Sahab Uddin:
দিন গেল তোমার পথ চাহিয়া....! হ্যা , হার্ট থ্রব সংগীত শিল্পী হাবিব তার পথ চাওয়ার দিনটির যবনিকা টেনেছেন গত বুধবার ।তার সাম্পান ভিড়েছে চাটগার মেয়ে রেহানের ঘাটে । সে সুবাদে হাবিব এখন চাটগাইয়া জামাই। আর মধূচন্দ্রিমা ! কক্সবাজারে না এসে ঢাকা ! এমন বোকামীটি করেননি নব দম্পতি । চুপিসারে কাউকে বুঝতে না দিয়ে তাদের
মধূচন্দ্রিমার ক্ষণগুলো কাটছে এখন কক্সবাজারে।সংবাদটি কক্সবাজার নিউজকে জানিয়েছেন ঘনিষ্ট বন্ধু ছাত্রলীগ নেতা ইসতিয়াক। শুক্রবার তারা এসে উঠেছেন কক্সবাজারের এক পাঁচ তারকা হোটেলে। ঘুরেছেন ইনানীর পর্যটন স্পটে।নববধূকে দেখিয়েছেন হাবিব ওয়াহিদের কেনা কক্সবাজার পেচারদ্বীপের জায়গাটাও।এরপর ফিরেছেন হোটেলে। আর ভক্তদের তৃঞ্চা মেটাতে কক্সবাজার নিউজ ডটকম লক্ষ্য রাখছে এ জনপ্রিয় সংগীত শিল্পীর মধূচন্দ্রিমার সংবাদ সংগ্রহে। কনে রেহান। বাড়ি চট্টগ্রামে। এবার স্নাতক শ্রেণীতে ভর্তি হবেন তিনি। সম্পূর্ণ ঘরোয়াভাবে চট্টগ্রামে বুধবার রাতে তাদের বিয়ে হয়। জানা যায়, “গত এক বছর ধরেই রেহানের পরিবারের সঙ্গে হাবিবের মায়ের কথাবার্তা চলছিল। তবে গতকাল বুধবার ব্যাপারটা একেবারেই হঠাৎ করেই হয়ে গেছে।” শিগগিরই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে হাবিবের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানা গেছে। তার আগে একটু কক্সবাজার ঘুরে যাওয়া। বেশ খোশ মেজাজে আছে নবদম্পতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন