শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

চাঁদ দেখা গেছে, ৭ নভেম্বর ঈদ

Sahab Uddin
দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার দিনের ঘোষণা দেওয়া হয়। এর আগেই কয়েকটি স্থান থেকে চাঁদ দেখার খবর আসে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার অনুপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। ধর্ম প্রতিমন্ত্রী হজ ব্যবস্থাপনার তদারকিতে প্রতিমন্ত্রী সৌদি আরব রয়েছেন বলে কর্মকর্তারা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন