Sahab Uddin
শহর ও গ্রামে একই শিক্ষকের ক্লাসের পরিকল্পনা নিয়ে দেশে শিগগিরই চালু হচ্ছে ‘অনলাইন ক্লাসরুম’। এ বিষয়ে গত ৪ অক্টোবর জাগো ফাউন্ডেশন ও গ্রামীণফেনের মধ্যে এক চুক্তি স্বাÿরিত হয়।
প্রকল্পটি সম্পর্কে ‘জাগো ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ বার্তা২৪ ডটনেটকে বলেন, “সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি নেয়া হয়েছে।”
তিনি বলেন, “শিক্ষক স্বল্পতা, ভাড়া শিক্ষক, খরচ প্রভৃতি কারণে গ্রামের শিক্ষার মান শহরের তুলনায় নিম্নমানের। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে গ্রামের শিক্ষার্থী শহরের সমান জ্ঞান অর্জন করতে পারবে। এজন্য ক্লাসরুমে ইন্টারনেট ও ভিডিও কনফারেরন্স ব্যবস্থা চালু রাখতে হবে।”
তিনি জানান, “প্রকল্পটি চালুর জন্য গ্রামীণফোনের টাওয়ারের কাজ চলছে। অন্যান্য প্রস্ত্ততি শেষ পর্যায়ে রয়েছে। টাওয়ারের কাজ শেষ হলে প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম রায়ের বাজার ও টঙ্গীতে অবস্থিত দু’টি স্কুলের মাধ্যমে শুরু করা হবে।”
এ প্রসঙ্গে তিনি সবার জন্য সমমানের শিক্ষা অর্জনে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করার মাধ্যমে সরকার প্রকল্পটির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
এ ব্যাপারে গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (গণযোগাযোগ) মো. হাসান বার্তা২৪ ডটনেটকে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই জিপি এ প্রকল্পের সাথে কাজ করছে।”
তবে তিনি নির্মাণাধীন টাওয়ারের কাজের অগ্রগতি সম্পর্কে কিছু জানাতে পারেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন