বুধবার, ৫ অক্টোবর, ২০১১

 বন্ধু অ্যালকোহলে আসক্ত কি-না, জানাবে ফেসবুক

Sahab Uddin
ফেসবুকের প্রোফাইল দেখে যেমন একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়, ঠিক তেমনি প্রোফাইলে চোখ বুলিয়ে আপনি বুঝে নিতে পারবেন, আপনার কোন বন্ধুটি অ্যালকোহলে অতিমাত্রায় আসক্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলেজছাত্রদের ফেসবুক প্রোফাইলের ওপর পরিচালিত এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। জরিপটি চালিয়েছে মেগান মোরেনো নামের একটি প্রতিষ্ঠান। জরিপ থেকে জানা যায়,
একজন অ্যালকোহলে আসক্ত ব্যক্তি তাঁর ফেসবুকে প্রোফাইলে অজান্তেই তার আসক্তির ব্যাপারটি তুলে ধরবে—সেটা প্রোফাইল ছবিতেও হতে পারে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রেও হতে পারে কিংবা হতে পারে ছবির অ্যালবাম আপলোডের ক্ষেত্রে। এ জরিপের দ্বৈবচয়ন পদ্ধতিতে কয়েক শ তরুণ-তরুণীর প্রোফাইল নির্বাচন করে তাদের ১০-১২টি প্রশ্ন করা হয়। সেই প্রশ্ন থেকে বেরিয়ে আসে নির্বাচিত তরুণ-তরুণীদের মধ্যে কে অ্যালকোহলে অতিমাত্রায় আসক্ত, কে একটু কমমাত্রায়, কিংবা কে কে একেবারেই অ্যালকোহল পছন্দ করে না।
মেগান মোরেনোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ জরিপটির মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কোন ছাত্রছাত্রীর অ্যালকোহল আসক্তি ক্ষতির কারণ হতে পারে, তা মনিটর করতে পারবে। তবে এ ধরনের গবেষণার বিষয়ে দ্বিমত রয়েছে অনেকেরই। তারা বলছে, কে অ্যালকোহলে আসক্ত, কে নয়—এটা বিচার করার জন্য ফেসবুকের প্রোফাইল মনিটর করা একজনের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি এক ধরনের হুমকি। তারা বিষয়টির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, একটি ছেলে বা মেয়ে অ্যালকোহল নিয়ে প্রোফাইল পোস্ট দিলেই যে সে বাজে ধরনের অ্যালকোহলসেবী হয়ে যাবে—এমনটা ভাবারও কোনো কারণ নেই। রয়টার্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন