Sahab Uddin:
আজকাল কিন্তু এক্সটার্নাল হার্ড-ড্রাইভ না কিনলেও চলে। আসলে এ ধরনের হার্ড-ড্রাইভগুলোও কিন্তু আপনার ব্যাকআপ যে সুরক্ষিত অবস্থায় রাখবে তার নিশ্চয়তা দিতে পারে না। এক্সটার্নাল হার্ড-ড্রাইভ নষ্ট হয়ে যেতে পারে হঠাত্ করেই, যে কোনো বৈদ্যুতিক গোলযোগেও এর ক্ষতি হতে পারে, যার ফলে নষ্ট হয়ে যেতে পারে আপনার মূল্যবান তথ্যগুলো। তবে আপনি যদি ন্যাস (NAS) ব্যবহার করতে পারেন তাহলে আলাদা কথা, কিন্তু সেগুলোর মূল্য আরও বেশি।
আজকাল এছাড়াও আরেকটি পদ্ধতিতে আমরা ডাটা ব্যাকআপ করতে পারি—অনলাইনে। ঠিক যেভাবে আপনার মূল্যবান ছবিগুলোকে পিকাসা অথবা ফ্লিকারের মাধ্যমে সংরক্ষণ করতে পারেন, ঠিক সেভাবে আপনার ডকুমেন্টগুলোকে সংরক্ষণ করতে পারেন ড্রপবক্স সেবা (https://www.dropbox.com) ব্যবহার করে। ডকুমেন্ট সংরক্ষণ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে—এর জন্য আপনার প্রয়োজন হয় না টেরাবাইট স্টোরেজের।
এর জন্য আসলে ইউএসবি ড্রাইভও কেনার প্রয়োজন পড়ে না। ড্রপবক্সে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ফ্রি ২ গিগাবাইট স্থান। সেখানে সংরক্ষণ করতে পারেন আপনার সব অফিসিয়াল ডকুমেন্টগুলো।আজকাল এছাড়াও আরেকটি পদ্ধতিতে আমরা ডাটা ব্যাকআপ করতে পারি—অনলাইনে। ঠিক যেভাবে আপনার মূল্যবান ছবিগুলোকে পিকাসা অথবা ফ্লিকারের মাধ্যমে সংরক্ষণ করতে পারেন, ঠিক সেভাবে আপনার ডকুমেন্টগুলোকে সংরক্ষণ করতে পারেন ড্রপবক্স সেবা (https://www.dropbox.com) ব্যবহার করে। ডকুমেন্ট সংরক্ষণ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে—এর জন্য আপনার প্রয়োজন হয় না টেরাবাইট স্টোরেজের।
এছাড়া আপনি পাচ্ছেন যে কোনো মেশিন থেকে আপনার ডকুমেন্টগুলোয় অ্যাক্সেস করার সুবিধা। ব্যবহার করতে পারেন ড্রপবক্স ফোল্ডার সিঙ্ক বৈশিষ্ট্য, যার মাধ্যমে আপনার পিসির কয়েকটি ফোল্ডারের ওপর নজর রাখবে এবং এসব ফোল্ডারে নতুন কোনো ফাইল সংযুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে তা আপলোড হয়ে যাবে আপনার ড্রপবক্স অ্যাকাউন্টে। এ ধরনের সুবিধা আপনি ড্রপবক্স ছাড়াও পাবেন মাইক্রোসফটের স্কাই ড্রাইভ থেকে।
ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড
ধরুন আপনার কাছে কোনো ডিকশনারি নেই, আপনি কোথাও বসে ব্রাউজ করছেন—এ সময় আপনার দরকার হলো একটি ইংলিশ ওয়ার্ডের বাংলা জানার, আপনি কি করবেন? না চিন্তার কোনো কারণ নেই ।
অনলাইনে বসে আপনি ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড জানতে পারবেন এ জন্য কোনো সফটওয়্যার ইনস্টল বা ডাউনলোড করতে হবে না। আর একটি ইংলিশ ওয়ার্ডের অনেক বাংলা শব্দ পাবেন, যা কোনো ডিকশনারিতে আপনি পাবেন না। এটি ব্যবহার করা খুবই সহজ। একটু কম্পিউটার নলেজ থাকলে আপনি অনায়াসে পারবেন। এখন এই ওয়েবসাইটটির ঠিকানা : http://www.bdwebguide.com/bengalidictionary.php এখানে ঢোকার পর দেখবেন লেখা আসছে Type English Word Here : এ ঘরটির মধ্যে আপনার প্রয়োজনীয় ইংলিশ শব্দটা লিখে এবঃ গবধহরহম লেখার ওপর ক্লিক করবেন, দেখবেন নিচে বাংলা এসে হাজির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন