Sahab Uddin
সম্প্রতি চীনা এক তরুণ অ্যাপলের তৈরি আইপ্যাড ২ কিনতে গোপনে নিজের কিডনি বিক্রি করে দিয়েছে। ইন্টারনেটে দেওয়া বিজ্ঞাপন দেখে চীনে অবৈধ অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচার কালোবাজারে কিডনি বিক্রি করেছে সে। খবর বিবিসি অনলাইন-এর
। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৭ বছর বয়সী এই তরুণের নাম লিটল জেং । জানা গেছে, নতুন ল্যাপটপ এবং পেটের নীচে কাটা দাগ দেখে সন্দেহ করেন তার মা। মায়ের মনে সন্দেহ তৈরি হলে তার প্রশ্নের উত্তরে সব স্বীকার করে জেং । সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনলাইনে কিডনি চাই এমন বিজ্ঞাপন দেখে আগ্রহী হয় লিটল জেং। এরপর অবৈধ কোনো এজেন্টের মাধ্যমে সে হাসপাতালে যায় এবং একটি কিডনির বদলে ৩৩৯২ ডলার নগদ অর্থ পায় সে। জানা গেছে, কিডনি বিক্রির অর্থ দিয়ে সে একটি আইপ্যাড ২ এবং একটি ল্যাপটপ কিনেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন