Sahab Uddin:
বলিউড পারফেকশনিস্ট আমির খানের পারফেক্ট ইমেজে পরে গেল জরিমানার ছাপ। ট্রাফিক আইন ভাঙার কারণে মুম্বাই পুলিশ তাকে জরিমানা করেছে। জরিমানা করাটাই স্বাভাবিক। নো-এন্ট্রি জোনে ঢুকে পড়েছিলেন তিনি।
পরে, পুলিশ তাকে হাতে-নাতে ধরে করলেন জরিমানা। পুরো একশ রূপি দিতে হলো তাকে জরিমানা বাবদ।
মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, স্ত্রী কিরনকে সঙ্গে নিয়ে পঞ্চগনি থেকে কাশে যাচ্ছিলেন। এমন সময় শর্টকাট নিতে গিয়ে তিনি সাতারা সিটির একটি নো-এন্ট্রি জোনে ঢুকিয়ে দেন তার বিএমডব্লিউ গাড়িটি। সঙ্গে ছুটে আসেন ট্রাফিক কনস্টেবল এবং তাদের থামিয়ে জরিমানা করেন।
এরপর সেখানে ভিড় জমার আগেই জরিমানা দিয়ে, ছাড়পত্র নিয়ে চলে যান আমির এবং কিরন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন