Sahab Uddin:
গোপনে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ট্র্যাক করছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। জনপ্রিয় এ সাইটটির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি কনসালটেন্ট নিক কুবরিলোভিক নামের এক হ্যাকার। আর সরাসরি না হলেও প্রকারান্তরে এ অভিযোগ স্বীকার করে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
সম্প্রতি নিক কুবরিলোভিক অভিযোগ করেন, কোনো সাইট থেকে লগ আউট করার পর ব্যবহারকারী কোনো কোনো সাইট ভিজিট করছে সেটি দেখা সম্ভব নয়। কিন্তু গোপনে এ কাজটিই করছে ফেসবুক।
গত ২৫ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি লেখায় তিনি আরো জানান, ব্যবহারকারীর অজান্তেই ফেসবুক নজরদারি করছে। লিপ্ত হয়েছে অনলাইন ট্রাকিংয়ে।
তার ভাষ্যমতে, ফেসবুক থেকে লগ আউট করলেও ব্যবহারকারী যে পেজেই ভিজিট করুক না কেন সেই তথ্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে থেকে যায়। আর ফেসবুক’র ‘লাইক’ বাটনে ক্লিক করামাত্র ব্যবহারকারীর কুকির মাধ্যমে ফেসবুকের কাছে আপনাআপনিই তথ্য পাচার হয়ে যায় বলে তিনি জানান।
এ অভিযোগের জবাবে তুমুল জনপ্রিয় এ সামাজিক নেটওয়ার্কিং সাইটের এক ইঞ্জিনিয়ার বলেছেন, “ব্যবহারকারীর অবস্থান নির্ণয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কেননা এটা স্বয়ংক্রিয়ভাবেই ঘটতে থাকে। তবে আমাদের বিশ্বাস করুন জমা করা তথ্য কখনো বিজ্ঞাপন প্রচারে ব্যবহার করা হয় না।”
এদিকে ফেসবুক’র পক্ষ থেকে স্পষ্টভাবে ‘ট্রাকিং’ অভিযোগ অস্বীকার না করায় এবার ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, ফেসবুক’র পক্ষ থেকে ‘বিশ্বাস করতে’ বলা এবং সরাসরি ট্রাকিং বিষয়টি স্বীকার না করা সন্দেহের জন্ম দিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ প্রকারান্তরে কুবরিলোভিকের তথ্য সঠিক বলে মেনে নিয়েছে উল্লেখ করে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ফেসবুক কর্তৃপক্ষ কী কারণে লোকজনের ওপর গোয়েন্দাগিরি করছে?
অবশ্য এতোসব অভিযোগের পরও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ’র পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন