Sahab Uddin দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে দ্রুত ইন্টারনেটে কনটেন্ট ডাউনলোড করতে পারেন ইন্টারনেট ব্যবহাকারীরা। এর পরই রয়েছে রোমানিয়া, বুলগেরিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়া। পান্ডো নেটওয়ার্কের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২২৪টি দেশের দুই কোটি কম্পিউটারে দুই কোটি ৭০ লাখ ডাউনলোডের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে পান্ডো নেটওয়ার্ক।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ায় ডাউনলোডের গড় গতি প্রতি সেকেন্ডে ২২০২ কিলোবাইট।
এ বিষয়ে পান্ডো নেটওয়ার্কের প্রধান নির্বাহী রবার্ট লেভিটান জানান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উন্নত দেশগুলোয় ডাউনলোডের গতি বেশি হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও কানাডার মতো দেশগুলো ডাউনলোডের গতির দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন