Sahab Uddin
দর্শকদের ভোটের মাধ্যমে কয়েকটি জুটির মধ্য থেকে সালমান ও কারিনাকে এয়ারটেল সুপারস্টার অ্যাওয়ার্ডের সেরা জুটি নির্বাচিত করা হয়েছে । সেরা অনস্ক্রিন জুটি হিসেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে সালমান ও কারিনার নাম ঘোষণা করেছেন শাহরুখ খান।শাহরুখ খান সালমানের হাতে পুরস্কার তুলে দিয়ে বন্ধুত্বে হাত বাড়িয়ে দিলেন! খবরটি শুনে শুধু ভক্তরা নয়, সালমান নিজেও অবাক হবেন।
এয়ারটেল সুপারস্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নির্বাচিত সেরা জুটি হিসেবে পুরস্কৃত করা হয়েছে এই বছরের আলোচিত বডিগার্ড জুটি সালমান ও কারিনা কাপুরকে। কিন্তু শাহরুখের হাতে পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সালমান খান। নতুন ছবির শুটিংয়ে ভারতের বাইরে অবস্থান করছেন তিনি। তাই সালমানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন সালমানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রী। অতুল বডিগার্ড ছবির সহ প্রযোজকের দায়িত্বে ছিলেন। আলভিরা ও অতুলের হাতে পুরুস্কার তুলে দিয়ে শাহরুখ অসংখ্য দর্শকের সামনে ‘সালমান ও কারিনা’ জুটিকে শুভকামনা জানিয়েছেন। আগামী ২৭ নভেম্বর ভারতের বেশকিছু জনপ্রিয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার ওয়ান, স্টার গোল্ড এবং স্টার উৎসবে রাত ৮ টায় এয়ারটেল সুপারস্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রচারিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন