Sahab Uddin
বয়স মাত্র ১৭ হলেও প্রেমের ক্ষেত্রে তাকে বলতে হবে সবার চেয়ে অভিজ্ঞ। প্রেমিকার মন কিভাবে গলাতে হবে তা খুব ভালো করেই জানেন ‘বেবি’ হিট মেকার জাস্টিন বিবার। সম্প্রতি লস অ্যাঞ্জেলস ভ্রমণকালে প্রেমিক জাস্টিন তার ‘ডিজনি নায়িকা’ সেলিনাকে নিয়ে ছবি দেখতে গেলেন। কোনো যেনতেন ছবি না, চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রোমান্টিক ছবি ‘টাইটানিক’।
এই শেষ না, প্রেমিকার সঙ্গে সময় কাটানোর এবং রোমান্টিক এই ছবিটি ভালোভাবে উপভোগ করার জন্য প্রেমিক বিবার পুরো একটি সিনেপ্লেক্স ভাড়া করে নিলেন। যা দেখে প্রেমিকা সেলিনা তো পুরো আহ্লাদে আটখানা।
সেলিনা-বিবারের এই মুভি ডেটটি বিবার আযোজন করেন ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তিনি মূলত সেলিনাকে একটা সারপ্রাইজ দেয়ার জন্যই এই আয়োজনটি করেন। সূত্র জানায়, সেদিন সন্ধ্যায় বিবার-সেলিনা একসঙ্গে ডেমি লোভাটোর কনসার্ট শেষ করে লস অ্যাঞ্জেলসের স্ট্যাপল সেন্টারে পৌঁছান। তখনও সেলিনা বিবারের সারপ্রাইজের ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু অন্ধকারের মধ্যে যখন সিনেপ্লেক্সে তিনি প্রবেশ করেন সেখানে গিয়ে পুরেপুরি অবাক হয়ে যান সেলিনা। এরপর পুরো প্রেক্ষাগৃহ খালি থাকা সত্বেও দুজন ঠাসাঠাসি করে বসে উপভোগ করেন ‘টাইটানিক’।সূত্র আরো জানায়, কিছু দিন আগেই সেলিনা মিডিয়াকে জানিয়েছিল লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গে কাজ করার ইচ্ছা হয়েছে লিনার। এখন তার পছন্দের অভিনেতাদের তালিকায় আছে লিও। তাই সেই পছন্দের কথা মাথায় রেখে বিবার বেছে নেন এই ছবিটি। আর এই সারপ্রাইজ রোমান্টিক মুভি ডেটের বুদ্ধিটি বিবারের মাথায় আসে অ্যাডাম স্যান্ডলারের ‘মি. ডিড’ ছবিটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন