয়াহু কিনে নিতে দারুণ আগ্রহী।
জ্যাক মা আরও বলেন, ‘আমি ইয়াহুর সম্পূর্ণটাই অধিগ্রহণ করতে চাই। অল্পকিছু শেয়ার ক্রয় আমাকে তৃপ্ত করতে পারবে না।’ সম্প্রতি ইয়াহুর শেয়ারের মূল্য ৫ শতাংশ হারে কমে গেছে।
কিছুদিন আগেই জ্যাক মা ইয়াহুর ৪০ শতাংশ শেয়ার কিনতে চেয়েছিলেন। কিন্তু ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী ক্যালল বার্টজ তাতে বিরোধিতা করেন। ইয়াহু এখন নিজেদের ভবিষ্যত্ নিয়ে বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করছে। ইকোনমিক টাইমস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন