Sahab Uddin:
বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন গুগল ১৩ বছরে পা দিয়েছে। গতকাল মঙ্গলবার জন্মদিন উপলক্ষে পরিবর্তন হয়েছে গুগলের লোগো। তবে নিয়মিতভাবে বিভিন্ন দিবস কিংবা কারও জন্মদিন উপলক্ষে গুগল যেভাবে লোগোতে পরিবর্তন আনে, তা করা হয়নি।
অনেকটা সাদামাটাভাবে লোগোটি সাজানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে টিনএজার হওয়া প্রতিষ্ঠানটি নিজেদের পাঁচটি অক্ষরকে কেকের চারপাশে সাজিয়ে এবং কেকের ওপর ১৩টি মোমবাতি দিয়ে লোগো তৈরি করেছে। এমন একটি সময়ে গুগল ১৩ বছরে পা দিয়েছে, যখন সারা বিশ্বেই তরুণেরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটের চেয়ে ফেসবুকে বেশি সময় ব্যয় করে। তবে এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই গুগল। তথ্য খোঁজার ওয়েব বাজারে গুগলের রয়েছে প্রায় ৯০ শতাংশ শেয়ার। আর ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গুগল চালু করেছে ‘গুগল প্লাস’ নামের একটি সাইট। এখন প্রতিদ্বন্দ্বিতায় ফেসবুকের সঙ্গে টিকে থাকতে নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে এতে। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে সার্জে ব্রিন ও ল্যারি পেজের যৌথ উদ্যোগে শুরু হয় সার্চ ইঞ্জিন তৈরির কাজ, যা পরের বছর গুগল নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করে গুগল। —গার্ডিয়ান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন