Sahab Uddin:
বান্দরবানে আলোচনা সভা, র্যালী ও প্রতিবন্ধী (অন্ধ)দের মাঝে সহায়ক উপকরণ বিতরনের মাধ্যমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ‘সকলের জন্য দৃষ্টি’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে আয়োচিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল আবছার। সমাজ সেবা বিভাগের লামা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনেওয়াজ (শাহনেওয়াজ নয়) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা প্রবেশন অফিসার মিল্টন মুহুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা বান্দরবান ডিপিওডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মংহ্রী চাক।
বান্দরবান সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মিল্টন মুহুরী জানিয়েছেন, অনুষ্ঠানে সমাজসেবা অফিসের পক্ষ থেকে বান্দরবানের সুয়ালক অন্ধ স্কুলের ৫ জন শিক্ষার্থীকে সাদাছড়ি এবং ৩০ জনকে বান্দরবান ডিপিওডি’র পক্ষ থেকে অন্ধ ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সাদা ছড়ি, হুইল চেয়ার, হিয়ারিং এইড (কানে শোনার যন্ত্র), ওয়াকিং ডিভাইস বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, অন্ধরা আমাদেরই সন্তান। তাদের কল্যাণ ও উন্নয়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে অন্ধসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন