শনিবার, ১ অক্টোবর, ২০১১

 মাইক্রোসফটকে পেছনে ফেলল আইবিএম

Sahab Uddin:
পনেরো বছরের মধ্যে এই প্রথমবারের মতো মাইক্রোসফটকে ব্যবসায়িকভাবে ছাড়িয়ে গেছে আইবিএম। এর ফলে আইবিএম এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপল ইনকরপোরেশন।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার আইবিএমের বাজার-মূলধন দাঁড়ায় ২১ হাজার ৪০০ কোটি ডলার। আর মাইক্রোসফটের বাজার-মূলধন দাঁড়িয়েছে ২১ কোটি ৩২০ কোটি ডলারে। বাজার মূলধনে ১৯৯৬ সালের পর এই প্রথমবারের মতো মাইক্রোসফটকে ছাড়াল আইবিএম।
আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম পালমিসানো ছয় বছর আগে পিসি বিজনেস বিক্রি করে দিয়ে করপোরেট সফটওয়্যার ও সার্ভিসের দিকে নজর দেন। যদিও মাইক্রোসফট অনলাইন বিজ্ঞাপন ও গেমসের দিকে নজর দেয়। এ ছাড়া উইন্ডোজ ও অফিস সফটওয়্যার থেকে রাজস্ব আয় করে মাইক্রোসফট।
চলতি বছর নিউইয়র্কের আরমানক-ভিত্তিক প্রতিষ্ঠান আইবিএমের বাজার-মূলধন বেড়েছে ২২ শতাংশ। আর ওয়াশিংটনের রেডমন্ড-ভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের বাজার-মূলধন কমছে ৮ দশমিক ৮ শতাংশ।
গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইবিএমের প্রতিটি শেয়ারের দাম ১ ডলার ৬২ সেন্ট বেড়ে ১৭৯ ডলার ১৭ সেন্টে দাঁড়িয়েছে। আর নাসদাক স্টক এক্সচেঞ্জে মাইক্রোসফটের শেয়ারের দাম ১৩ সেন্ট কমে ২৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়ায়।
গবেষকদের মতে, আইবিএমের প্রধান নির্বাহীর ব্যবসায়িক দূরদর্শিতাই আইবিএমকে দ্রুত উন্নতির দিকে নিয়ে গিয়েছে।
এ দিকে কম্পিউটার ব্যবসায় বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাপল গত বছর তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইবিএম ও মাইক্রোফটকে ছাড়িয়ে গিয়েছিল। অ্যাপলের আইফোন, আইপড ও আইপ্যাডের বিক্রি বেড়ে যাওয়ায় অ্যাপলের মূলধনও বেড়ে যায়। অ্যাপলের বর্তমান বাজার-মূলধন ৩৬ হাজার ২১০ কোটি ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন