শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

ফেসবুকে প্রতিদিন হ্যাক হয় ৬ লাখ অ্যাকাউন্ট

Sahab UddiN
সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে প্রতিদিন প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট হ্যাক হয়। পাশাপাশি প্রতি ২৪ ঘণ্টায় ফেসবুকে এক বিলিয়ন বার লগ-ইন হয়। আর এ সময় হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করে। এর মাধ্যমে প্রতিদিন শতকরা শূন্য দশমিক ৫ ভাগের কম ব‌্যবহারকারী বিভিন্ন রকমের স্প্যাম পেয়ে থাকেন।

ফেসবুকের হ্যাকারদের নজর কী রকম সেটা জানাতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষের এ সতর্কবার্তা স্বীকার করে ‘নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেয়া কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে এর ব্যবহারকারীর সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন’ প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এ বিষয়ে প্রযুক্তি গবেষক ও পরামর্শক গ্রাহাম কুলি জানান, যখনই অসতর্কতার সঙ্গে ফেসবুকের কেউ প্রবেশ করেন তখনই মনে রাখতে হবে একটু ভুলের কারণেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যেতে পারে।
বর্তমানে সারাবিশ্বে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি উল্লেখ করে তিনি জানান, তবে প্রতি মুহূর্তেই এ সংখ্যা বাড়ছে। আর মোট ব্যবহারকারীরা প্রায় গড়ে সাত হাজার কোটি মিনিট সময় কাটান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন