মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

প্রিন্টারের যত্নআত্তি

Sahab Uddin
ঠিকমত যত্ন ও ব্যবহার করা হলে একটি সাধারণ প্রিন্টারও অনেক দিন স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। প্রিন্টারের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম-কানুন দেয়া হলো—
— প্রিন্টার হেড পরিষ্কার রাখুন। তা না হলে নজলে কালি জমে আটকে থাকবে, যা পরে পরিষ্কার ছাপার কাজে বাধার সৃষ্টি করবে। প্রিন্টার হেড পরিষ্কার করার জন্য কার্টিজ সরিয়ে নিন। এরপর নরম সুতির কাপড় সামান্য পানিতে ভিজিয়ে তা দিয়ে হেড পরিষ্কার করুন। শুকিয়ে গেলে কার্টিজ ফের স্থাপন করুন
— নিয়মিত প্রিন্টার ব্যবহার করে কালি শুকিয়ে যাওয়া প্রতিরোধ করুন। সপ্তাহে অন্তত একবার প্রিন্ট করলে কালি সহজে শুকিয়ে যায় না আর প্রিন্টারও ভালো থাকে।
— প্রিন্টারের কাগজ রাখার স্থানটি যথাযথভাবে ব্যবহার করুন। প্রিন্টের মাঝপথে কাগজ আটকে গেলে তা টানাটানি করে বের করার চেষ্টা করবেন না। এতে পুরো পিন্টারটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে এ জাতীয় পরিস্থিতিতে প্রিন্টারের কারিগরি নির্দেশিকার সাহায্য নিতে পারেন। আর কাগজের ক্ষেত্রে সঠিক আকার, ওজন ও পর্যাপ্ত মার্জিন রেখে তা ব্যবহার করাটাই ভালো।
— ব্যবহার না হলে সবসময় প্রিন্টারের পাওয়ার অন করে রাখার কোনো দরকার নেই। কেবল কাজের সময় প্রিন্টারের পাওয়ার অন করে দীর্ঘদিন উঁচুমানের প্রিন্টিং করা সম্ভব। তবে কাজের মাঝপথে কখনোই প্রিন্টার অফ করা উচিত নয়। আর পাওয়ার অফ করার পরই কেবল প্লাগ খুলে নেয়া যাবে।
— আজকাল সফটওয়্যারের সাহায্যেও প্রিন্টারের কালি পরিষ্কার করা যায়। এর সাহায্য নেয়া যেতে পারে। তবে এ কাজটি প্রয়োজনের অতিরিক্ত বারবার করলে তা কাজের বদলে অকাজই বরং হবে।
— কালি শেষ হওয়ার বা কমে আসার সতর্কবার্তা পাওয়া মাত্রই তা বদলে ফেলুন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে প্রিন্টার হেড ও নজলের ওপর চাপ পড়ে। তাই সময় থাকতেই নতুন কালি প্রতিস্থাপন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন