রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

docx ফাইল খুলতে সমস্যা?

 Sahab Uddin:
আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ২০০৩ অথবা পুরনো কোন ভার্সনে কাজ করেন তাহলে docx ফরমেটের ফাইল খুলতে রীতিমতো ঝামেলায় পড়ছেন নিশ্চয়। ২০০৭ ছাড়া সাধারণত docx ফরমেটের ফাইল ওপেন হয় না। এ ঝামেলা থেকে মুক্তির সহজ উপায় হলো ইমেইল। ফাইলটি যদি আপনার মেইলে আসে তাহলে ডাউনলোড করার দরকার নেই। অনলাইনে ফাইলটি ওপেন করে সব লিখা কপি করুন। এবার আপনার কম্পিউটারে একটি ওয়ার্ড ফাইল খুলে সেখানে পেস্ট করুন। আর যদি ফাইলটি আগে থেকেই আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনার ই-মেইলের মাধ্যমে যে কোন একটি মেইলে পাঠান। এরপর সেটি অনলাইনে ওপেন এবং সেখান থেকে কপি করে নতুন ওয়ার্ড ফাইলে পেস্ট করুন। ঝামেলা শেষ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন