Sahab Uddin:
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মূল পাতায় সম্প্রতি এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে হঠা ৎ করে এমন পরিবর্তনে খুশি নন ব্যবহারকারীরা। তাই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ‘পিটিশন অ্যাগেইনস্ট দ্য নিউ ফেসবুক হোমপেজ’ নামে একটি পাতা খুলেছে ব্যবহারকারীদের একটি দল। যাতে ইতিমধ্যে সমর্থন দিয়েছেন ৭৭ হাজার ৫৬৬ জন ব্যবহারকারী। পাশাপাশি খুদে ব্লগসাইট টুইটারে থাকা ঠিকানায় ব্যবহারকারীরা জানাচ্ছেন নিজেদের অভিযোগ।
অভিযোগকারীদের মতে, ফেসবুকের বর্তমান পরিবর্তন অনেকটা গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস এবং টুইটারের আদলে করা। তাই এ ধরনের পরিবর্তনকে সমর্থন জানাচ্ছেন না ব্যবহারকারীরা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ‘লাউন্সিং সেশন’ নামে নতুন একটি বৈশিষ্ট্যের মাধ্যমে নতুন এ পরিবর্তনের ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে ফেসবুকে বেশ কিছু পরিবর্তন হচ্ছে যাতে ব্যবহারকারীরা পুরো নিয়ন্ত্রণ সহজেই করতে পারেন। এরই ধারাবাহিকতায় বন্ধু হওয়ার সীমাবদ্ধতা দূর করাসহ সহজে হালানাগাদ পেতে গত সপ্তাহে চালু করা হয় সাবস্ক্রাইবসহ টুইটার সংযোগ-সুবিধা। যুক্ত হয়েছে রিয়েল টাইম ‘টিকার’। যার মাধ্যমে এখন থেকে ফেসবুকের বন্ধুরা কে কী দেখছেন বা শুনছেন, তা জানা যাবে সহজেই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের হালনাগাদ, ছবি দেখার সুবিধা, হালনাগাদ নিয়ন্ত্রণসহ ক্যাটাগরি অনুযায়ী দ্রুত তথ্য পেতে পারবেন। এর সঙ্গে থাকছে নিউজ ফিডের পরিবর্তন, যেখানে যে যার পছন্দমতো খবরগুলো দেখতে পারবেন নিজের দেয়ালে। আবার ডেভেলপাররাও ফেসবুকের ‘লাইক’ বোতামটিকে ইচ্ছেমতো অন্য নাম দেওয়ার সুযোগ পাবেন। তবে এত কিছুর পরও ফেসবুকের নতুন এ পরিবর্তনের বিপক্ষেই থাকছেন ব্যবহারকারীরা। —টাইমস অব ইন্ডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন