Sahab Uddin:
সালমান আর আমির খান তো আমার বয়োজেষ্ঠ্য। তারা আমার চার বছর আগে বলিউডে পা রেখেছেন। তারা আমার চেয়েও অনেক বড় মাপের তারকা। তাদের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি।”
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এসে এক সময়ের খুব ভালো বন্ধু সালমান আর আমিরের প্রশংসায় এভাবেই পঞ্চমুখ হয়ে গিয়ে ছিলেন শাহরুখ খান। তার কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছিল না বলিউড বাদশা কার প্রসঙ্গে এই কথাগুলো বলছে। কিন্তু একেই বলে কিং খান। নিজের প্রতিদ্বন্দ্বীদের বানিয়ে ফেললেন নিজের পথ প্রদর্শক। এর মাধ্যমে তিনি নিজেকে তরুণ নাকি সালমান-আমিরকে তার মুরুব্বি হিসেবে বোঝাতে চাইলেন তা পরিষ্কার না হলেও, তার কথায় গলে গিয়েছে অনেক সালমান-আমির ভক্ত। বুধবার রাতে বলিউড বাদশা শাহরুখ খান তার ড্রিম প্রজেক্ট ‘রা.ওয়ান’ এর প্রচারণার জন্য একটি সংবাদ সম্মেলনে গেলেও তার কথা বলার মূল বিষয় ছিল তার পুরোনো বন্ধুরা। তিনি কথা বলতে বলতে নস্টালজিক হয়ে যান।শাহরুখ বলিউডের বাকি দুই লিডিং খানের ব্যাপারে বলেন, “আমরা একটা সময় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমাদের একসঙ্গে কাটানো অনেক ভালো মুহূর্ত আছে, যা চিরদিন আমার মনে থাকবে। একটা সময় ছিল যখন কোনো কথাবার্তা ছাড়াই আমরা তিনজন প্রায়ই লং ড্রাইভে বেরিয়ে যেতাম। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বেড়েছে। তাই এখন এইসব সোনালি স্মৃতি।”
তিনি আরো বলেন, “আমার জন্য যে-ই ভালো কোনো কাজ করবে সে-ই প্রশংসা পাওয়ার দাবিদার। কিন্তু কেউ কখনো কারো জায়গা নিতে পারে না। সালমান যেভাবে নাচেন আমি শত চেষ্টা করলেও তার মতো কিছুই করতে পারবো না। কিন্তু তার প্রতিটি স্টেপই আমি ভালোবাসি। আমি সালমানের ‘দাবাং’ ছবিটি দেখেছি এবং আমি বলব ছবিতে সালমান ছিলেন এক কথায় অসাধারণ।”
ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই এই সংবাদ সম্মেলনে অংশ নেন শাহরুখ। সালমান-আমিরের বন্দনা যেন তার মুখ থেকে নামতেই চাচ্ছিল না। তিনি বলেন, “তারা এই ইন্ড্রাস্ট্রিতে আছেন ২৪ বছর ধরে। এটা কোনো ছেলেখেলা নয়। আমার বলিউডে কাজের বয়স হলো ২০ বছর। এখনো চার বছর বাকি, তাদের মতো আমি ২৪ বছর বলিউডে রাজত্ব করতে পারবো কিনা তা জানি না। তবে ২৪ বছর ধরে বলিউডে রাজত্ব করার জন্য আমি তাদের সাধুবাদ জানাবো।”
সবশেষে তাদের সম্পর্কের বাস্তবতা নিয়েও শাহরুখ মুখ খোলেন, “হ্যাঁ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কের মধুর দিকটির অবনতি হয়েছে। কিন্তু, তাই বলে আমরা একজন আরেকজনের কাজের প্রশংসা করতে পারব না, তা ঠিক তো না। আমি নিয়মিত তাদের কাজ দেখি, তাদের দেখে কিছু শেখার চেষ্টা করি।”
তিনি আরো বলেন, “আমার জন্য যে-ই ভালো কোনো কাজ করবে সে-ই প্রশংসা পাওয়ার দাবিদার। কিন্তু কেউ কখনো কারো জায়গা নিতে পারে না। সালমান যেভাবে নাচেন আমি শত চেষ্টা করলেও তার মতো কিছুই করতে পারবো না। কিন্তু তার প্রতিটি স্টেপই আমি ভালোবাসি। আমি সালমানের ‘দাবাং’ ছবিটি দেখেছি এবং আমি বলব ছবিতে সালমান ছিলেন এক কথায় অসাধারণ।”
ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই এই সংবাদ সম্মেলনে অংশ নেন শাহরুখ। সালমান-আমিরের বন্দনা যেন তার মুখ থেকে নামতেই চাচ্ছিল না। তিনি বলেন, “তারা এই ইন্ড্রাস্ট্রিতে আছেন ২৪ বছর ধরে। এটা কোনো ছেলেখেলা নয়। আমার বলিউডে কাজের বয়স হলো ২০ বছর। এখনো চার বছর বাকি, তাদের মতো আমি ২৪ বছর বলিউডে রাজত্ব করতে পারবো কিনা তা জানি না। তবে ২৪ বছর ধরে বলিউডে রাজত্ব করার জন্য আমি তাদের সাধুবাদ জানাবো।”
সবশেষে তাদের সম্পর্কের বাস্তবতা নিয়েও শাহরুখ মুখ খোলেন, “হ্যাঁ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কের মধুর দিকটির অবনতি হয়েছে। কিন্তু, তাই বলে আমরা একজন আরেকজনের কাজের প্রশংসা করতে পারব না, তা ঠিক তো না। আমি নিয়মিত তাদের কাজ দেখি, তাদের দেখে কিছু শেখার চেষ্টা করি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন