Sahab Uddin:
বিরাট মাত্রার ইন্টারনেট জালিয়াতির ঘটনায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে সাত বিদেশী। এদের মধ্যে ছয়জন এস্তোনিয়ার বাসিন্দা। বুধবার তাদের পাকড়াও করে এস্তোনিয়ার জেলে রাখা হয়েছে। বাকি আরেকজন রাশিয়ার বাসিন্দা। এদের প্রত্যর্পণের জন্য উদ্যোগ নিতে শুরু করেছে মার্কিন অ্যাটর্নির দপ্তর।
সরকারি সূত্রের বক্তব্য, এই সাত অভিযুক্ত কারসাজি করে ১০০টি দেশের ৪০ লাখ কম্পিউটারে বিপজ্জনক সফটঅয়্যার চালান করেছিল। এদের কবলে পড়ে খোদ আমেরিকা সরকারের বিভিন্ন সংস্থা এবং নাসার মতো প্রতিষ্ঠানও। অনলাইনে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে বিপুল অর্থ হাতানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ২০০৭ সাল থেকেই তারা একাজ চালাচ্ছে বলে জানানো হয়েছে। অভিযুক্তদের ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি প্রীত ভারারা জানিয়েছেন, ইন্টারনেট জালিয়াতির মারাত্মক কর্মকাণ্ডের সামান্য অংশই উন্মোচিত হলো। আরো বহু অপরাধী এবং অপরাধ এখনো আড়ালে রয়ে গিয়েছে। বিশ্বজুড়ে আক্রান্ত ৪০ লাখ কম্পিউটারের মধ্যে পাঁচ লাখই আমেরিকার। মার্কিন সরকারি সংস্থা, নাসা ছাড়াও বহু শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কম্পিউটারেও হামলা চালিয়েছে সাইবার অপরাধীরা।সূত্র: ওয়েবসাইট।
নিউ ইয়র্কের অ্যাটর্নি প্রীত ভারারা জানিয়েছেন, ইন্টারনেট জালিয়াতির মারাত্মক কর্মকাণ্ডের সামান্য অংশই উন্মোচিত হলো। আরো বহু অপরাধী এবং অপরাধ এখনো আড়ালে রয়ে গিয়েছে। বিশ্বজুড়ে আক্রান্ত ৪০ লাখ কম্পিউটারের মধ্যে পাঁচ লাখই আমেরিকার। মার্কিন সরকারি সংস্থা, নাসা ছাড়াও বহু শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কম্পিউটারেও হামলা চালিয়েছে সাইবার অপরাধীরা।সূত্র: ওয়েবসাইট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন