বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

 গুগল প্লাসে ‘বিপ্লব’!

Sahab Uddin:
গুগল প্লাস এখন ফেসবুক ও টুইটারের মতোই উন্মুক্ত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। গত সোমবার ইন্টারনেট জায়ান্ট গুগল তাদের এই সামাজিক যোগাযোগের সাইট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ব্যবহারকারীদের ভিড়ে রীতিমতো নুইয়ে পড়ে।
এক্সপেরিয়েন হিটওয়াইজ নামের একটি ওয়েবসাইট ভিজিটর জরিপ সংস্থার তথ্যমতে, সোমবার গুগল প্লাসে ব্যবহারকারীদের আনাগোনা ছিল হাজার শতাংশেরও বেশি। সেদিনই গুগল কর্তৃপক্ষ এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করে দেয়। এর আগে কেবল জিমেইল ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারত। তারা কাউকে আমন্ত্রণ পাঠালেই কেবল অন্যরা গুগল প্লাসে অ্যাকাউন্ট খুলতে পারত।
হিটওয়াইজ আরও জানিয়েছে, উন্মুক্ত করে দেওয়ার প্রথম সপ্তাহে গুগল প্লাসে ভিজিটরের সংখ্যা এক কোটি ৫০ লাখ ছাড়িয়ে যেতে পারে। যেখানে গত সপ্তাহে এতে ভিজিটরের সংখ্যা ছিল মাত্র ১১ লাখ। মাত্র এক সপ্তাহেই গুগল প্লাস বিশ্বের সর্বাধিক ব্যবহূত ওয়েবসাইটগুলোর মধ্যে অষ্টম স্থানে উঠে আসবে। যেখানে এক সপ্তাহ আগেই এটি ৫৪তম স্থানে অবস্থান করছিল। ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন