Sahab Uddin
আমির খানের অনুরোধে ‘এক থা টাইগার’ ছবির মুক্তির দিন পিছিয়ে দিলেন সালমান খান। এর ফলে ২০১২ সালের ১ জুনের পরিবর্তে আগামি বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
রীমা কাগতির পরিচালনায় আমির অভিনীত পরবর্তী ছবিটি তিনি মুক্তি দিতে চাইছেন ২০১২ সালের ১ জুন। কিন্তু একই দিনে ‘এক থা টাইগার’ ছবিটিরও মুক্তির দিন ধার্য করা হয়েছিলো। এ কারণেই সম্প্রতি আমির ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন সালমান এবং ছবির প্রযোজক আদিত্য চোপড়াকে।
আমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ থেকেই সালমান এবং আদিত্য বিনা বাক্যব্যয়েই ‘এক থা টাইগার’ ছবি মুক্তির দিন পিছিয়ে দিতে রাজী হয়েছেন।
রীমা কাগতির পরিচালনায় আমির অভিনীত পরবর্তী ছবিটি তিনি মুক্তি দিতে চাইছেন ২০১২ সালের ১ জুন। কিন্তু একই দিনে ‘এক থা টাইগার’ ছবিটিরও মুক্তির দিন ধার্য করা হয়েছিলো। এ কারণেই সম্প্রতি আমির ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন সালমান এবং ছবির প্রযোজক আদিত্য চোপড়াকে।
আমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ থেকেই সালমান এবং আদিত্য বিনা বাক্যব্যয়েই ‘এক থা টাইগার’ ছবি মুক্তির দিন পিছিয়ে দিতে রাজী হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন