সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

যেকোনো ফাইল মুছে ফেলুন সহজে

 Sahab Uddin
\কম্পিউটারে ভাইরাস বা নানা সমস্যার কারণে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ফাইল মোছা যায় না। বিশেষ করে, ভাইরাস-আক্রান্ত ফাইল মুছতে সমস্যা হয়। এ রকম সমস্যায় পড়লে ‘ফাইল অ্যাসেসিন’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ১৬৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://bit.ly/oiCole ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন। আপনার কাঙ্ক্ষিত ফাইল মোছার জন্য সফটওয়্যারটি ওপেন করুন এবং নির্ধারিত বক্সে Browse করে ফাইলটি দেখিয়ে দিন অথবা মাউস দিয়ে ড্রপ করে ফাইলটি নিয়ে আসতে পারেন।
এখন আপনি যদি ফাইলটি সরাসরি মুছে ফেলতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দিন। আর যদি ফাইলটি না মুছে শুধু ফাইলটির কার্যক্রম বন্ধ রাখতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দেবেন না। সবশেষে Execute অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইল মুছুন অথবা ফাইলের কার্যক্রম বন্ধ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন