Sahab Uddin:
বহুল প্রতীক্ষিত ‘দোয়েল’ ব্রান্ডের ল্যাপটপ বাজারে আসছে কাল মঙ্গলবার। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েল ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ‘দোয়েল’ গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) সংযোজিত হয়েছে।
বহুল প্রতীক্ষিত ‘দোয়েল’ ব্রান্ডের ল্যাপটপ বাজারে আসছে কাল মঙ্গলবার। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েল ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ‘দোয়েল’ গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) সংযোজিত হয়েছে।
টেশিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল আজ প্রথম আলোকে জানান, টেশিসে এ বছরের ৮ জুলাই থেকে ওই নোটবুকের (ল্যাপটপ) পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়। এসব ল্যাপটপের আকার হবে ১০ ইঞ্চি। প্রাথমিকভাবে চারটি মডেলের ল্যাপটপ উত্পাদন করা হচ্ছে। এগুলো হলো দোয়েল প্রাইমারি নেট-বুক, দোয়েল বেসিক নেট-বুক, দোয়েল স্ট্যান্ডার্ড নেট-বুক ও দোয়েল অ্যাডভান্স নেট-বুক। উত্পাদিত এসব ল্যাপটপের মূল্য হবে যথাক্রমে সাড়ে ১০ হাজার, সাড়ে ১৩ হাজার, ২০ হাজার ৫০০ ও ২৬ হাজার ৫০০। সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের বিভিন্ন সেন্টারে দোয়েলের বিপণন-কার্যক্রম চালানো হতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কালই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন