রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

অক্টোবরেই আসছে আইফোন ৫


Sahab Uddin আইফোন ব্যবহাকারীদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। অ্যাপলের আইফোন সিরিজের নতুন পণ্য 'আইফোন ৫' আগামী ৪ অক্টোবর বাজারে আসবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী টিম কুক আনুষ্ঠানিকভাবে আইফোন ৫ উদ্বোধন করবেন। জেপি মরগ্যানের বিশেষজ্ঞ মার্ক মোসকোউইটস জানিয়েছেন, অ্যাপল এক বা একাধিক মডেলের আইফোন বাজারে আনতে চলেছে, যা 'আইফোন ৪ প্লাস' এবং 'আইফোন ৫' হতে পারে। জিএসএম ও সিডিএমএ সমর্থিত 'আইফোন ৫' তুলনামূলক স্বল্পমূল্যের মোবাইল ফোন হিসেবে বিশ্বে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন