Sahab Uddin:
ইন্টারনেট ব্যবসায় শীর্ষ কোম্পানী সার্চ ইঞ্জিন গুগল কিনতে যাচ্ছে এক সময়ের শীর্ষ কোম্পানী ইয়াহুকে। অন্তত দুটি কোম্পানীর সঙ্গে কথা হয়েছে এবিষয়ে মধ্যস্থতা করার জন্য। ওয়াল ষ্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এখবর প্রকাশ করে।
বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। গত তিন মাসের হিসেবে কিছুটা ভাল করলেও ইয়াহুর বর্তমান অবস্থা খুব ভাল না।
গতমাসে কোম্পানিটির প্রধানের পদ থেকে ক্যারল বার্টজকে বাদ দেয়া হয়েছে। সূত্রমতে গুগল ইয়াহুর সাইটের মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি করতে আগ্রহী।
উল্লেখ্য, একসময় মাইক্রোসফট ইয়াহুকে কেনার চেষ্টা করেছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন