শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

৫০ মিলিয়ন ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেল গুগল প্লাস

Sahab Uddin:
আনুষ্ঠানিক যাত্রার সপ্তাহ পার না হতেই ৫০ মিলিয়ন ব্যবহারকারীর ল্যান্ডমার্ক পেরিয়ে গেল গুগল প্লাস। গত ২১ সেপ্টেম্বর অনেকটা তড়িঘড়ি করে আত্মপ্রকাশের পর থেকেই প্রতিদিন গড়ে দুই মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হচ্ছে নবীন এ সামাজিক নেটোয়ার্কটিতে।

 সোস্যাল নেটওয়ার্ক ট্র্যাকিং প্রতিষ্ঠান অ্যানসেসট্রি ডট কম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পল অ্যালেন জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতোমধ্যেই গুগল প্লাস’র ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৫০ মিলিয়ন। সাইটটি সবার জন্য উন্মুক্ত করার পরে প্রতিদিন এতে যুক্ত হয়েছে দুই মিলিয়নেরও বেশি ব্যবহারকারী।
মাত্র ৮৮ দিনে গুগল প্লাস ৫০ মিলিয়ন ব্যবহারকারীর ল্যান্ডমার্ক পেরিয়ে যেতে সমর্থ হলো উল্লেখ করে তিনি বলেন, “গুগল প্লাস যেকোনো সামাজিক যোগাযোগের প্লাটফর্মের মধ্যে দ্রুততম সময়ে এই ল্যান্ডমার্ক স্পর্শে সক্ষম হলো।”
এদিকে অত্যন্ত দ্রুততার সাথে ৫০ মিলিয়ন ব্যবহারকারী অর্জনে দ্বিতীয় স্থানে রয়েছে মাইস্পেস। প্রেস্টিজিয়াস এ ল্যান্ডমার্ক পার হতে এ সাইটটির সময় লেগেছিল এক হাজার ৪৬ দিন।
অপরদিকে টুইটার, ফেসবুক এবং লিংকএডইন-এর এক্ষেত্রে সময় লেগেছিল যথাক্রমে এক হাজার ৯৬ দিন, এক হাজার ৩২৫ দিন এবং দুই হাজার ৩৪৫ দিন।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসের শেষের দিকে চালু হয়েছিল গুগল প্লাস। তারপর থেকে শুধু আমন্ত্রণের মাধ্যমে নতুন ব্যবহারকারীরা গুগল প্লাস-এ যোগ দিতে পারতো। তবে এ সীমাবদ্ধতা থাকলেও এর দুই সপ্তাহের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা স্পর্শ করে ১০ মিলিয়নের কোঠা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন