Sahab Uddin:
দীর্ঘদিন ব্যবহারের ফলে মনিটরে কিছু কিছু সমস্যা দেখা দেয়। এ রকমই দুটি সমস্যার সম্ভাব্য সমাধান দেওয়া হলো। অনেক সময় দেখা যায় মনিটরের পর্দা কাঁপছে, মনিটরের ছবি হঠা ৎ চলে যায়।
সাধারণত দীর্ঘদিন ব্যবহারের ফলে এই সমস্যাটি দেখা দেয়। এ রকম হলে মনিটরের ব্যাক কভারটি সাবধানে খুলুন। নরম ব্রাশ দিয়ে সতর্কতার সঙ্গে মনিটরের ভেতরের ময়লা পরিষ্কার করুন। পিকচার টিউবের কাচের তৈরি অংশটি হালকাভাবে নরম টিসুপেপার দিয়ে মুছুন। অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে এই কাজটি শিখে নিলে ভালো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন